Thursday, December 27, 2018

The cat and the moon

Here's a story
Of a cat and a moon
And a long night to mourn
The cat lived on roofs
Till buildings came down
The cat shed some truth
The moon circled around
Then like in any other town
The night ended, too soon.

সেও এক রাত ছিল

সেও এক রাত ছিল, অনেক রাতের মতো;

আলোর আড়ম্বরে তীব্র আঁধার,
রূপ-মঞ্জিরা জ্যোৎস্না আভায়।
সুরের গাম্ভীর্য প্রহরে প্রহরে,
বিরহ মন্থন মৌন প্রতীক্ষায়।

ওষ্ঠের ইতিহাসে বিদ্যুত রেখা,
খসে পড়া উল্কা একের পর এক;

সেও এক রাত ছিল, অন্ধ আবেগে ঘেরা
দিনের দাবানলে পুড়ছে সে দ্যাখ।
সেও এক রাত ছিল, স্বপ্ন-নারীর মতো;
দিনের অন্ধকারে খুঁজে তাকে দ্যাখ।

Tuesday, December 25, 2018

A different woman

There's a city, old and dark;
Famously the spectator's landmark.
There's history in its bylanes
Of chaos at a magnanimous scale.
With embroidering careful secrets,
The city survives each passing day.

And there's a river running through it
Like a cold dagger through the heart,
Turning the blood warm by the cut,
A slice of Christmas cake, little burnt.

And you thought there's a lady somewhere
Find her, if you please, on a desolate square.

Monday, December 24, 2018

অন্ধ

আমি, তুমি দুই অন্ধ;
দুজনের চোখে রুমাল;
অন্ধকে দেখে অন্ধ হাসে,
অন্ধকারে অন্ধ কার?
তাই দুই অন্ধ গায়, 
ও গো, তুমি যে আমার!
আমার বলে তোমায় চাই,
একের নিচে বন্ধ আড়াই
বিশ্বাস হলো ঘোড়ার চাল
কারণ আমি দেখতে পাই।

খেলা শেষে নতুন কেউ  আবার অন্ধ হতে চায়
শুধু চোখে চোখ রাখার আমার আর নেই সময়।

yes, inspired by Andhadhun.

Saturday, December 22, 2018

হামাগুড়ি

কত কিছুই না দেখলাম;

কারোর কাছে কলকাতা মানেই ট্রাম,
কারোর ঠোঁটে পরিচিত মিষ্টি বলরাম;

কারোর প্রেমিকের লিস্ট মস্ত বড়
কেউ বলে, "না না, আড়াল করো!"

কোথাও দুটো উপন্যাসের অহংকার
কারোর সেলোফেন মোড়া সাজানো সংসার

কিছু হাত, হাত ধরে ময়দান চষে ফেরে
কিছু রাত, হাতে ধরে, কপাল ঘোষে মরে।

মায়াবনে ঘাঁটি ফেলে কিছু অদ্ভুত প্রাণী -
বাংলা না পারি তো কি? ফরাসি জানি।

কতই না দেখলাম একে একে তোমায়
হামাগুড়ি কোথাও ঠিক দিয়ে থাকি সবাই।

Friday, December 21, 2018

A perspective on perspective

I wonder how philosophy affects us in reality. Does it act like a prism through which we start to see the world around us? I was walking aimlessly after lunch today, when all of a sudden an idea struck me. As always, it was basically a one liner : Knowledge and a perfect black body. You absorb and abosrb, until you are so full of it that you start emitting. Now this is no fancy idea, people talk like this all the time. But my simple question is, Why?
Does a mathematician see a display of numbers in almost everything he sees? Does a gardener see sprouting of seeds when he sees children making merry of ignorance? How does a professional assassin view this world? How does a businessman make sense of everything? You think on these lines and you arrive at an obvious statement. Everyone sees the same thing from his perspective. But what do I mean by 'same'? At what level of understanding does a physical phenomenon cease to be universal?
For example, a ball bouncing on a surface is a universal truth. A physicist sees transfer of momentum, a poet imagines the pain that both the ball and the surface exert on one another, a gardener sees his soil being wasted, a child sees dirt on the ball. So there is truth, but at which level does it become a perspective? My training is forcing me to 'believe' that the physical picture is 'the' real picture. But it isn't certainly so. I am probably going no where with this post, but I hope I'm able to make the point that specialising in one thing can lead us far away from universality. With time we just become more and more cornered into our own spaces and cease to realize the full potential of our intelligence. But is there a way out of it?

Wednesday, December 19, 2018

Point

Every Point is more than a point,
It has an area, a finiteness of existence.
It takes up space, remains through time
Like a shadow novel hiding among pages.
It refuses to exert itself on the universe
But in its existence, rids universe of ignorance.
Many say, reality started from a point
But when was the Point merely a point?
'Zero to Infinity' might be their choice;
In finiteness lies a quiet flamboyance.

Tuesday, December 18, 2018

Within the Other's mind

I'm afraid to peek behind the curtain,
I won't find God, of that I'm certain.
I won't find what is kind and gentle
Neither would there be a lying heaven.
I will have no land to stand upon
And no clean river to drink from.
But I know my wings will be clipped
And I'd be lowered further; into a dark pit.
So is it too bad, the contract I have?
It allows me, at least a thousand free hands.
I am thus, too afraid to break the deal
For even in God, I might see the Devil.

Sunday, December 16, 2018

Ek din aisa bhi

Ek din aisa bhi ayega
Jab subha ho na ho,
Din dhale na dhale,
Sham murjhaye na murjhaye,
Aur raat ruthe, na ruthe
Dil mein koi chingari nahi jalegi.
Ek din aisa bhi ayega kabhi
Jab khud mein khudi mit jayegi.
Ek din aisa bhi ayega kabhi.v

Saturday, December 15, 2018

What do you see in her?

So what do you see in her?
Do you see her twists and turns?
Do you ignore her dark past?
Do you see the dawn on her face
And listen to her evening murmurs?

Do you let her tell you her stories
And patiently absorb her childish gestures?
Do you notice the walls within and around her
And take care that she doesn't break them all?
Do you see how she struggles to break your heart?

Do you see the twinkle in her eyes
When she is on top of the world?
Do you pray for just one more day with her?
Or simply one afternoon, or one hour,
Or just one moment!
For only moments last forever.

Always in bits and pieces,
Shattered, my love affair with her
Yet, epochs she lent me have crystallized
My city, my freedom, my Kolkata.

Aankhein

Najaane kitni raatein aise beeti hai
Ke jaise
Neend raat se ruth kar chali gayi ho
Lekin, iss raat aur neend ki mohabbat ko
Yeh kambakht aankhein kabhi samajh hi na payi
Unhe to sirf intezar hai, bas intezar hai
Ke ek din, raat mudhke dekhe aur unhme samah jaye.
Neend se khyair, unhe kya shikwa?

For you, my Love

If there ever was a reason
To immolate myself
I found it today.

I would let burn
My passion, desire
In the fire that You are.

Will you take me,
Engulf me in your flames?
And simply shine brighter

Among your million stars
I wish to be the brightest
And burn all I have, for you
For you, tonight, here and now.

O my love,my immortal, I love you.


Friday, December 14, 2018

Khamoshi (1969) - Not so silent!

This is a rare moment in my life. I felt a similar urge to write around this time last year, albeit for different reasons. The point is, the push that I am feeling at the moment from within, is similar.

I just watched Khamoshi (1969), directed by Asit Sen. (It is the remake of the Bengali film, Deep Jwele Jai (1959) by the same director. ) If you haven't watched it, please do before reading further. If you're still interested to read what I have to say about the film, do go ahead.

What an experience Khamoshi was! What really is a film? It is a combined art form, where different pieces of art can be coalesced to form a collage. That's all it is. A collage. It depends on the team making the collage, how it appeals to the viewer.
A film is an audio-visual medium of communication ( the cinematography of this film, my God!). So it is imperative for the communicator to use the medium to its best possible capabilities so that maximum information can be transferred. If you ever watch the film, do note the scene immediately after the "woh sham kuch ajeeb thi" song ends. The song, itself a damn brilliant melody, has been used masterfully, but in combination with the scene immediately after. The way the director chooses to end it abruptly with the visual of an industry and a steamer, and the sound of the steamer's horn in the backdrop, is simply classic! It is when beauty is crudely destroyed does the explosion of every single constituent of beauty takes place. It is only then that we truly open our eyes to what is striking about beauty. (This is so clearly stated in the film-making, in the nuanced used of the exceptional music and the haunting silence. Gulzar is Gulzar. Hemanta is Hemanta.)

Let us grapple with the plot for sometime. Here is a nurse, who has cured a mental patient suffering from 'acute mania', which according to the movie is about the male child's longing for unconditional love. (Let me mention here that the movie is based on the story, "Nurse Mitra" by Ashutosh Mukherjee.) The brilliance of story telling lies exactly here! We are told that this is a movie, a story, a fiction. But is it really? Decide for yourself.
So we have a woman (Radha, Waheeda Rehman), who cures a patient (Dev, Dharmendra), falls in love with him while taking care of him. And the guy, once cured, has decided to marry the girl for whom he had landed up at the hospital in the first place! This breaks Radha so deep inside that the disease slowly eats her up. She knows that her heart is struggling but right then appears another patient (Arun, Rajesh Khanna). We have a 'great' doctor, who thinks patients suffering from this disorder do not need to be subjected to shock therapy, but if a woman "acts" in a manner that she is taking care of him like his mother (albeit in an Oedipus manner), then he can be completely cured. So for our doctor, patients are still subjects of research. Since Radha has succesfully cured Dev, he promptly asks her to help in the case of Arun, too. She quickly declines. Our doctor (Nasser Hussain) then keeps trying to manipulate her emotionally so that eventually she gives in and tries to cure Arun as well.
This is where the film effectively becomes a masterpiece to me. The film has been named "Khamoshi (Silence)". There are two aspects to this that I want to write about. First, Radha never mentions to anyone that she was in love with Dev, explicitly. So here is what the film asks : Should a woman have to embarrass herself beyond all her limits so that society can hear her? The doctor even cooks up a story about how a nurse whom he once knew in the past, held service much above her own emotions. (Why do I say cooked up? I will come back to it later.) He literally tells her that he thinks God gave women the power to absorb pain since God, 'Himself' is not able to walk on Earth and do it! Oh yes! My dear society, haven't you always manipulated women by deitifying them? I feel great that I live in a time when women say "fuck you" to men, without even giving a fuck.
But the film states the perils of its time subtly, in silence. It speaks through Radha's actions and thoughts. It flows in its own rhythm all the while placing items in-front of the audience, objectively. This is the second aspect.
It so happens, the doctor is right. As Radha treats Arun, he responds to her and, of course, starts falling in love with her. This is again when the film takes its silent route to portray the complexity of human relations. Arun is a writer and a singer. He is basically an artist. He is emotional. In contrast, we are allowed to know 'subtly' that Dev 'takes care of business.' So Dev and Arun are different.
As Arun falls more in love with Radha, she gets closer to him externally, while falling even deeper into herself, in her love for Dev. And one can see clearly that as the film goes on, she becomes more and more, the patient.

As we approach the end, we kind of know what's about to happen. Arun gets cured. Radha asks the doctor to excuse her from seeing Arun in the last few days of his stay at the asylum. The doctor agrees to her wish, while saying to himself "God help her!"
Yes. That's what he can say : "God help her", because he can't, none of the other doctors can. There is only one Radha. So there is no one to help her in return! This seems natural to the doctor because he has judged the situation wrong from the very beginning. The treatment, by itself, is not at all a great discovery! What is great about the asylum, is Radha herself!
 Love isn't great. Love is just another tool, like every other one. It is the person who handles love, like it should be, is great. Compassion is what Radha has for others. She has empathy for the 'patients'. If you are reading this, please talk to a person who acts in bipolar manner, with compassion, with empathy. Please try to understand the root cause behind his/her behaviour. If you cannot at least try your best to help a person who depends on you, then shame on you.
Near the end, the doctor tells Arun that Radha does not want to meet him anymore and now that he is cured, he no longer needs Radha. He should know that Radha enacted the role of a lover to him, only to cure him. Arun refuses to accept the doctor's words. He rushes to talk to Radha but all he finds is a closed door. He calls out to her helplessly. He is convinced that Radha is in love with him. But Radha does not open the door and the asylum staff carry him away.
At the end, we see that Radha has now become a patient, herself. Here we get a visual, where the film lets go of its silent stand. We see all the doctors and staff standing by the conference table, while right in front of the screen, we only get to see the 'boss'- doctor's hands taking care of tobacco and fitting it into his pipe. We get to hear his voice-over in the meantime, where he laments that he failed to understand Radha's emotions! (This convinces me that he cooked up the story. It doesn't matter in the scope of the plot, if he didn't, either. But it's a character analysis from my side.)
Again, this is nothing shocking. This is how we treat the weak. Until and unless, they speak up, we keep playing innocent and keep manipulating them. We drive them either to insanity or to some other terrible end, and yet we manage to get away! We are Evil. All of us.
In the final shot, we see Radha crying helplessly at the doctor's feet and saying that she never acted, that she cannot act! But who cares for an insane woman's words, anyway? It is then, strikingly, we see Arun run upto her and say, that he will wait for her forever. The asylum staff and one of the doctors simply carry him away. From her.

Gulzar

Gulaabo ko dekho
Woh, jinko koi nahi dekhta
Dhyaan se dekho,
Khusboo dikhai deti hain?

Gulaabo ko dekho
Qareeb se, pyaar se dekho
Unko magar chhuna mat
Kya pata, dil barasne lage,
Aur kaantein itni bheeg jaye
Ke patte kabhi hare ho hi na paye
Jaise, khamoshi se sirf lal, lal ho jaye.

Samjho, kanton jo asoon bahay
Gulzar bhi wahi samah jaye.

Thursday, December 13, 2018

Bed of roses

There's an effervescence around me,
Fragrance of Urdu, sprinkled with love,
Warm enough to melt my illustrious words
Yet just enough distant, like a teacher's snub.

Each word I write feels like an Extra,
A film set with no recognition in tow
And thus they survive, unable to inspire
Like Extras do, behind the luminous Hero.

In this lonely night if I beg honesty to arrive
Will she pour herself in my poem with pride?
Would some time be left, after time's demise?
Musafir hoon yaaron; nothing's left behind.

Wednesday, December 12, 2018

On dharma and power

Information is a crazy thing. On the surface it promotes thinking, the basis of humanity. But there comes a tripping point where instead of opening new gateways for ideas, information shuts down thoughts. I spent the entire day indulging myself in ideas of right and wrong, action and consequences, life and death. Now after seven-eight hours, I have been left dumbfounded.
According to a recently popular mythologist, "dharma" is about the protection of the meek and not about doing "what is right". The main purpose of this article is questioning what he kept preaching. "Justice" is an Judaeo-Christian concept and "dharma" has nothing to do with justice.
The way he builds his arguments is of course similar to that of any other great orator of the day. They speak of the obvious things so repeatedly that you end up thinking, "It's so obvious. How did I miss the point?" At the beginning, any new interesting idea acts like a drug. We are drawn to these choices of words. But then slowly, as you listen more and more, the questions begin to form. Yes, it is agreeable to a certain extent that "dharma" as presented in the Mahabharata is about protecting the meek "by" the mighty. So the "adharmic" mighty has to fall, in order to make way for the "dharmic" mighty who does not propagandize the idea that "Might rules the day", but that power and weakness should maintain a symbiotic relationship. Hence there is a Kingmaker and a King.
But the question is, who gives the "dharmic" mighty the power to dictate how we should think? For all we know, the new King goes on to annex states to his kingdom after he wins the great war, and all in the presence of the Kingmaker, the self proclaimed flag-bearer of the concept that dharma is about the mighty taking care of the meek. Why does the King go on with this annexation if he is truly mighty? Shouldn't dharma dictate him then just to protect weaker Kings, when the assistance is required? Or is dharma all about meek becoming the mighty?
So what happens when you become the mighty? Where does dharma go?

Coming to think of it, Dronacharya's death is not so simple. It probably should not be interpreted as an angry reaction of a mid-level player. Just think of it : All the Pandavas are there, Krishna is present and yet Dhristadyumna kills Drona! Yeah right, Krishna has taken Gandhi's way out and the Pandavas can't really get their hands soaked with the blood of their guru. Doesn't it seem all too familiar? Is it that different from a state sponsored execution? Saddam was not killed by the US president in person, the Bolshevik leaders did not pull the trigger on the Romanovs, neither did Hastings pull the noose on Nandakumar's neck. There was always someone else to pull the trigger, someone else who believed in the new / to-become mighty's cause.
Now think of the Drona episode again. I am just saying, "if" it was a very thought-out execution and not the "Nahi...guruji!" one we are presented with on TV screens, then probably dharma and adharma is all about Might, itself.

On the other hand, if we do assume that dharma is about justice, then who has the right to justify? The one who passes the sentence, is Justice.

Take a pause. Read the last sentence again.

The next time when you hear the term "Chief Justice", pause. Think. This one phrase embodies Power, Myth, Texts and what these three things always want from you. Submission.

So my question remains. What is dharma? Do we need it at all? If the mighty and the meek are just dots on an epochal circle, shouldn't we strive to reach as deep down within ourselves as possible? I do not know what dharma is about. But I surely do not think it is about the meek usurping the mighty. I agree, it is not always about doing the "right" thing but something much deeper. My confused thoughts are only disturbing me at the moment. I will then end with the most dominant feeling that I have presently.

The responsibility of Power is probably to subjugate itself and may be that's where dharma lies.

Waking up

You dream of the day
When you'll wake up
With not a thought in your head
But a hand on your chest,
And two eyes on your face;
Then you realize, you're awake
The dream has gone far away.

Tuesday, December 11, 2018

Ode to sadness

I feel sad,
For the Sun, for it never sleeps
I feel sad,
For the blind, for he never sees.
I feel sad,
For the rain, for it's never dry
I feel sad,
For those, who always cry.
I feel sad,
For sadness, for it's never relished.
I feel sad,
For my best poems go unnoticed.

Monday, December 10, 2018

Some spill, some drink

Feel the snake biting deep into your flesh
Do your nerves respond to the toxic music?
I hope they do, else how will you know me!

Your precious kingdom crumples into dust
Inside you, like it should, as one poisonous arrow
Tears through your sorry lies and foundations hollow.

Do you know the fire that burns inside men who fall
To the sharp, baptized iron on an overcast battlefield -
The fire that forms the steel, the fire that kills and lives?

Come to bury me
And I would play you a movie of your sins
For I am no God or Devil,
But a creature whose blood-thirst you can't imagine.


Just remember, there are mortals
And then, there's History.

Sunday, December 9, 2018

Diffusion with a drift

There's a one dimensional line, near-by
Randomness is its environmental science
There's a tale of two diffusing particles
Crisscrossing inertly for large enough time;
And then, a field came into being
The particles tasted the Telegrapher's sting.
A new steady state, more or less achieved
Spoke of a gap, that was ever increasing.
But why am I bothered? I am, but active;
And the active case is next to be studied.
But that's how Physics enters the circuit
Some lives are only diffusion with a drift.

Saturday, December 8, 2018

The old man and the mystery

So you're an old man,
An old and mysterious man;
And she is a blooming life
As experienced, as you are;
She leans on you as you walk
And she says she loves you -
And you know that it's true,
For apart from loving yourself
What else do you know?

Hey experienced old man,
I hate to break it so soon
She's a mere child and
Yet she's as experienced as you.
She will always be someone's story
A poem, a book, raw and new
Your mystery, though will still remain
Unsolved, but only to you.

p.s. I was really tempted to call it "The old man and the she". I know it's a pathetic pun. But it nevertheless put a smile on my lips. So judge me all you want, but why not with a smile?

Thursday, December 6, 2018

Candle

There's a slowly burning candle of time
Glowing, so sure of itself, ripe in its prime
Proud, it only sees the world in its own light
Unaware, wax gathers at base, each night.

The soil looks on, getting heavier each day
For once the candle is done, it'll only be clay
Two souls, burnt out, in darkness, in embrace
Two souls, poetry and prose, life and death.

Wednesday, December 5, 2018

Lest you forget

Do you remember your mother's womb?
It must have been hard inside, wasn't it?
Did you feel depressed or claustrophobic?
In hunger and pain you knew how to kick!
You fought and cried and won your escape
So tell me what's holding you down today?

Is it a lover who you imagined would lead the way?
Is it your friends who somehow have nothing to say?
Is it an employer who signs your cheques?
Or is it for you just another pointless day?
What, my friend, is holding you down today?
Your time too is precious, but only if you value yourself.

This is no poem for a poem's sake
Wake up my friend! Seize this day!

Monday, December 3, 2018

তাঁবু

হিমালয়ে বরফ জমছে, স্নিগ্ধ পূর্ণিমা তিথি,
হঠাৎ কেন রূপকথার বইটা খুলে দিলি?
বইয়ের ভেতর পক্ষীরাজ এবং বাইরে তারা
জ্বল জ্বল করা স্বপ্ন গুলো এলোমেলো দিশেহারা।
কোথায় জানি স্বর্গ আছে, কোথায় ভিক্ষু পরম,
আমার ভেতর গগনভেদী আগ্নেয়গিরি নরম।
তাঁবু খাটিয়ে হুম হুম করে চল্লি নিরুদ্দেশে
কেন মনে হয় ফিরবি না আর কখনো আমার পাশে?
হাজার লেখার সব কিছুতেই হঠাৎ তোকে বুঝি
নিজের কলমে অন্যের হাতে কেন প্রশ্রয় খুঁজি?
পাহাড় চূড়ায় থাকবি যদি বাঘ মামাদের সাথে,
গল্প যদি হই কখনো, যেন তোরই বইয়ের ভাজে।

সুজাতা

বুদ্ধকে পায়েস খাওয়াতে গেলে,
এক বাটি, না দুই? নাকি উনি এক চামচ খেলেন?
কি বললেন উনি তোমায়? ফিরিয়ে দিলেন?
নাকি চেটে পুটে আঙুল সাফ করে নিলেন?
ধর্মগুরু বলে কথা, হাত পরিষ্কার না থাকলে চলে?
তবে, সত্যি বলো তো, তুমি পায়েস খাইয়ে কি পেলে?

পাঠিকা, তোমার জন্য - ২

তোমায় নিয়ে আগেরদিন যা লিখেছিলাম, খুব একটা পছন্দ হয়নি। না না, তোমার পছন্দ হয়েছে কি না, সে নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কোনো এক জনের পছন্দ হয়নি। এবার সে কে, তা জানতে কি আদৌ তোমার ইচ্ছে আছে? আমি জানি না, তোমার ইচ্ছে- অনিচ্ছে বোঝার মতো বুদ্ধি বা নির্বুদ্ধিতা কোনোটাই আমার নেই। তাই কার আমার লেখা পড়ে কেমন লাগলো, সেই আলোচনা আপাততঃ উহ্য থাক।
কি যেন লিখেছিলাম, "তুমি বেশি ভালো। " আরে ধূর, এই বাক্যটা লিখেই বুঝেছিলাম লেখাটা গল্যায় গেল !
একটু নিজের কায়দায় লিখি আজ। কোনো লেখকের অন্ধপ্রেমে পড়ে লিখতে আজ ইচ্ছে নেই। তাই বুঝতে পারছি, এখনই প্রকৃত লেখা বেরোতে চলেছে।
তুমি ভালো-ফালো কিচ্ছু নও। একদম আমার মতোই সাধারণ মানুষ। আমি ভুল করি, তুমিও ভুল করো। আমি আগুন জ্বালাই, তুমি হাত স্যাঁকো। আমি প্রেমে পড়ি, তুমি নতুন কিছু খোঁজ। ব্যাপারটা হলো, তোমার ভালো হওয়ার তেমন ইচ্ছে নেই, দরকারও নেই। তুমি মন হারিয়ে ফেলো মাঝে সাঝে। তবে কোনো না কোনো উদগাণ্ডু এসে তোমার মনটা খুঁজে এনে আবার তোমার মধ্যে ঢুকিয়ে দেয় - যাতে সে নিজে চুরি করতে পারে!
আমি এসব খেলা বুঝি, কারণ এসবে আমি অনেক ক্ষেত্রেই যথেষ্ট পটু ছিলাম। একটি ক্ষেত্রে পটু হওয়ার ইচ্ছে হয়নি।
এই তো! এবার ভাবছো, এই "একটি" case কোনটি? কি মনে হয়? তুমি? আমায় প্রশ্ন করলে কোনো উত্তর পাবে না। ওই যে বললাম, আমি পটু, অথচ পটু নই। তুমি ছাড়া বাকি যতজন এটা পড়ছে, তারা সবাই ভাবছে তোমায় চিনে ফেলেছে! কি আর বলবো, মানুষ কে entertain করতে আমার মন্দ লাগে না। আর সত্যি বলতে, আমি না চাইতেও তো কত মানুষ মজা লুটে নিয়েছে আমার জীবন পরোক্ষ ভাবে প্রত্যক্ষ করে। তারা কেউ কেউ আমার বন্ধু হওয়ার ভান করেছে, কেউ চুপি চুপি তোমার প্রেমে পাগল, তাই আমায় সহ্য করতে পারে না। অথচ দেখো, তুমি আর আমি কিন্তু ঠিক বন্ধু হয়ে আছি, যতটা থাকা গেছে আর কি।
ব্যাস, ঘেটে দিলাম তো সবাইকে আবার? কার সাথে আমি বন্ধু? তুমি তো জানো, তোমার সাথে- সেটুকুই থাক।
আরও কিসব বলেছিলাম, তুমি এটা বোঝো, ওটা বোঝো ... হ্যাঁ বোঝো। তাতে কিচ্ছু এসে যায় না। আমিও বুঝি, সবাই বোঝে। তুমি বুঝে ঠিক কাজটা হয়তো করতে পারো, সেটা সবাই পারে না।
ছেলেদের নিয়ে বলেছিলাম, মানবজাতির ছেলে না থাকলে কি হতো?
সত্যি, যা পারি বলি!
ছেলে না থাকলে, আমি থাকতাম না।  আমি না থাকলে, তোমার প্রেম বোঝা হতো না। না না, এখনো বোঝোনি। জীবন বাকি আছে। আমি বাকি আছি। প্রেমও বাকি আছে।

তবে হ্যাঁ, আমি নারী-পুরুষ দ্বন্দে বিশ্বাস করি না। আমি নারীবাদী হতে পারি না, কারণ নারীবাদে পুরুষ বাদ পড়ে যায়! আর পুরুষ কে বাদ দিলে, একদিন সব কিছুই দেখবে ফানুস বানিয়ে উড়িয়ে ফেলেছো। তখন অন্য নারীর সর্বনাশ করতে আজকের নারীবাদ দ্বিধাবোধও করবে না। করবে না, কারণ ইতিহাস বলে করবে না।

Politically correct তাদের হওয়া প্রয়োজন যারা তোমাদের আদৌ তোমাদের মতো করে দেখতে চায় না।  তাই ঘুরে ফিরে দেখবে, সব পথ এদিকেই এসে পড়বে। সেই পথের শেষে কি পাবে, সেদিনই বুঝো, আজ আর বোঝার বোঝা বাড়িয়ে কাজ নেই।

ভাবনা

ভাবনা কি, তার রূপ কেমন?
যদি ছবি হয়ে থাকে, তবে অন্ধের ভাবনা কিরম?
যদি ইতিহাস হয়ে থাকে, তবে বর্তমান নয় ?
যদি কল্পনা হয়, তবে ততটাই তো বাস্তব,
না এর কোনো রূপ আছে, না কোনো অস্তিত্ব
নেই কোনো দুই ভাবনার মিলন, অথচ আছে অজস্র!
তুমি আছো, তাই ভাবনা আছে, কিন্তু -
ভাবনা ছিল বলেই কি তুমি আসোনি?
হা হতাশ্য বসুন্ধরা, ভাবনা কি তবে ?
ভাবনায় মেলাচ্ছে বস্তুবাদের কানা-করি !

ঈশ্বর ভাবনা, শয়তান ভাবনা , প্রেম, বিচ্ছেদ
অন্তরীক্ষ ভেদ করা মানব দৃষ্টিও তো সেই ভাবনা!
যার নেই শেষ, যার ছিল না শুরু, অন্তমিলে দুই মেরু
যার আদীম হওয়ার অহংকার ধার করছে সব নাটের গুরু!

ভাবনার আমি কি বুঝি?
বাবা বলে চেতনা, মা ডাকে মনা
ঠাকুমার ছিল গল্প, দিদা বলে 'আসবি না?'
আর ভাই ভাবে পাতে আদৌ মাছ কি না !

ভাবনার আমি কি বুঝি?
সবাই বলে "বড্ড বেশি ভাবিস"
উত্তর দিতে গেলে মনে পড়ে,
কেউ বলতেন, "একদম ভাবো না! "

কুৎসিত

যা কিছু সুন্দর, তা তুমি ভেঙে দিতে চাও
কেন? নিজের সুন্দর স্বপ্ন হারিয়ে গেছে তাই?
কি ভাংছো ভেবে দেখেছো কখনোও?
ভাঙতে হয় তো নিজের অহঙ্কার ভাঙো,
কঠিন কাজ নোংরায় হাত দেওয়া, তাই না?
যারা তোমার তাণ্ডব দেখেও তোমার গুণগান করে
আমি তাদের ভাঙতে চাই, গুড়িয়ে দিতে চাই।
সুন্দরের কপটতা শয়তানের এক আদিম অস্ত্র,
এই অস্ত্র হতে নিজেকে বাঁচিয়ে নাও, সময় বেশি নেই।

Sunday, December 2, 2018

The new woman in town

There's a new woman in my town
She's dark, probably in love with a clown
The clown is short but knows his way down
The sorry men can only drink and frown.

She walks by the antique shop everyday
And her reflection finds its natural place
Deep dark glasses and a hat on her head,
She wears a neckline bordering on red.

Her hair gallops like phoenix fire
Her eyes radiate an ancient tale
The poets dream of painting a shadow
Where affairs end in torrential rain.

She walks home along the canal trail
The town gulps through afternoon rays
There's no clown preparing her bed
But it's a secret, she can't afford to say.

পাঠিকা, তোমার জন্য

আমার কালিতে একটি কালিমা প্রায় লেগেই থাকে। আমি নাকি পাঠিকাদের 'ঠুকে' লিখি। এ এক সমস্যা। পাথরে পাথরে ঘর্ষণ ছাড়া আগুন জ্বলবে কেন? পাঠিকা, তোমায় আমি বুঝিনা, এমন নয়। আসলে, তুমি বেশিই ভালো। আমি অতটা ভালো হতে পারি না। তুমি নিজেকে ভালোবাসো, নিজেরটা নিজের মতো করে চেয়েও নিতে পারো। কেউ যদি দিতে অক্ষম হয়, তবে যথাযথ দরজা বন্ধও করে দিতে পারো।
তুমি মায়ের ব্যথা বোঝো, বাবার চাঞ্চল্য বোঝো। আবার ভাই, বোনদের আবদারও মেনে চলার চেষ্টা কর। বারবার নিজের জন্য একটা বন্ধু খুঁজে চলো। নিজে তো সহজেই মানুষের বন্ধু হও, তাই বুঝতে পারো না কোথায় অন্যের ক্ষেত্রে হিসেবটা মেলে না। মাঝে মাঝেই কিছু ছেলে আসে জীবনে, প্রতিশ্রুতি দেয় বন্ধুত্বের, কিন্তু শেষমেশ তোমায় 'ভালোবেসে' ফেলে। এখন তো এমন হয়েছে যে মাঝে মাঝে এই ভালোবাসা শব্দটা শুনলেই তুমি বিরক্তি বোধ করো। কি বোঝে এই ছেলে গুলো ভালোবাসার? শুধুই তো মেয়ে দের নিজের সামগ্রী ভাবতে শিখেছে এরা। 
কঠিন সমস্যা। কিন্তু কি করতে পারো তুমি? কতবার আর ছেলেদের ওপর রাগ, অভিমান করবে? হয়তো কখনো নিজেরও দোষ খুঁজে বেড়িয়েছো, যদিও আদৌ কোনো দোষ তোমার ছিল না।
আসলে ছেলেদের কি সমস্যা জানো? তারা বেশির ভাগই মা বলতে অজ্ঞান, বাকিরা ভাই ফোঁটা পেয়ে spoiled। আর কেউ কেউ দুর্ভাগ্যবশত হিন্দি সিনেমার দ্বারা আহত।
তবে তোমায় বুঝলো কজন? কেউ বুঝলো না যে তুমি শুধু স্বাধীনতাই চেয়েছিলে। কিন্তু কি করে তারা স্বাধীনতার গুরুত্ব বুঝবে, যখন নিজেরাই পরাধীন থাকতে চেয়েছে তোমার কাছে? কেউ বোঝেনি যে তোমার মন যখন বন্যায় ঘরহারা শিশুর জন্য কাঁদে, সেটা তোমার ন্যাকামো নয়, সেটা তোমার দামামা বাজানোও নয়। সেটা শুধুই সাধারণ তুমি। তারা বোঝেনি কারণ তারা ভাবেনি তোমার তুমি কে নিয়ে। তারা শুধু ভেবেছে তুমি তাদের কি ভাবে আনন্দ দিয়ে এসেছো। তারা ওইটুকুই দেখতে পায়, বুঝতে পায়। তাদের যে দূরদৃষ্টি নেই তা আর নতুন কি, তবে ক্ষুরদৃষ্টিও না থাকায় তোমার যত অশান্তি।
আসলে এটা ভেবে একটা ছেলের কি হবে, যে তার মধ্যে পছন্দ হওয়ার মতো সব কিছু নেই? তাই দ্রৌপদীকে একই সাথে দেবীও বানানো হয় ও তার গায়ে কাদাও ছেটানো হয়। ছেটানো হয়, কারণ ছেটানো যায়।
আজ তুমি প্রতিবাদ করছো, তাই আমরা ছেলেরা না মাটি পাচ্ছি না ডানা। আরও আগে করতে হতো তোমায়, বারবার করে যেতে হবে যতদিন না আমরা বুঝি যে আমাদের কোনো আজন্ম অধিকার নেই। আমরা বোতল বোতল মদ গিলে বালতি বালতি চোখের জল ফেলতে পারি নিজেদের ওপর দয়া করে কিন্তু নিজেদের মায়েদের কথা যদি ভাবার অভিজ্ঞতা থাকতো, তবে এতদিনে চোখের সব জল হয়তো শুকিয়ে যেত।
হয়তো তাহলে আজ না তোমায় চোখের জল ফেলতে হতো, না আমাদের। আসলে এই নারী পুরুষ বিতর্কে কোনো বিজেতা নেই, শুধু মানুষের হেরে যাওয়াই আছে। আর আছে নতুন কিছু ব্যবসা।
সত্যি কথা বলতে, ছেলেদের ওপর আমার মায়া আসে। নিজে তো ছেলে হয়েই জন্মেছি, কিন্তু যত দিন যাচ্ছে ততই যেন সব সহজ সত্য গুলো এসে কৃত্তিম মিথ্যে সত্বাগুলোকে মুছে চলে যাচ্ছে।
কত প্রানীরই তো ছেলে থাকে না। আমাদের কেন আছে? Existential হয়ে লাভ নেই। আছে তো আছে। শুধু মাঝপথে একটু একটু করে মনুষ্যত্ব হেরে গেছে।

Saturday, December 1, 2018

Smoked salmon pizza

বাঙালীগনের অসংখ্য গুণের মধ্যে একটি মস্ত গুন আমার ঝোলায়ও জুটিয়াছে। মৎস বলিতে আমি জ্ঞান হারাইয়া ফেলি। ঠিক যেমন ধরুন, কালের এই ক্ষনে। গা হালকা ম্যাজ ম্যাজ করিতেছে, বাহিরে ফোঁটা ফোঁটা বৃষ্টির হুমকি। বাঙালী গোপালেরা এইরূপ মরশুমে কম্বল ত্যাগ করিতে খুব একটা উদগ্রীব হইবার ভাব দেখায়না। ও, পূর্বে কহিতে ভুলিয়া গিয়েছিলাম - বাহিরে কনকনে ঠান্ডা। যেমন তেমন ঠান্ডা নহে, Paris-এর ঠান্ডা, বিরক্তিকর বৃষ্টি সিক্ত ঠান্ডা।
আমি গোপাল নই। সুবোধ বালক হইয়া উঠি, ইহাতে যদিও আমার পিতা মাতার দারুন উৎসাহ দেখা যাইত আমার ছোটবেলায়, আমি ঠিক তাহাদের ইচ্ছাপূরণ করিতে সক্ষম হই নাই। তাই আমি কম্বল ত্যাগ করিয়াছি, বৃষ্টিতে ম্যাজ ম্যাজে গাত্র লইয়া বাহিরও হইয়াছি। কেন?
Salmon-pizza।

একবার ভাবিয়া দেখুন। বাঙালী বালক Paris-এর রেস্তোরাঁয় গাত্র এলাইয়া বসিবে, উহার অগ্রে সুদূর তুরস্কের এক কুর্দ ভদ্রলোক pizza-র 'menu-card' রাখিয়া, 'কি পানীয় লইবেন' জিজ্ঞাসা করিবে। তাহার পর, বাঙালী রাখাল সব কিছু দেখিয়া সেই ঠিক করে আসা মাছের pizzaই বাছিয়া লইবে। এই pizza বস্তুটি ইতালি দেশ হইতে পৃথিবীতে পদার্পন করিয়াছে। সেটি সেবন করা হইতেছে ফরাসি দেশে, তৈরি করিয়া দিতেছে হয়তো কোনো একজন তুরস্ক রাজার কোনো এক দেহরক্ষীর দূরসম্পর্কের বংশধর। আর সমস্ত কিছুর স্বাদ উপভোগ করিতেছে কে? যাক,তাহার কথা থাক।

আপনাদের কি আদৌ মনে হইয়াছে যে salmon pizza-র ছবিটি দেখিলেন, উহার স্বাদ কি রূপ? লাল টুকটুকে কোনো কিছুরই কি স্বাদ আজ পর্যন্ত মন্দ হইয়াছে? ভাবুন, আমি অপেক্ষা করিতেছি।

(লঙ্কার স্বাদ সবার জিহ্বায় আশ্রয় নেয় না। জিহবা ও নাসিকা উভয়ের যথাযথ প্রয়োগেই লঙ্কার প্রকৃত স্বাদ উপলব্ধি করা যায়। সে স্বাদের বর্ণনা কোনো বইতে পাইবেন না। কারণ তা 'ঝাল' নহে। সে এক অপূর্ব অনুভূতি। এই অনুভূতির ব্যাখ্যা মহাভারতেও নাই, ঠিক যেমন নারী পুরুষের মিলনে কে বেশি আনন্দ পায়, নারী না পুরুষ, তার উত্তর হিন্দুদের মহাপুঁথি দিতে উৎসাহ প্রকাশ করে নাই, বরং না দেওয়ার উৎসাহই যেন বেশি করিয়া প্রকাশ করিয়াছে।)

আপনারা যে ছবিখানা এক্ষনি দেখিয়াছেন, সেই pizza তৈরি হইয়াছে 'স্টোন ওভেনে'। Pizza দুই প্রকার ওভেনে তৈরি করা হয়। স্টোন ওভেন অথবা ইলেক্ট্রিক ওভেন। এই দুই ওভেন এর পার্থক্য এই রূপ। সাদা তেলে ইলিশ মাছ ভাজা বা সর্ষের তেলে। পাঠিকা কোনটা কেমন সেটি বোধ করি বুঝিয়া ফেলিয়াছেন। (পাঠিকা কেন শুধু, পাঠকও নিশ্চই বুঝিয়াছেন, কিন্তু তাহা দিয়ে কি বা আসিয়া যায়, বর্তমান লেখায়?)

যাহা কহিতেছিলাম, পাথরের তাওয়ায় যখন রুটি এবং ফ্রমাজ সেঁকে ওঠে, তখন বাহিরের সমস্ত ব্রহ্মান্ড যেই রূপে বিস্তার করিতেছিল, ঠিক তেমনিই থাকে। কিন্তু সেই ওভেনের অন্তরে যে প্রক্রিয়া চলিতে থাকে, তাহা পাঠিকা আশা করি টের পাইতেছেন। টের না পাইলে বলি, ফ্রমাজ হইলো অভদ্র ভাষায় cheese। না, এতেও টের নাই পাইতে পারেন। কোনো কিছুতেই টের না পাইতে পারেন আপনি। কিছু পাঠিকা টের পাইতে পাইতে বোধয় আমার সাধের pizza পুড়িয়াই যাইবে। কিন্তু আশা করিতেছি, আপনি নিশ্চই বুঝিয়াছেন, আপনি আপাদ মস্তক খুব শার্প কিনা! (পাঠকগণ রাগ করিবেন না, আমি আপনাদের ভুলিয়া যাই নাই। খুব তো মজা পাইতেছেন পড়িতে)।

তবে আমার pizza পোড়ে নাই। সঠিক সময় উহাকে ওভেন হইতে বাহিরে আনা হইয়াছিল। কিন্তু আসল মজার তো এখন আবির্ভাব ঘটিবে।

Salmon তো অনেক ভাবেই সেবন করা যায়, কিন্তু তাহার সেরা রূপটি হলো, 'smoked'। হালকা আঁচে সেঁকা। ইহাকে শুদ্ধ আবার অল্পক্ষণ ওভেনে ঢোকার সৌভাগ্য হল pizzaটির।

কেন সৌভাগ্য? ইহা আমার পক্ষে বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নহে। যেমন তাজমহলের ব্যাখ্যা দিতে নাই, জন্মের ব্যাখ্যার কোনো মানেই নাই, সেই রূপ থ্রী-সম বা smoked salmon pizzaর ব্যাখ্যা গর্দভ ভিন্ন আর কেহই দিতে আগ্রহী হইবে না।

ইহার পশ্চাতেও জানিতে চান, স্বাদ কেমন ছিল?

Thursday, November 29, 2018

Herbivores

The day passes into Sundown,
Feathers return to footsteps' sound
Stories rush and hide along the lawns
Inventions screw discoveries downtown.

And you want me to let go
You wish I would, for I won't.

The evenings succumb to stolen gold
Parents bring children into the mould
But there's always a system with a flaw
Some herbivores acquire deadly claws.

You want me to get into the rhythm
A tune, you have known all too well
But then I have been playing it so wrong
Your notes are now burning into oblivion.

There appears night, with its deep dark vault
A vault where I thrive, like all monsters do
Like you have done, in denial, unable to unfold;
Every secret is born for someday to be sold.

Wednesday, November 28, 2018

Abode of peace

If it has to be the final one, so be it.
If it has to leave, never to return, so be it.

When the world collapsed yet again
There was but a letter, hidden in the ashes
It reminded me; of who I am, I was
And certainly who I can be.

So I'm not going to be one just-another
And I choose to leave for new adventures.

Words are costly, so a simple truth be told
Lives we touch are precious;
Fluid membranes, ready to unfold.

And here shall rest my love forever
For what it's worth, it belongs to her.

জাতিস্মর

মাঝরাতে কুয়াশা দেখতে শহরেই ভালো লাগে
পুকুর পারে শহরের ছায়া কুয়াশায় মিলিয়ে যায়,
সেখানে কারোর আঙুলের ফাঁকে উঁকি দেওয়া আগুন
মনে হতে পারে প্রেতপুরীর অজ্ঞাত ঠিকানা,
কানের পাশে হাত বুলিয়ে যেতে পারে ঘাম
অদৃশ্য মাটির শেকড় জড়িয়ে ধরতে পারে পা;
হয়তো কিছুই নেই, নিঃস্তব্ধতা , এক ফালি চাঁদ
আর ফিরে আশা পাপের স্মৃতির প্রকান্ড জলযান।

কোনো সরীসৃপ তোমার রক্তে রাখবে নিজের বিষ
এক এক করে মুছে যাবে সঞ্চিত জীবনের হদিস
থাকবে না কোথাও চোখ, কোথাও পুড়বে শরীর
শ্মশানকোনে আলোকিত হবে ইতিহাসের কিছু মৃৎপ্রদীপ
কোনো মা বুকে আগলে ছুটবে সদ্যজাতা রাজকন্যা
দূর দিগন্তে নীল চোখ জ্বেলে উঠবে নেশাগ্রস্থ হায়েনা
গ্রহান্তর হবে নামের, বিশ্বাসের হবে পরাজয়
রক্ত দাগে অভিশপ্ত হবে পিতৃভূমির পরিচয় ।

যেখানে পোড়া মাংস ছিল সেদিন, আজ বিশ্ববিদ্যালয়
কিন্তু নারী - পুরুষ দাঁড়িয়ে কালের সেই একই ঠিকানায়
ফিরিয়ে নিয়ে যায় কলম অশান্তির চাবুকের নির্মম ঘায়ে
যেখানে প্রতি ক্ষত শুধু আরও গভীর, প্রকৃতির তাড়নায়।
তাই নেমে আসি জাতিস্মর বারবার পৃথিবীর দোরগোড়ায়
নতুন কোনো ভুলের সন্ধানে , কোনো নতুন গল্পের সাধনায়
পাওয়া যায় শুধু কুয়াশায় ঢাকা শহরতলি , পিশাচপাড়ায়
আমারই গল্প ভাবি কেন যুগ-যুগান্তরে ভেসে বেড়ায়!

Tuesday, November 27, 2018

Satyi

সত্যি? তাকে না তুমি পছন্দ করো, না আমি;
তোমার কথা থাক, আজ নয় আবার নিজের কথা বলি,
হ্যাঁ, নিজের টাই বলতে ইচ্ছে হচ্ছে, যেমন হয় আর কি -
আমি তোমায় পছন্দ করি না, শুধু নিজেকেই করি।
তাই তুমি ঠিক, তোমার সব ভুলও ঠিক,
রাস্তায় চাপা পড়া ইঁদুর ছানা , বেড়াল ছানা হিসেব বুঝে নিক।

একদিন কিচ্ছু থাকবে না কোথাও, না বিশ্ব, না ব্রহ্মান্ড
থাকবে না আদৌ তোমার সঞ্চিত আত্মপ্রেম, হৃৎপিণ্ড
তখন আর তুমি কোন তুমি? কে তুমি? কার তুমি?
সত্যিটা হলো, বর্তমান তোমার গল্পের একমাত্র পটভূমি
কেন তাকিয়ে আছো কালকের মুখ চেয়ে, অন্ধকারে?
কেউ নেই কোথাও, বাস-স্টপ ডুবে গেছে কোমড় জলে।

মহাশূন্য বলতে নাকি শূন্য, শূন্য আর সময়
কোন শূন্যে পূর্ণতা পায় প্রেম, ঘোর অসময়ে ?
যারা লিখবে ভেবেছিলো, তারা ছবির প্রেমে পড়লো
ভাঙন ধরলো ভাষার কলে, শূন্যের দাম বাড়লো।
যে শূন্য বিরাজমান অন্তর-অভ্যন্তর তোমার- আমার সর্বত্র,
সেই মহামারী কিনে চলেছ রোজ, অজান্তে বিলিও করছো।

তাই সহজ হও। এতই কি কঠিন সত্যির মন বোঝা?
আমার কাছে উত্তর নেই , শুধু কিছুটা ভালোবাসা।

Friday, November 23, 2018

Artist

An artist is beauty and demolition
Entwined in each other's arms,
Writhing in symphony unheard
Writing each other's destiny forever.

You cannot walk in an artist's shoe
Unless you are cursed into oblivion
Unless you realize your wings are on fire
And they are only burning into ash all over!

An artist is a city and its suburbs
The brighter one shines, the darker the other
Like raindrops on a dead man's pyre
The artist is as much a dream as a nightmare.

Yet an artist is one who rises from the grave
To build bridges in heavens that never existed
For artists are not defined by the pain and hurt
But by what they did to clean up the dust.

So there will be burnt wings, there will be pain,
There will be tragedies strewn all along the way,
There will be despair, hopelessness and shame
But
There still will be some magic left, at the end of the day.

And that's all an artist is about, forget the rest.

Thursday, November 22, 2018

Lullaby

When there won't be a me and you anymore
And autumn won't shed a leaf for winter's bone
When the night sky won't indulge in affairs long
And the whistle won't blow in directions unknown,
When our time will no longer be a smooth function
And you will need to leave on a vacation
To your own world, far, far and beyond
I will be a lullaby for you to sing along.





Wednesday, November 21, 2018

কোনো তারাই থাকবে না কোনো আলোর গভীরে!

তারা নেই, এমন আকাশ আমি চাই না
কিন্তু একদিন তো হবেই,
সবাই সবার থেকে দূরে যেতে যেতে
একদিন শুধুই অন্ধকার রয়ে যাবে, ব্রহ্মাণ্ডে।
ভাব তো একবার, আমরা কত ভাগ্যবান
এখনোও অন্ধকারে আলোর হাতছানি পাই;
কিন্তু যারা আসছে, ওরা কি বিশ্বাস করবে,
একদিন আকাশে অনেক তারা ছিল?
নক্ষত্রের দূরে যাওয়ায় আমরা দর্শক,
কিন্তু... আমরা ?
আমাদের কাছে থাকা কি এতটাই অসম্ভব?
আমরা তো নক্ষত্র নই।

তবে কোন আগুনে পুড়ে ছাই হচ্ছে আমাদের ইতিহাস?

Tuesday, November 20, 2018

Integral

All you see is the contour of choice,
Shrinking forever into branch points;
Small integrands stem out of diffusive noise
A circle is an infinite line for a tortoise.
In walks a random man with his own voice
The integral becomes a sophisticated toy.

You try to see how the product is framed
Plotting the function becomes the endgame;
You dream of the function and the values it takes
But beauty turns out to be an illusion of hell
The assumption blows away your one final stand,
Your shriek resonates with the silence of the lambs.

Monday, November 19, 2018

ধর্মাবতার

Teaser :

ঠান্ডায় যখন কলকাতা কুয়াশার কম্বল জড়িয়ে ঘুমোতে ব্যস্ত, যখন মধ্য রাতে মদ্যপ আর পুলিশ ছাড়া কোনো বাঙালী বাইরে বেরোনোর সাহস করতে চায় না, এমন সময় অখিলেশ একটি লম্বা সিগারেটে ছোট্ট টান দিয়ে মহানগরীর বুকে নির্বিকার চিত্তে হেঁটে চলেছে। অখিলেশের গায়ে একটি পাতলা টি-শার্ট এবং পায়ে একজোড়া পাজামা। তার ঠান্ডা অন্য বাঙালীর চেয়ে কম গায়ে লাগে। চিরকালই। অখিলেশ জানে তার কারণ। সে অনেক বিষয়েই বাঙালীদের থেকে ভিন্ন, পরিচ্ছন্ন। সে আদৌ বাঙালী নয়। পদবীতে চট্টোপাধ্যায় জুড়ে থাকলেও, অখিলেশ জানে নিজের আসল পরিচয়। তার নামেই কলকাতার বিখ্যাত রাস্তা, তার হাতেই এই কলকাতা গড়ে ওঠা!
কতক্ষন সে হেঁটেছে, কোনো খেয়াল নেই। এক এক করে কলকাতার মানচিত্রের এক একটি স্তম্ভ সে এই ভাবেই রোজ পেরোয়। জিপিও, ফোর্ট উইলিয়াম, টাউন হল...রাইটার্স বিল্ডিং। লাল দীঘি পেরোতে পেরোতে তার চোখের সামনে নিজের ইতিহাস ভেসে উঠলো। নাঃ! আর নয়, আবার নয়! মানুষ তার এক জন্মেই সে জন্মের পাপের শাস্তি কেন পায় না? কেন কিছু পাপ এতো গাঢ় হয়ে যায়, যা জন্ম-জন্মান্তরেও মানুষকে তাড়া করে বেড়ায়? অখিলেশ সিগারেট শেষ করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। কি আর হবে আজ থেকে ২০০ বছর আগের কথা মনে করে? কেউ তো তাকে বিশ্বাস করবে না! কেউ তার অনুতাপ বুঝবে না, অনুভব করা তো দূরের কথা। পতনের কলকাতার মানুষের সময় নেই এই মহানগরীর স্রষ্ঠার মনঃকষ্টের খোঁজ নেওয়ার। বাঙালী জাতির এই হওয়ার ছিল। অকৃতজ্ঞ জাত! হে ভগবান, এই শাস্তিই তোমার দিতে হলো ? বেড়াল, কুকুর, ছাগল কোনো কিছু হিসেবে আমায় ফেরত পাঠাতে! বাঙালী বানালে! লোকে হাসবে, কলকাতার বিধাতা ওয়ারেন হেস্টিংস বাঙালী হয়ে পুনর্জন্ম নিয়েছে! হয়তো দেখা যাবে ওই ছিঁচকে নন্দকুমার জ্যোতি বসু হয়ে জন্মেছিলো!
সব ইতিহাস যেন দাউ দাউ করে তার চোখের সামনে জ্বলতে শুরু করলো!

(Under construction)

Sunday, November 18, 2018

Analytic Continuation

There exists a parameter,
Hard bound within zero and disorder;
And it has functions to its name-
Analytic in the positive half plane;
It served Laplace transforms
Hot in log and exponential scales..
But then, on one fine day
It discovered the other half plane!

It saw that it could diverge over there,
That it could actually kiss infinity
Understood that it was bound by definition
But it could never accept its destiny.
And like in all the epics of human history
Arrived its saviour, Euler with complexity!

And then there was no hard bound
Only simple poles were carried around,
Mr. parameter left the origin in a breeze
To reach for  points, 
                          where margins never did.

So what did we learn from analytic continuation?
That life is not that different from all these equations.

Saturday, November 17, 2018

Oitihasik

যে কর্ম চরিতার্থ করিতে বসিয়াছি, তাহা যথেষ্ট মাত্রায় কঠিন। ঐতিহাসিক কাহিনী লেখা সহজ নহে, প্রধানত লেখার শখ যখন শরদিন্দুর লেখা হইতে জন্মিয়াছে। শুরুতেই যে প্রশ্নের উদয় হয়, তাহা হইল, ইতিহাস ঠিক কাহাকে কহা হয়? যে স্থান, কাল, ঘটনা আমি প্রত্যক্ষ করি নাই, তাহাকে ইতিহাস কহিব? নাকি যে সকল গতি প্রকৃতি আমায় নিজেদের সাথে জুড়িয়া লইয়াছে, শুধু তাহাদের ইতিহাসের সিংহাসনে বসিবার অধিকার দিবো? সহজ ভাবে এই ভাব-কে ব্যাক্ত করিলে ইহার মানে এই রূপ দাঁড়াইবে : নিজেকে নিয়েই লিখিবো না নিজেকে বাহিরে রাখিয়া? পাঠকের বুদ্ধি থাকুক বা নাই থাকুক, সে বিচার করার দায়িত্ব বোধয় আমার ওপর পড়ে না। অতএব, নিজেকে অধিক বুদ্ধিমান ভাবিয়া ফেলিয়া নিজের জীবনের ঘটনা (বা যা চাহিয়াছি ঘটুক, কিন্তু ঘটে নাই ) ইতিহাসের মোড়কে পাঠককে পড়ানো ঠিক হইবে কিনা তাহা নিয়া বড়ই দ্বন্দে পড়িয়াছি। আমি যা লিখি তাহা অনেকেরই বোধগম্য হইয়া উঠিতে পারে না। ইহা বড় দুঃখের বিষয় আমার নিকট। দুঃখ ইহা নিয়া হয় না যে পাঠক নিজের মতো করিয়া মানে খুঁজিয়া আমার সাহিত্যকে সম্মান দেন; বরং দুঃখ এইখানে যে আমার লেখায় আমায় খোঁজা হয়।
হয়তো সেখানেও দুঃখ বিরাজ করিত না, যদি কিছু কিছু লেখায় আমাকে কেউ একজন খুঁজিয়া বাহির করিয়া লৈত। কিন্তু সেসব লেখা সেই সব চোখে হয়তো পড়ে নাই, বা পড়িলেও তাহা অন্তরে গিয়া সেই পাঠক-পাঠিকাদের সব লন্ড-ভন্ড করিয়া দিতে সক্ষম হয় নাই। বেশির ভাগ ক্ষেত্রেই, যে লেখায় লেখক কে অনুসন্ধান করা হইয়াছে, সেখানে লেখক নাই।  কিন্তু কোথায় আমি আছি, আর কোথায় নাই, এই খেলাই তো একমাত্র লীলা-খেলা যার স্বাদ তুমি পাইয়াছো, আমিও পাইয়াছি। তাই জীবনের যেকোনো গভীর প্রশ্নের মতো ইহা হইতে মুক্তির নির্দিষ্ট সমাধান অন্তত আমার জ্ঞানসীমার বাহিরে।
যাহাকে নিয়া লিখিতে চলিয়াছি, সে এই গল্পে একটি ছোট্ট বালক। বয়স তখনও দশ অতিক্রম করে নাই। ফুটফুটে চেহারা, নিষ্পাপ দুই চোখ, মাথায় তৈলপূর্ণ ঘন কালো চুল। ইহাকে আজ দেখিলে হয়তো অনেকেই রাজপুত্র ভাবিয়া বসিত ক্ষণকালের জন্য  (বর্তমান ভারতবর্ষ প্রজাতন্ত্রে অগাধ বিশ্বাস রাখিলেও প্রজারা মনে মনে রাজপুত্রের চেহারা ঠিকই কল্পনা করিতে পারিবেন)। তবে আমাদের গল্পের বালক মটেও রাজপুত্র নহে। সে সাধারণ বালক, অতি সাধারণ। তাহার জীবনের কর্মও যথেষ্ট সাধারণ গোছেরই হইয়াছে ভবিষ্যতেও। কিন্তু সেই ভবিষ্যৎ আমাদের বর্তমান ইতিহাসের অঙ্গ নহে। তাই আমরা সঠিক কালে ফিরিয়া যাই এই মুহূর্তে।
বালকের নাম নীলকণ্ঠ। কি ভাবিয়া তাহার পিতা মাতা এই নামকরণ করিয়াছিলেন বলা মুশকিল, কেন কোনো অভিভাবক আদৌ চাহিবেন যে তাহার পুত্র বিষ পান করিবে, ইহা আমার পক্ষে যুক্তি দিয়া বোঝা সম্ভব নহে। তাহার ওপর আবার নাকি বালক সেই বিষ পান করিয়া জীবিত থাকিবে এবং জগৎকে উদ্ধার করিবে! পিতা মাতা-রা নাম রাখিবার সময় একটু ভাবিতে পারেন, যে ওনারা বালকটি চোখ মেলার পূর্বেই তাহার ওপর জগৎ সংসারের বোঝা চাপিয়ে দিতেছেন। তাই বিদেশী মতে টম , হ্যারি নাম গুলোই আমার বেশি প্রিয়। আমি হয়তো বিবাহ করিব না, হয়তো নিজের সন্তান এই বসুন্ধরার কোলে অনিবও না; তবু , যদি আদৌ পিতৃত্ব অনুভব করি, তবে নামকরণে কোনো আড়ম্বর রাখিব না। আবার ভুল দিকে পাঠককে লইয়া আসিয়াছি! বালকের গল্প নিয়ে পাঠক উৎসাহী, আমার জীবন কাহিনীতে নয়, তাও আবার যদি সেই কাহিনীতে কোনো দৃঢ়তা থাকিয়া থাকে। না, পাঠক পরম শ্রদ্ধেয়, তাঁহার রুচি বিচার করা মোটেও ভদ্রতা নহে।
নীলকণ্ঠ রিকশায় কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরিতেছে। তাহার কান্না কিছুতেই থামিতেছে না। হাউ হাউ করিয়া কাঁদিতেছে। বাচ্চারা কাঁদে, অন্তত যখনকার ইতিহাস লিখিতেছি, তখন কাঁদিত। ইহার মধ্যে তাৎপর্য পূর্ণ কিছু হয়তো পাঠকের নিকট নাই । কিন্তু লেখক যদি জাতিস্মর হইয়া থাকেন, তবে তিনি তো বালকের ভিতরে চলা তোলপাড় দেখিতে পাইবেন। যদিও এই লেখক জাতিস্মর কিনা, বর্তমান জীবনে তাহার টের আমি পাইনাই। আঃ! আবার নিজেকে লইয়া পড়িলাম! নীলকণ্ঠের গল্পে ফিরিয়া যাই এখনই, না হইলে পাঠক আর সহ্য করিবেন না।
 নীলকণ্ঠ কাঁদিতেছে, হাউ হাউ করিয়া কাঁদিতেছে। রিকশা ছুটিতেছে। এমন সময় পশ্চাতে  এক সাইকেল আসিয়া উপস্থিত হইলো।
"একি নীলকণ্ঠ তুমি কাঁদিতেছো কেন? পরীক্ষা ভালো হয় নাই?"
বিস্ফোরিত লাল চক্ষু লইয়া টুকটুকে রাজপুত্র দেখিলো তাহার অঙ্কের মাস্টারমশাই তাহাকে প্রশ্ন করিতেছে!
এ কি অদ্ভুত ব্যাপার! অঙ্ক পরীক্ষা দিয়া সে ফিরিতেছে , আর তাহার বাড়ির অঙ্ক শিক্ষক ঠিক এই সময়ই তাহার রিকশার পশ্চাতে আবির্ভূত হইলেন কি করিয়া? নীলকণ্ঠ সহজেই বিস্মিত হইয়া পড়ে চিরকাল। কিন্তু এই মুহূর্তে তাহার দুঃখ তাহার বিস্ময়কে গ্রাস করিয়া লইলো, সহজেই।
সে আকুতির সহিত কহিলো, "আমি একটি অঙ্ক ভুল করিয়া ছাড়িয়া চলিয়া আসিয়াছি। কি মনে হইয়াছিল , ঐটা পড়ে করিব ভাবিয়া অন্য গুলি ঠিক করিয়াছি কিনা, তাহা ভালো করিয়া দেখিলাম। তাহার পর  আর ওই অঙ্কটির কথা খেয়াল রহে নাই। " বলিয়া সে আবার হাউ হাউ শব্দে কাঁদিয়া উঠিল।
মাস্টার পড়িলেন বেপাকে। উনি বুঝিতে পারিলেন না কি বলে সান্তনা দিবেন। জিজ্ঞেস করিলেন, "বাকি গুলি সঠিক করিয়া আসিয়াছো তো?"
"হ্যা। কিন্তু যেটা ছাড়িয়া আসিয়াছি, ঐটিও আমি পারিতাম। পাঁচটি নম্বর চলিয়া গেল। " নীলকণ্ঠ আবার চক্ষু হইতে অশ্রুর ধারা নিক্ষেপ করিল।
মাস্টার বলিলেন, "ঠিক আছে, উহাতেই হইবে। তুমি জানো তুমি পারিতে। ইহাই তো যথেষ্ট। পরীক্ষা শেষ হইয়াছে , বাড়ি গিয়া খেলা করো। "

এই ঘটনার পর পৃথিবীতে অনেক কিছু ঘটিয়া গিয়াছে।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও দুই বার বিবাহ করিয়াছেন, ভারত অলিম্পিক্সে গুলি ছোড়ায় সোনা পাইয়াছে , সুনামি আসিয়া বর্তমানকে প্রলয়ের আভাস দিয়া গিয়াছে, প্লুটো তাহার বাড়ি হইতে বিতাড়িত হইয়াছে, অনেক রমণীর হৃদয় ভাঙিয়াছে, অনেক রমণী হৃদয় ভাঙিয়াছেন, নারীবাদ, জাতীয়তাবাদ, মাওবাদ সব কিছুই মনুষ্যত্বকে বাদ দিয়া নিজেদের দামামা বাজাইয়াছে, হিংসা নিজের থাবা তোমার, আমার সকলের মনে আরও কঠিন ভাবে বসাইয়াছে। আর নীলকণ্ঠ?

সে বিষ পান করিয়া চলিয়াছে।

Friday, November 16, 2018

Multiverse

Who says, there isn't another universe?
There are so many of them out there
They are just around the perimeter,
Coming alive, as I close my eyes
But then, they aren't so alien to us,
They too are constitutionalised into laws.

But those laws are so off from you and me
Some have five forces and some have three
Some are only dark and some too bright
Some have sound and a few are too tight
A few have certain conditions quite right
But I am yet to find the one which has life.

Thursday, November 15, 2018

Stories

The building stands; mortar, cement and brick
The stories, though are growing old, falling sick
Just like the old man who would chase you and me,
Was once young, and is now a grandfather to kids,
Who on Mischief's orders are now climbing those trees-
Only to be chased away by a young man with a stick.

The playground remains, as it used to be
Do you remember the boundary, you first hit?
The paint, every few years tries to wash away our sins
Yet, those benches still raise us a toast with a grin!
My memory is fading, and will soon be leaving
Have you held on to your part of the story-telling?

You can build a bridge, you can build a legacy
And the universe will still do what it fancies!
One Frank Sinatra will arrive on a late Thursday night
And the corridors of Hotel California will again see light
And probably there would be no one to strum your pain
With her fingers, but there will be music and champagne!

So would you not go to the van Gogh museum
Once in your lifetime?
Would you not play the strings to an Alzheimer's
If you could, when still there's time?

Zindagi aur kuch bhi nahi, teri meri kahaani hai.

Large Deviations

কে যাবে কোথায়, বোঝা বড় জটিল,
তাই করো average, quenched ও annealed;
বের করো খুঁজে তফাৎটি কিসে
মাথার ঘিলু যে সব গেল মিলে মিশে!
এক হাত দূরে দূরে বসে ছিল সবাই
সময়ের যাঁতাকলে আজ কে কোথায়!
আমার কাজটি হলো লেজ বুঝে চলা,
যতই rare তালা, ঠিক হবে খোলা।।

Wednesday, November 14, 2018

Nandini

যেখানে ইতিহাস বাতাসে ভেসেও ভাসে না,
যেখানে নিম্নগামী স্রোত পাথরে লুটিয়ে পড়ে ,
যেখানে এক পশলা বৃষ্টির হিসেব এক দিনের রদ্রু ,
যেখানে খেলার শেষে পড়াশোনা উঁকি মারে ,
যেখানে গান ফুরোলে গল্প বাসা বাঁধে
যেখানে গল্প শেষে ঘুম নিজের অস্তিত্ব বোঝে;
                          ঠিক সেই রাত যদি মানবী তুমি হতে!
তখন আর কোথায় মারের সাগর আমার পারি দেওয়া?
তখন আর কোন মলয় বাতাসে আমার ভেসে যাওয়া?

 ইতিহাসের কোন লুন্ঠিত পাতায় তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আছে -
খুঁজে পাই মাঝে মাঝেই, কিন্তু তোমায় কোথাওই যেন সম্পূর্ণ পাইনা;
কোনো লেখায় তুমি শুধুই শরীর, কোথাও অশরীরী প্রতিহিংসাপরায়ণা ,
কোথাও তুমি ধরিত্রী কাঞ্চনকাননা, কোথাও আগামীর বর্ণনা;

কখনো তুমি মধ্য রাতের শূন্য পথে সবুজ আলোর হাতছানি
কখনো রাঙা হওয়ার অহংকার তোমার অন্তঃপুর প্রসারিনী।
ভাবনার এ-কূল ও-কূল প্লাবিত করতে পারো, তুমি মন্দাকিনী,
কখনো ভাবি এতো সব না ভেবে গেয়ে ফেলি, 'কে তুমি নন্দিনী?'

Saturday, November 10, 2018

Axes

Oh what is dark? a student asks
Deep inside a halo of light, a mere mask?
Nature nature O bewildering spirit
Your symphony blasts in a million paths.
Where is one, in a crowd of many?
Pandora triggers in silent smirks.
Quick and slow, the Bang was low
Big hot dishes and a few baby bubs!
What was time before the time?
A collapse of may be two old lovebirds.

Is then time that led to time?
Or is it love that led to time?
Or is it time that led to love?
Or were time and love entwined forever?
Think of axes colliding in death,
And new rules emerge in a whole new state!

A Cosmos for you, and me for life
May be we're all just snippets so fine
A deep dark web might lead to crime
An enlightened soul sings "Starry starry night".

Vincent died when the brush took birth
May be the axes were never meant to part.
And here we are, in a mix of colours
Not red, not black, none of chosen liquors,
But a hue too ghettish, a canvas fetish
No existing word could become so lavish!
So the colour fit itself to the eyes it made
But Time had plans to ruin the game.

So you see a rainbow, a cat sees white
One sees darkness and the other holds tight.
The heart is beating to the tunes of time,
Or is it simply Coming back back to life?

Friday, November 9, 2018

A tale of two disorders : annealed and quenched

Like leaves strewn around me
There are footsteps over the city
Beautiful ladies and beautiful kisses
A chilling breeze for as many heartbreaks
There are mansions standing, free of past
Hiding stories that were meant to last
Friends, lovers entwined in time
Systems quenched into freezing nights
O what beauty does youth radiate!
Asymptotic footsteps, annealed in shades.

Tuesday, November 6, 2018

Lonely woman

She sleeps, my lonely woman
Buying comfort in survival,
The song diffuses into a lullaby
For another lonely soul's revival.

I come around one corner after another
Only to realize that I'm lapping her in circles;
Yet my lonely woman smiles in her corner
Shadowed, I move from black to purple rectangles.

There's a soft breeze, blowing friendships away
And there's hidden Sunset, waiting to happen
The Sun burns but lights up this solar system
Everyday, for broken me, broken you, my lonely woman.


Saturday, November 3, 2018

যথেষ্ট

তুই আলাদা কিনা, আমার জানার প্রয়োজন নেই
তুই আছিস, আমি যখন আছি, তখনই যে আছিস,
তাই আমার জন্য, আমার জীবনের জন্য,
তর্কের জন্য, প্রশ্নের জন্য, ঘুমের জন্য এবং
সব ধরণের ঘুম ভাঙানোর জন্য, যথেষ্ট।

আর কে কেমন, তা জেনে আমার কাজ নেই
বিশ্ব-ব্রহ্মান্ড আলোর গতি মাপতে ব্যস্ত থাকুক।।

Wednesday, October 31, 2018

মাধ্যাকর্ষণ

সে এক বৃষ্টির ফোঁটা,
কোথায় আঁছাড় খাবে ভেবেই জীবন কাটিয়ে দিলো,
সামনে ছিল অনন্ত ভূখন্ড,
কিন্তু সে শুধুই ভাবলো মুখ থুবড়ে পড়ার কথা।

সে এক মহাশূন্যের গোলোকধাঁধা,
কবে আসলো, কবে গেলো, কেউ হিসেব রাখেনি,
তার পায়ের কোনো ছাপ ছিল না,
ছিল শুধু মাধ্যাকর্ষণ মেনে চলা, নিয়ম মেনে চলা।

যারা বলে নিয়ম মানবো না, তারাও যে নিয়মের দাস,
একা, একক আর অবশ্যম্ভাবী, মহাসৃষ্টির সম্রাট
নিজের সিংহাসনে বড়ই আরামে বিরাজমান, উদাসীন
তিনি মাধ্যাকর্ষণ; তাঁকে দেখা যায় না,
ভগবান হয়ে সর্বত্র নিজের তরঙ্গের ছাপ রেখে যান।।

Monday, October 29, 2018

মধু

তুমি? কোন ফুলের গভীরে লুকিয়েছো আজ?
মধু মধু করে বাসা ত্যাগ করলে, হায় হায় সমাজ!

সেই মধু তোমারই হোক, তবে এভাবে হারিয়ে যাবে?
তুমি চাইলে হারাও, ক্ষমতায় ক্ষীণ, আমি রোধবার কে?

খুব ব্যাথা দায়, দুজনেই, ঘড়ির কাঁটা, ফুলের কাঁটা
মেনে নিতে হয়, তুলে নিতে হয়, না নিয়ে কি উপায়!
ঘড়ির ছন্দই তোমার ছন্দ, তোমার মঞ্চ, তোমায় চায়
এদিকে সেই কাঁটা দিয়ে কাঁটা তুলতেই আমার যত ভয়।

তাই তুমি ফুলের ভেতর হারিয়ে গেলে যাও
কজন আর তুমি হতে পারে, সবারই শেষ দাউ দাউ।।

মহাশ্মশান না মহাশূন্য?

আমি, মহাশ্মশান নাকি মহাশূন্য?
কোথাও আমি হতাশা, কোথাও সম্পূর্ণ।

আমি কি কালবৈশাখী, না হেমন্ত?
কোথাও আমি ধ্বংস, কোথাও চৈতন্য।

আমি কি অতীত, না নিছক বর্তমান?
কোথাও বইয়ের মলাট, কোথাও মহাকাব্য।

আমি কি আদৌ আমি, না তোমার অংশ?
তাই তোমারই তাণ্ডবলীলায় আমি ভগ্নাংশ!

সমস্ত স্রোত যেখানে শান্ত হওয়ার সুযোগ পায়
অপেক্ষায় আমি, একদিন টেনে নেবে সেই গভীরতায়।

Friday, October 26, 2018

Not a damn

Clocks have a way of telling stories
Stories that sell ideas of running wild
And I'm a man of disproportionate assets
And you know, some men don't give a damn.

Figurines smoke up to dust far above
Venus shines through evenings, all night long
The game goes on until the penny trickles down
You know, some men become the talk of the town.

The Sun decides to spend weekends behind clouds
City lights work through the nights, without sound
There's a theater inside you, waiting for command
The Director calls the shots, from way above the crowd.

And I'm a man of inappropriate measures
Head, feet and heart, I'm a man of pleasure.

 

Thursday, October 25, 2018

Andhadhun, LPTMS, Abstracts

And I'm wondering
What's so blissful about it?
Not a soul around,
For company a piano
Blessed with diffusing sound
And I'm left with footsteps,
An implosion is doing the rounds.

And yet there's something waiting
May be too far away
From the coffee machine;
Red cups, handcuffs letting go of me,
And I am simply wandering
Where the clouds of Physics should be.

Tuesday, October 23, 2018

আমি আর পারি

আমি আর পারি,
মাঝে আলো সারি সারি
হুতুম প্যাঁচার সাজে
কত নর কত নারী,
আমি তাই ছাদে উঠি
বুকে দম নিয়ে ভারী,
কলরবে হাহাকার
ডানা কাটা পরী;

আমি আর পারি,
দুই দুধে ভাত আনাড়ি
ঠোঁট ভরা অঙ্কে
গাল ভরা দাড়ি;
মিছে তার যত তেজ,
চোখে মহামারী,
আমি আর পারি তাই
ভয়ে ভয়েই মরি। 

Sunday, October 21, 2018

A certain day

If on a certain timeline
Appeared a passing, lonely day;
A day when the first rays
Would land on your breasts
And slowly make way to my eyes;
A day when my senses
Would open to a curve on your lips;
A day when your fingers
Would caress my newly born face;
A day when bodies would form
And deform on tunes of emotion;
When loving you and loving me
Would be the one truth, unification.

Thursday, October 18, 2018

Ghost

You write and write and write
It appears if it has to appear
You kiss and kill and die
It leaves, as if a ghost disappears.

Tuesday, October 16, 2018

আনন্দলোকে

আরও একটা দিন গেলো চলে,
এক ভোর থেকে সকাল এলো,
দিনের আলো সবার হাসি চুষে
মধ্যাহ্নে তেজী রাষ্ট্রনায়কের ন্যায়
বিকেলে সন্ধ্যার কোলে মাথা নামালো,
বাড়ি ফিরে এলাম সবাই, একটা রাতও ফুরোলো।

আজ হঠাৎ দেখবে, এই দিনও ফুরিয়েছে
কোনো হাত তুমি ছুঁলে না, কোনো ঠোঁট?
শুধু দেখলে, আরও একটা দিন তোমার হলো না।
সন্ধি পুজোর অঞ্জলীতে নিজেকেই দেওয়া যায়,
যেখানে ফুরোনোয় কারোর আশা জুড়ে থাকে-
আরও একটা রাত আমাদের ছেড়ে যাবে, বিজয়া।

কেউ বলে উঠবে, বিজয়াও নাকি শুভ নয়!
আনন্দের বড় কষ্ট; কেউ তাকে নিতে জানে না।
আরও একটা বছর যাবে কেটে, কল্পনায়
আনন্দের বড়ই দুঃখ; কেউ তাকে ছাড়তে জানে না।

Saturday, October 13, 2018

Orsay

The clock moves, the footsteps move
The staircases evolve into something new
And I sit alone, wondering in my room
Is this a reality or a fantasy happening too soon?

The green is yellow, the lakes are shallow
Princess shines in her prince's glow
Days go by, in their prime, into tomorrows
In my dungeon, I paint the colours of life and sorrow.

The bell goes down, far far down in downtown
A fantasy novel fills its pages through smiles of a clown.

Jeena yaahan marna yaahan, iske sivaah jaana kahan?

Paris

Thursday, October 11, 2018

Lekha

লেখা বলে লেখাকে ভুলে গেলে চলবে কি করে?
আমি বলি, পড়াশোনা করতে গিয়ে খেয়াল নেই;
লেখা হাসে, বলে, "আমি যে তোর খেয়ালের পাত্র নই রে,
তোর ভেতরে যা নরম, যা কঠিন, যা স্নিগ্ধ, যা মলিন,
তোর বাইরের কুয়াশা, ভোর, মাঝরাত বা তান্ডব,
তোর কানে ভেসে আসা সুর, সুরের তরঙ্গের অনাড়ম্বর;
আমি তো তুই; তাই আমি আছি, তুই ছাড়া আমিই বা আসি কি করে?"

সব সূর্যাস্তের শেষে কোনো কোলে মাথা রাখতে পারার সৌভাগ্য কতজনের হয়?

Sunday, October 7, 2018

আগমনী

আমি রাত্রি, আমিই দ্যুতি
আমিই অন্তর-অনন্ত, মহাশূন্য, প্রকৃতি
আমি শ্রেষ্ঠা, আমি আগমনী,
আমিই মূল, আমিই মূলের জননী
আমি আদি, আমিই অগ্নি,
আমি শরৎ, আমিই চণ্ডী
আমি প্রলয়, আমি শক্তি,
আমি অস্তিত্ব, আমি সৃষ্টি
আমি নর, আমিই নারী
আমিই লীলা, আমিই বিচারিনী
আমি প্রেম, আমি জ্যোতি
আমিই দেবী; আমিই মা; আমি দুর্গতিনাশিনী।

Saturday, October 6, 2018

Fall

And I'm falling...
Like the leaves, who fell
In love with Summer;
And then turned yellow
For Summer never meant to stay.
Just like they fall all around me,
I fall along with them to see
The depth of their miseries.

A few of the leaves are still red,
Like the woman who never ages
In her own eyes; all but her know
The eventuality surrounding her,
Surrounding them; a simple truth
Beauty was made to fall
And thus, an eternal seeker,
I am falling too, only to follow her.

Wednesday, October 3, 2018

বোকা

গন্ড গ্রামে যারা থাকেন, তারা গ্রাম্য। শহরে যারা থাকেন, তাদের পরিচয় নিয়েই গুচ্ছের বই লেখা হয়েছে, সেই নিয়ে আমার এখন কিছু বলার নেই। কিন্তু যে শহর পছন্দ করা সত্বেও গ্রামে থাকার পরিকল্পনা করে সেটাকে বাস্তবে রূপান্তরিতও করে ফেলে, সে নিতান্তই বোকা। তাই বোকাদের চেনা খুব সোজা। বোকা romantic, বোকা idealist, বোকা অভিমানী, বোকা হটকারী, বোকা postdoc, বোকা বুদ্ধিমান।

বোকা বুদ্ধিমান। শুধু মনটা বড় নরম। তাই বারবার চোর পালিয়ে যায়।

Tuesday, October 2, 2018

আত্মপ্রকাশ

কেন লিখছি, জানিনা।
তবে লেখা তো কলকাতায় থেমে থাকতে পারে না;
লেখা কাল মানতে চায়না, স্থানের গন্ডি তো দূরের কথা।
তাই বোধয় লিখছি; আমার পরিচয়কে স্নান করাতে,
এই 'আমি' কোনো কারোর ভালোবাসার মানুষ,
কারোর না ছোঁয়া বাতাস, কোথাও জমে থাকা ব্যথা;
কিন্তু নিজের কাছে?
এখানে আমি নাম নই, বিচারাধীন বন্দীও নই।
এখানে 'আমি' শুধু লেখক; ভাঙনের কান্ডারী;
পৃথিবীর অস্তিত্বের গহবরে নিত্যনূতন সৃষ্টির পূজারী।

তাই তাপমাত্রার নিঠুর চাপেও
এই আগ্নেয়গিরি জ্বলতে থাকে;
দপ দপ দপ, রক্তিমাভ হৃদয়
ঠান্ডা, হাড় হীম করা তুচ্ছ বুকে।

Wednesday, September 26, 2018

বলী

আমার রাত কাটে না, কাটবেও না।
কাটে আমার শরীর;
তিল তিল করে জমানো আনন্দ
রক্ত হয়ে গড়িয়ে পড়ে।
কিন্তু তার হিসাব নেই, থাকবেও না।
ফল, সবজি, বাবাজিরা
স্টেশন, শ্মশানে ভিড় করে আছে
যখন যেমন বলী চাও, পেয়ে যাবে।

Tuesday, September 25, 2018

যা সব বুঝি না

সবুজ কেন?
গাছের পাতার ব্যাপারটা বুঝি,
কিন্তু রাস্তার আলো?
সে তো চাইলে নীলও হতে পারতো।
গভীর কেন?
পথের গর্তের গল্পটা অনেকটা বুঝি,
কিন্তু অহংকার?
এতটাই গভীর যে নিজের উৎসকে গিলে ফেলে।
দূর কেন?
সূর্যের কারণটা হয়তো বুঝি,
কিন্তু তুমি?
দুজনেই তো চেয়েছিলাম কাছাকাছি থাকতে।
বাজে কেন?
আমার এই কবিতার কথাটা থাকুক,
কিন্তু তোমার মূল্যবোধ?
যা নেই, তাকে ভালো বাজে বলে কি হবে!

Monday, September 24, 2018

"Physics is fun"

Ten years plus one
Yet answers for none
Life's twists and turns
But Physics is fun.

Few planets and a Sun,
Few degrees to burn
A tortoise on a run
But Physics is fun.

Three girlfriends or a gun
Two squirrels and a pun
Bit of Physics for some fun
A headshot and you're done.

Sunday, September 23, 2018

রূপকথা

চোখে জলের ছলছলানির ছলা,
মুখ জুড়ে তার আপ্পায়ণের হাসি,
ছলছল স্রোতে ভাসিয়ে আমার ভ্যালা,
সাঁতরে সাগর তোমার কাছেই আসি।
নাকটা যেন অহংকারের পাহাড়
ঠোঁট দুটিতে বৃষ্টি নামবে ভারী
মেঘ করেছে আলসে বুকের ভেতর
তিল বলছে, "আমিই তো সুন্দরী।"

চিচিংফাঁকে হঠাৎ দেখার পালা
আলী, কাসিম, হাওড়া, ডাকাতরানী;
আমার ভেতর অজস্র রূপকথা,
আরব, আতুর, সম্মোহনের পরি; 
                  ওগো, তুমিই তো সুন্দরী।
                   শুধু তুমিই তো সুন্দরী।।

Thursday, September 20, 2018

The Place

A place,
Where butterflies live on butter,
Where books survive open shutters;
Where music falls into poems,
Where meanings reveal themselves;
Where eyes sing melodious tunes
Where lovers don't go to sleep too soon;
Where mornings dwell on yesternights,
Where every soul dives and takes flight;
Where single sheets tie themselves up
Where untie and unite blend into a syrup;
Where a new song touches you ever so gently,
Where stags are allowed uncompromising entry;
Where a tide of the visiting west wind
Fills you with yourself, blows away the ruins -

May be that's where I will see you.

Singing to yourself.

Sunday, September 16, 2018

সায়াহ্ন

সায়াহ্ন ঝরিয়া পড়িতেছে,
তাহার অঙ্গ, নিটল পরিপূর্ণ সেই দেহ
যাহাকে কেন্দ্র করিয়া সহস্র অসিবর্ষণ করিয়াছিলাম
নিজের যৌবনের উপর,
সে অগ্নিতপ্ত মাদকমিশ্রিত রত্নাভার;
আজ আমারই অগ্রে উপস্থিত, ভগ্ন অট্টালিকা
মূক অনাড়ম্বরে সায়াহ্ন ঢালিয়া চলিয়াছে।
যে কেশের নাগপাশে বিদ্ধ হইতে উদ্যত হইয়াছিলাম,
আজ যেন ক্ষরায় দগ্ধ মরুভূমির আত্মশ্লাঘা সেখানে;
স্বচ্ছ রক্তিম কিরণে বাঁধিতে চাহিয়াছিলাম, হে নারী -
আর আজ কোন রক্তাধর লুটাইয়া আছে শ্মশানে!

Saturday, September 15, 2018

জল

নদীর এপার, ওপার খাদের হিসেব ভিন্ন
কিন্তু জল সে হিসেব মানবে কেন?
বাষ্পেরও কথা সে স্মরণে রাখে না,
শ্রোতশীলা, নবীনা; প্রবীণ বুকে তার না জমাই ভালো।


চালা ঘর

একটা চালা ঘরে আমার জন্ম;
চোখ খুলে দেখেছিলাম মা, বাবা আর দুই দিদি কে
বাবা খুব কমই ঘরে আসতেন, বড়দিও উড়নচন্ডী
মা কেই দেখতাম খাবার জোগাড় করে আনতে;
আমার বড় হওয়ার সাথী ছিল ছোড়দি -
দুজনে এক সাথে কত পাড়াই না দাপিয়ে বেড়িয়েছি,
সাপ, ব্যাঙ যা পেয়েছি ধরেছি,
আবার কুকুর বেড়ালের ভয়ে বহুবার পালিয়েছি!
একদিন আমার উড়নচন্ডী বড়দি উড়েই গেল, জানো?
সন্ধ্যে বেলা মা কে কাঁদতে দেখে আমরা তো অবাক
দুই ভাই বোন দিদিকে খুঁজতে গিয়ে দেখলাম
সে গাড়ি চাপা পড়েছে।

বাবা কে অনেক দিনই দেখিনি, তখনও না
মাও হঠাৎ একদিন পাশের বাড়ির বাগান থেকে ফিরলো না।

তা থেকে আমার আর ছোড়দির এই চালা ঘর,
ভালোই চলছিল; একদিন হুড়মুড়িয়ে ঘরটা ভেঙে পড়লো।
আমাদের আর সামর্থ কৈ যে বাড়ি বানাবো,
তাই ওখানেই ঠিক ব্যবস্থা করে থাকতাম।

কিন্তু...

কদিন পর কিছু মানুষ আসল, হাতে বড় বড় যন্ত্র
সেটা দিয়ে মেরে মেরে এই ঘর ফাঁকা করে দিলো
থাকলো শুধু বাইরের দেওয়াল, আর নিচের মাটি
আমরা কিন্তু আর থাকলাম না।

মানুষের বাড়ি মানুষ ভাঙবে,
দুটো বেজি কোথায় গেল, তা নিয়ে কে আর ভাবে?

Thursday, September 13, 2018

Dear Me

Dear Me,
Why are you so far away?
Why do you wander aside?
Why do you murmur inside?
Why are you so empty in entirety?

Dear Me,
Where do you seek your solace?
Why are you so bothered by silence?
Where has your lover hidden?
Where has your script lost its way?

Dear Me,
Oh dear! dear me!
There are flowers everywhere
You, my friend, have become an adrift bee.

Sunday, September 9, 2018

প্রেম

প্রেম বড় বিষম বস্তু
বুদ্ধিকোষ শূন্য হলে, এ পথ মারিও না
গোলাপের দেখবে কাঁটা, সর্ষের দেখবে ফুল
সে তুমি যতই হও না কেন ডুডের মত cool!
দিন রাত কেটে যাবে, বিছানা যাবে ভিজে
Ba ba black sheep, have you any wool?
উলু উলু করে শেষে খাবে বলতার হুল -
বাছা খোকা কালো ভেড়া, করো না সে ভুল।

রাজা

মাঝরাতে স্বপ্নে পুরোনো প্রাসাদ ঝলকানি দিলো
সেই প্রাসাদের সমস্ত কক্ষ, বাতায়ন খুব স্পষ্ট
হয়ে মুদিত নেত্রের আড়ালে খেলে গেল;
সেখানে আমি ছিলাম রাজা,
সেই প্রাসাদের প্রত্যেক কোন, প্রত্যেক পালঙ্ক,
প্রত্যেক আয়না, স্নানাগার, গর্বগৃহ আমার!
আমিই তার একছত্র নায়ক, আমিই তার স্বামী।

চোখ খুলতে খেয়াল হলো
স্বেচ্ছায় সে সাম্রাজ্য ত্যাগ করে এসেছি
মনিকাঞ্চন, জহরত, স্ফুলিঙ্গ
কিছু দিয়েই ধরে রাখতে পারেনি আমায়।

আমায় সন্যাসী ভেবে ভুল করো না।
আমি রাজা। যেমন স্বপ্নে ছিলাম;
সময়ের যেমন বাঁক নেই, তেমনই
ঠিক সেই সূত্রে এ সম্পূর্ণ মহাবিশ্ব আমার।

Friday, September 7, 2018

ভোর

সব টুকরো টুকরো হয়ে ঝোরে পড়েছিল -
ইচ্ছে, বিশ্বাস, জেদ, সাহস;
ভাঙা-চোরার উঠোন-সমান বুকে
অপরাহ্নে নূপুর হয়ে বেজে উঠতো
আর করতালি শোনা যেত ধু ধু করা বাক-শূন্যতার শ্মশানে।

তারপর কত নর, নারী,
প্রেত, অশরীরী ভিড় জমালো;
দিনের আলো যেন হয়ে উঠলো বিভীষিকা-
রাতের আঁধার হলো একা থাকার অট্টহাস্য,
সত্যি, মিথ্যে মিলে মিশে গোধূলির মরিচিকার
ধুলো ঢেলে কখন রাত্রি নামালো জানা যায়নি।

ঠিক সেই আঁধারেই তুমি এলে
না কোনো খড়্গ, না কোনো শাঁখের ধ্বনী
রাতের তারারা, যারা এতদিন আলোর অন্ধকারে
লুকিয়ে ছিল, সবাই হেসে উঠলো তোমায় ঘিরে;
আজ নতুন ভোর হবে হবে করছে
কিন্তু আমার সেই নেশা কে জানে কবে কেটে গেছে।

ভালোবাসা, তোমার অচৈতন্যে আমায় চৈতন্য দান।

Thursday, September 6, 2018

মহাশূন্য

শূন্য কি?
আঁধার কি?
আলোর নবাবদারি থেকে মুক্ত হয়ে
মহাশূন্য পাণে চাইলে
হঠাৎই সব তারা দৃশ্যমান হয়ে ওঠে।
একটা একটা করে
মাঝারি থেকে ক্ষীণতম অগ্নিও
নিজের অস্তিত্ব জানাতে চায়,
অপেক্ষারত তারা, সেই দৃষ্টির আশায় -
যে দৃষ্টি মহাশূন্যকে শূন্য দেখে না;
আলোর দাপটে যখন বাস্তব অন্ধ হয়ে ওঠে,
সে দৃষ্টি অন্ধকারেই আলো খুঁজে পায়।

বহুকাল ধরে তাই সেসব তারা-রা জ্বলতে থাকে
একদিন, ঠিক একদিন
সেই দৃষ্টির সাথে মিলনের দুঃসাহসী কামনায় ।।

Tuesday, September 4, 2018

অষ্টম সর্গ; কণ্টক-গুল্ম

উৎসর্গ : শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও মহাকবি কালিদাস কে
উৎসর্গ : আমার 'সপ্তম সর্গ'-কে

রমণী, যে করুণাস্রোতে আমার কবিতার প্রতিপদ
পিছিল করে রেখেছিলে,
সে ধারা এত নিষ্ঠুর হলো কবে?
আর কবেই বা সে পথ এত বন্ধুর হয়ে উঠলো?
কেন নিজের সহজাত মসৃণতায় কুঠারাঘাত করলে?
কেন প্রশ্ন জুড়ে দিলে আগামীর সমস্ত সর্গে ?

আজ কোথায় গেল তোমার রামধনুর টংকার?
সব রং নাকি সাদা কালো নয়, সাত রঙে মোড়া!
কি ভেবে বলেছিলে সেদিন মধ্য গগনে চেয়ে,
তোমার সময় নাকি আদি অনন্ত সন্ধ্যা তারায় গরা ?

যেদিন সমাজ পুষ্পবর্ষায় সিক্ত করলো আমায়,
সেদিন ভাবনি,
আমার অন্তর্লোক আলোকিত কোন প্রদীপ শিখায়?
তবে আজ তোমার এই তুচ্ছ হিংসা কোন অভিপ্রায়ে?

রমণী, প্রেম বলতে নিজের অশ্রুই দেখতে পেয়েছো শুধু
কোমল ঠোঁটের স্বরলিপিতেই ফুল ঢালবে প্রেমের মধু।

Friday, August 31, 2018

The Man

A man always has two faces -
One, which he exposes to the world,
The other for his survival.
He plays the same game, everyday
Sometimes he embraces the losses
Victories silently lead to his revival.

A man will never be without options
For choice-less reality is no reality at all;
His existential game is all about his choices,
And his lies, deceit and carnivorous streak
Roam around his immoral, flexible identity
Only to prove that a tortoise is seldom careless.

Oh what does a man know of this life!
Life is a tunable strategy in fools' paradise.

Thursday, August 30, 2018

বোমা

বুক ফুলিয়ে পেট দুলিয়ে এসছে খবর তাজারে
মানুষ খেকো হরবোলা এক বোম নেমেছে বাজারে;
সে বোমের নাকি মগজ ঠাসা বারুদভরা মেজাজে
ফাটলে বুঝি কুড়ি কিলোহার্টজ টপকে যাবে সহজে!
সংবাদে তার জয় নিশ্চিৎ, একলাই সে রাজারে
এক তালিতেই ভাগাবে সে সব শালাকে ভাগাড়ে।
পারলে রাজা মালার চূড়া তৈরী করে তার গলাতে
বোম বেচারা কুঁকড়ে থাকে নিজের ভেতর ভয়েতে।।

কি বললে?
কে ভয় পেলো? বোম?
ঠাট্টা করছো? কবিতার নামে রসিকতা?
লেখার নামে টাইমপাস-এর যত বেকার কায়দা!

কি আর বলি!
ছন্দ গেছি ভুলে, খিস্তি খেয়ে
তবে বোম ভয় পাবে না বলছো?
হতে পারে, আমি ঠিক জানিনা।
মনে হলো,
বোম নিজেকে খুবই ভালোবাসে ,
ঠিক যেন অপরূপা হিল্লোলিনী নারী
যে বারবার আয়নায় ফিরে চায়
আর মুগ্ধ হয়, নিজের রূপের শোভায় ;
কি অসীম তেজ লুকিয়ে আছে তার ভেতর
চাইলে যেকোনো কৃষক, শিক্ষক, রাজক
যেকোনো কাউকেই সে ছিন্নভিন্ন করতে পারে,
কিন্তু সেই নারীর তো সে চাহিদা নেই,
সে তো শুধু চায় সেবা, যে সেবার শেষ নেই
যে সেবা তার রূপ, তার তেজ, প্রতিপদে পূজ্যের আসনে বসায়
 সেই সেবারই সে প্রার্থী, পরিবর্তে নিজের সমস্ত শক্তি ভক্তের পায়ে লুটিয়ে দিতে চায়।
সে নারী লুন্ঠিত হতে চায় কি?
কোনো নরাধমের হাতে নিজের অর্জিত রূপকে ক্ষতবিক্ষত দেখতে চায় কি?

আমি জানিনা।

কিন্তু প্রশ্ন করি, তাহলে বোমাও বা কেন চাইবে?

বোমা কি শক্তির আরেক রূপ নয় মাত্র?
বোমার মধ্যে চাইলেই তো মা দেখতে পাওয়া যায়।

যায় না?
আমি জানিনা।

Saturday, August 25, 2018

History

Who does History serve?
Where do its broken feathers rest?
To know that History is here and now,
Who manages to pass this test?

To think of History as a blotting paper,
Pens surely are sharper than swords;
The deeper you go, the darker the ink gets
But
It's always a story of numbers and overlords.

History is both a lens and a dagger,
A machine of wealth, forever in swagger.
History is dried blood, looking for a partner
Every Now is a Then, each past a future.

ইতিহাস এক উল্কি-অলঙ্কৃত পুরুষ,
খোলা খাপে দু-মুখো তরবারি,
যজ্ঞ শিখায় দণ্ডিত প্রেতপুরী
আবার মুক্তকেশা অপরূপা নারী।
ইতিহাসের ইতিহাসে ইতিহাস হাসে
না লেখা ইতিহাস গিয়েছে সন্যাসে ।।

Wednesday, August 22, 2018

Message

He was a star, mistaken for a planet
He was a poem hidden in the closet
He was a ripple, unseen from the clouds
He remained an unread message throughout.

বর্তমান

সপ্তসুর যেখানে ঝরে পড়ে,
তোর নাম ঠিক সেখানেই বর্তমান;
সংগীতের ঢেউ যেমন মসৃণ,
আমাদের ইতিকথা ঠিক তেমনই অম্লান।
যেদিন শহর ঘন কালো মেঘে ঢেকে
খুব মেজাজে, বৃষ্টি রাস্তায় ওষ্ঠ রেখেছিল,
সেদিন আনমনা নিজের খেয়ালে
শহরও তোকে যেন প্রথম দেখেছিল;
তারপর মাস পেরোলো, যুগ এগোলো
পেছতে থাকলো ঘন কালো স্মৃতির album!
মাঝে মাঝে কালচক্রে কালবৈশাখী উঠে শুধু
লন্ড ভন্ড করে দিয়ে যায় ভূত, ভবিষ্যৎ, বর্তমান।

Sunday, August 19, 2018

Finite

Oh finite life!
Don't I bow to you?
To your ever changing colours,
To Man's infinite desires
Oh life, oh finite,
The store runs out of your supplies.

Oh finite time!
Don't I see you leave?
Creating seconds to leave them behind,
Towards a future, infinite
Oh time, oh finite,
Don't I see you move past life?

Oh finite love!
Oh my life, wrapped in time!
Hiding behind eternal eyes,
Preserving a depth, infinite
Oh love, oh finite
In your limits, your beauty lies.

Oh finite me!
With finite talent, finite hits,
Finite container of infinite dreams;
I am the plant and the seed
I am the questions disturbing me.
Being finite is an infinite mystery.

Friday, August 17, 2018

Silhouettes

It's always the silhouette
That tells me
There is something more

The passing clouds of a wealthy evening
Floating colours of another day's ending

It's the silhouette
That trumpets along my auricles
With a message... of something more

Chronicles of returning feathers
Torn apart along distant time crystals

Scattered silhouettes
Along the architect's canvas, signal
That there is something more...
                      to darkness, light and life.

Wednesday, August 15, 2018

এখানে অনেক কিছুই এরকম হয়

এখানে অনেক কিছুই এরকম হয়,
যা কল্পনার মাত্রা স্পর্শ করে ফিরে আসে

এখানে অনেক কিছুই এরকম হয়,
যে ঘটায় সে নিজের অস্তিত্ব ভুলে যায়

এখানে অনেক কিছুই এরকম হয়,
জেনে বুঝেও লোকে লোকলৌকিকথা দেখায়

এখানে অনেক কিছুই এরকম হয়,
আমি পাইনি তাই তোকেও নিঃস্ব করব হিংসায়

এখানে অনেক কিছুই এরকম হয়,
আরো হবে, কারণ এদের রক্ত নীলাভ, কামনায়।

এখানে কিছুই এরকম হয় না-
মানুষ নিজের মুখ দেখছে আয়নায়।

Tuesday, August 14, 2018

চূড়া

'ওপরে উঠবো ওপরে উঠবো',
তোমার সারাদিনের ভাবনা
কিন্তু ভেবেছো কি, ওপরে উঠলে কি পাবে?
আজ নিচে থেকে ওপরে ওঠাই তোমার স্বপ্ন,
স্বপ্নপূরণ যে কত ভয়ঙ্কর, তা ভেবে দেখেছো কখনো?

কি করবে, যদি সব চাওয়া তোমার পায়ে এসে লুটয়?
যখন নতুন কিছু চাওয়ার নেই,
অথচ জীবন ফুরোচ্ছে না?
ভেবেছো কখনো, পাহাড়চূড়ায়
আসল আতঙ্ক পাহাড় শেষ হয়ে যাওয়ায়!

চাওয়া তোমার নেশা। তোমার ভুবন;
ভুলেও যেন যা চাও তা না পাও,
কবি বলেছেন না, "সব পেলে নষ্ট জীবন?"

Saturday, August 11, 2018

Hope

Let me tell you something about hope.
Hope,
Slowly burns out, like everything else;
Hope,
Like an ancient Indian demon, like phoenix
Re-arrives on its own remains;
Hope,
Sells in the market as a necessary drug,
Helps the helpless and feeds on desires.
Hope is what hot air does to a desert
Hope is a scam, you are yet to unearth.

সেরা বাঙালি

সংসার সুখের হয় রমণীর গুনে
একে একে নর নারী নামে এসে স্ক্রিনে
ছানাবড়া দুটো চোখে সিরিয়াল দোলে
মারিতং জগতং সাহিত্য ভুলে

অটো, ট্রাম, বাস-টাসে নাক জ্বালা করে
কেউ দিদি, কেউ বাবু ডাকে মন ভরে
তার মাঝে কেউ সেরা বাঙালি সাজে
বাকি বাঙালির কি ছেঁড়া যায় তাতে?

Tuesday, August 7, 2018

ঘুঘু

বেলা তখন ১১টা। তোমার ছাদের স্যাঁতস্যাঁতে পাঁচিলে হঠাৎ একটা ঘুঘু এসে বসেছিল। প্রথমে হেব্বি মজা পেয়েছিলে, আচমকা নতুন কিছু দেখে। তারপর সেই ঘুঘু লাফিয়ে লাফিয়ে তোমার কাছে এলো। তুমি মাথায় হাত বুলিয়ে দিলে, সে গা এলিয়ে দিলো। তারপর হুট করে একটা সুন্দর ডাক শোনা গেল পাঁচিলটা থেকে। দেখলে ময়না এসেছে। "আয় আয়" করলে, ময়না আসতেই চাইলো না। একটু চাপা অভিমানে তুমি ওর কাছে গেলে আস্তে আস্তে। সে উড়লো না, আসতে দিলো। যেই ওর মাথায় হাত রাখবে ভেবেছো, অমনি ফুড়ুৎ! হকচকিয়ে গিয়ে মিনিট দুই পরে তুমি সম্বিৎ ফিরে পেলে
 নিজের জায়গায় ফিরে এলে। কিছুক্ষণ মন খারাপ হলো। তারপর হঠাৎই খেয়াল হলো, ঘুঘু উড়ে গেছে।

Friday, August 3, 2018

মিঠুনদা

মন্ডা মিঠাই গান্ডে সাটায় সন্ডা মিঠুনদা
গুন্ডা গড়াই হয়েছিল তার এক চড়ে ঠান্ডা

পাড়ায় পাড়ায় পুজোর ঠ্যালায় ঠাকুর ঠাকুর ডাক
মিঠুনদার একটি কথায় বাজতো ঘরে ঘরে শাঁক

হুকবুক মেজাজধারী গর্জনে পাড়া কাঁপতো
মিঠুনদারও চোখের কোনায় বালির খেলা চলত

প্রেমের হাঁড়ি ভাঙলে যেমন গুড় ভরে যায় চোখে
সেই গুড়েই বালি পড়লে সব মিঠুন মাযের ভোগে

অন্ধ মিঠুন bike চেপে একদিন গেল মাঠে
সামনে এসে একটি trigger চুমু দিলো তার বুকে

এরপর পুজোয় পুজোয় বছর কাটলো চার
মিঠুনের গুড় মিষ্টি কেমন দেখলো গড়াই এবার।

Wednesday, August 1, 2018

আগমনী

যাবো? তুমি ডাকছো আমায়?
টলটল করছে সোনালী জল
নড়ছে দেখো ধর্মের কল;
যাবো? এ কি শুধু একটা স্বপ্নটুকরো নয়?

যেতে পারি। কিন্তু কেন যাবো?
কঠিন হৃদয় ভালোই তো আছে,
কেন তাকে ঘিরতে চাইছো করুনায়?

তার চেয়ে বরং তুমি এসো।
সময়টা উর্বর; আসন্ন শরৎ,
দেখবে? আমার বাড়ির খুব কাছে
তোমার অচেনা সবুজ ধান খেলে যায়।

আসবে?
ভেবে দেখো।
একটু বৃষ্টি, একটু কাদা থাকবে মাঝরাস্তায়।।
তবে, জল-মাটি ছাড়া কি দুর্গা পুজো হয়?

Tuesday, July 31, 2018

নিশানি

দিব বলে দিয়ে যাই
রাখিবার কিছু নাই
অন্তরে থাক শুধু আদর্শখানি,
আমার ফুরোলো বেলা
তোরা সবে কর খেলা
মাঠ জুড়ে থেকে যাক আমার নিশানি।

হঠাৎ বোঝা

কবিতা পড়তে গিয়ে দেখি আমি বটে,
ভুল করে মানে খানা ঢুকে গেছে ঘটে;
এইবার শুরু হলো মরম বেদনা,
ভেতরের স্বস্তি-কে দেখি উড়ে যেতে।

অবুঝের এই মন, কিছুই বোঝে না তেমন
তাই সে যে শোনে নাকো কারোরই বারণ
কিন্তু আজ হলো এ কি? জ্বলে জ্বলে ধিকিধিকি,
কবিতার মানে হলো সুখ-সৎগতির কারণ!

মাথা ঘোরে বনবন, মনে বড় উচাটন
রাস্তার ধার ঘেঁষে হেঁটে চলি হনহন
কর্দমাক্ত চটি ছিঁড়ে গিয়ে অনশন
কবিতার দাবানলে পুড়ে গেল বৃন্দাবন।

মানুষ, কুকুর, কাক, সব ব্যাটা ডেকে যাক
ফিরবো না বাড়ি, তোরা গলা তুলে যত হাঁক;
ফুরাইছে ঘন্টা, পশ্চাতে লঙ্কা, আমি লবোডঙ্কা
আর কভু তুলিবো না কানে মোর নিশিডাক।

Saturday, July 28, 2018

স্বাধীন

স্বাধীনতা?
রক্ত, মাংস, কাগজে কেন তাকে খুঁজে বেড়াও?
স্বাধীনতা কি মানসিক স্থিতি নয়?
আমরা পরাধীনতা দেখিনি,
তাই আমরা পরাধীন;
যারা সেদিন সমস্ত ত্যাগ করে ময়দানে নেমেছিল
তারাই কি নয়, প্রকৃত স্বাধীন?

প্রশ্ন

কঠিন সময় বড়ই স্থির;
ঝড় ঝাপটা ভূমিকম্প কিছুই তাকে টলায় না
মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ায় কিছু মানুষ
কাঠিন্যের পাশাখেলায়;
সময় তাদের শ্রদ্ধা করে ঠিকই
কিন্তু সময় অপরাজেয় -
তাহলে,
"আমরা কি হেরে যাবো, মাস্টারমশাই?"

নাম

সব দিয়ে কেড়ে নেওয়াই প্রকৃতির রীতি
যা ছিল, তাই আছে; অনন্ত না শূন্য - বোঝা মুশকিল
প্রকৃতির হাতের ছোঁয়া শীতল, স্নানের জল স্বচ্ছ
আমার মাথা ঘুরছে, পা টলছে,
শরীর মুছিয়ে দিচ্ছে ঘাম;
কিছু কিছু অনিয়ম হিসেব করতে এসেছে, দায়বদ্ধ
গাছের শরীর ঝরে পড়ছে মাটিতে,
তার কিছু পাতার রেখেছিলেম নাম।

Wednesday, July 25, 2018

Nongramo 2

মাঝরাতে রাস্তা ধারে হিসি-রত policeman
শহরতলি ছুঁয়ে বাঁশি হেঁকে ছুটে যায় ট্রেন
আমি ম্যাগাজিনে মুখ গুঁজে; shut-down-brain
আমার কবিতা তোমার নোংরা ঘেঁটে সোজা high-drain.

আমার লাইনে লাইনে কটূক্তির চোরা শুড়শুড়ি
তোমার দিকে কে যেন এগিয়ে যায় দিয়ে হামাগুড়ি?
অনেক তো হলো কানে কানে ফিসফিস, গড়াগড়ি
আমার জীবন নিয়ে তোমার dinner আলুভাতে চচ্চড়ি।

আমি ব্যাটা বড় হারামি, তোমার পাতায় পাতায় ফুটো
ডালে ডালে কালো কীর্তির তুমিও খোঁজো ছুতো;
মাথায় চুল দিলো বটে, বুদ্ধি দিলেন না প্রভু
তাই খোকা, নিজের ফুটো জোড়ার খুঁজে নাও সুতো।

চামড়া

চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, চামড়ার এই জুতো
চামড়ার নেশা হয়ে গেছে তোমার মজ্জাগত
চামড়ায় খুন, চামড়ায় আইন, চামড়ায় যত টাকা
চামড়ার খেলা খেলতে গিয়ে তোমার পকেট ফাঁকা
চামড়ায় প্রেম, চামড়ায় কামড়, চামড়ায় ওঠে লোম
সাদা চামড়ার শক্ত হাতে কালো চামড়া নরম
তোমার সত্যি-মিথ্যে মেশে ঠোঁটের চামড়া দরুন
সবার মতো তোমারও চামড়ার ভবিষ্যৎটা করুন।

থাক তব ভুবনের ধুলোমাখা চরণে মাথা নত করে রবো
চামড়াটা খসে গেছে, চামড়াটা খসে গেছে!

Tuesday, July 24, 2018

নোংরামো; রামো রামো ছিঃ !

শিখিতে গিয়াছি পদার্থ বিদ্যা,
বুঝিতে গিয়াছি দর্শন;
দেখা হইলো চক্ষু মেলিয়া
টেবিল তলায় পায়ে পা তুলিয়া
আষাঢ় দিবসে ঝুলন !

কোন আলো লাগলো চোখে!
ওপরের ভর নিম্নে জাগে,
জ্ঞান-বুদ্ধি হ্যালায় ভুলে
ঝুলন মেলা দেখবো বলে
কাগজের চা উথলে ওঠে।

সিং নেই তবু আছে তার সিং দুই
মিছেমিছি আর একে ধরি তাকে ছুঁই?
না রে, লাগে ছ্যাঁকা ভ্যাবাচেকা
উফ কি বড় ওই যন্ত্রণার দুই!

Monday, July 23, 2018

বয়ে যায়

Balcony
সন্ধ্যে তোমার চোখের চাদরে তারা নামায়
রান্না বাকি আছে তাই, ঘরে ফিরতে হয়

খিচুড়ি
তোমার নিজের প্রতি করা আরো একটা ফাঁকিবাজি
সাত তলার স্বর্গে জায়গা কম, তাই একাই খেতে হয়

Videocall
বন্ধুরা তোমায় কিছু মুহূর্ত দান করতে ব্যস্ত আজও
মুহূর্ত বড় হিংসুটে, তাই বন্ধুদের ফিরতে হয়

ভাবনা
খুব কাছের নদীটায় পা ডুবিয়ে বসতে চাও তুমি
নদী ভালোবাসায় মূক, নীরবে বয়ে যায়

কত কেউ হতে পারতো তোমার প্রেমিক;
সময় অল্প ছিল তাই, প্রেম বয়ে যায়।।

Sunday, July 22, 2018

লিখবো না।

কবিতা কেউ পড়েনা, তাই কবি নাকি লিখবে না-
এ কেমন অলক্ষনের কথা বলুন তো জাহাপনা!

কবিতা কি তার, যে অধিকার ফলায় কবি?
সব কিছু মহারাজের, নয়তো বারোয়ারি!

এক আনা যার দাম নেই, সে নাকি দেয় হুকুম
কবিতার নাকি দাম হয়না- স্পর্ধার নেই মালুম!

না মহারাজ, আপনি করুন বিচার এসব গাধার
আপনি থাকতে হয় কি করে এতটা অহংকার!

লিখতে বলুন সকাল সন্ধ্যে আপনার গুণগান
আপনারই হাতে ইতিহাস ধরে আহাম্মকের মান।

গৃহস্থ

মা-মেয়ে-মন নিয়ে সংসারের যাঁতাকল
অফিস ফেরত চায়ের কাপে গৃহস্থ খোঁজে তল;

গল্পের রসে ডুবছে যখন রোয়াকের সিঙ্গারা
মেয়ের খাতা-জীবন পাতা; তুমি অঙ্কে দিশাহারা;

স্নানের জল মুছতে গিয়ে মাথার ঘাম পায়ে
মা-বৌমা-সিরিয়াল কিলার, তোমার জায়গা নয়;

উদ্ধত তুমি, বাড়ি ছেড়ে হাঁটো রাত্রি নটার পর
এগারোটা বেজে ঘড়ি বলে ওঠে, 'কাল কিন্তু বাজার।'

Tuesday, July 17, 2018

মূল্য

তুমি আমার কাছে কবিতা ছাড়া কিচ্ছু না।
সময় মতো একদিন অমর করে চলে যাবো।।

জানা ?

আকাশ রং বদলায়
লাল থেকে নীল থেকে হলুদ
থেকে লাল থেকে নীল থেকে কালো
সব নীল এক নয়
তাই আকাশও নীল বদলায়;
তুমি অবাক হয়ে ভাবো
এত রং আসে কোথা থেকে
আর কেন আকাশের কাছেই আসে!
আমি ভাবি না
আমি জানি
আকাশ বলে কিছু নেই।

Monday, July 16, 2018

ফুরোনোর ইতিকথা

সবের সবই ফুরিয়ে যায়,
যেমন ধোঁয়ায় মেশে সময়
যেমন আমার ফুরোনো এই বেলা
তোমাদের ভালোবাসার অবহেলা।

একদিনের আশায় 'এইদিন' ফুরিয়ে যায়
যেমন মুছে যায় কত সঞ্চিত আশ্রয়
যেমন এখানে সঞ্চিত তোমাদের ছোঁয়া
উড়ে যাচ্ছে, ধুয়ে দিচ্ছে সময়ের কিছু কণা।

সবেরই বোধয় ফুরোনোরই রীতি
শুধু ফুরোনোর কেউ টানছে না ইতি।

Friday, July 13, 2018

বিশ্বপ্রেমিক বৃন্দের তরে

যদি হাতে হাত দিয়ে দু পা বাড়াও
পশ্চাৎ ছেড়ে দেবো, নিশ্চিন্তে লাগাও
আমি বিশ্বসেরা গায়ে গামছা প্রেমিক
দুনিয়া উল্টে যাক, আমি পেয়াদা philosophic!

আমার পরীক্ষায় নাম্বার আসে না
প্রেম-ম্যাট্রিকে হ্যাটট্রিক, নেই পরোয়া
চায়ের নেশা করিনা ভদ্র বালক আমি
স্বপ্নালু জীবনে যদি পাই প্রেমিকার হামি।

বুদ্ধি করে নল কেটে জল ঘোলা করি
জলের মতো জীবন ব্যাটাও দিলো ফাঁকি
ঘোলা ঘাটে নৌকোয় প্রেমের খেলা দেখি
কি আর করবো, পোড়া আগুনে সেই জলই ঢালি।।

জ্বলছে? মলম আছে অমলের কাছে।


Wednesday, July 11, 2018

বাহানা

Gate ধরে ঝুলে থাকে মস্ত বড় তালা
সেই তালায় হেগে যায় কুকুরের শালা

কুকুরের শালা নাকি মানুষের ছানা
দড়ি ধরে মারে টান সস্তা পাজামা

পাজামায় শুতো ভরে সূঁচের নিশানা
সূঁচের বুদ্ধি রাখা প্রেমিকের মানা

প্রেম ট্রেম করে খায় রাতের বিছানা
বিছানায় খোঁজে রাজা নতুন বাহানা

বাহানায় রানী ঢালে তরল ইশারা
ইশারায় পরকীয়ার নেই কোনো মানা।

Tuesday, July 10, 2018

The Map

There's a world map, invisible, unmarked
A map where a set of feet wants to stand,
There're burning desires along the form
A hollow burning life, cautioned endlessly
Through merciless sleepless nights.

Life, a mere box of gunpowder;
Sold for a penny, that too a tad older,
Not even a dime's worth, globetrotter!
Set thousands of these on fire
The map is only a next door vampire.

A tale of two stories : a story of despair,
A story of madness, but who cares?

Flags burn, bodies burn, time burns
Whatever can burn returns to the urn.

The map lives on.
Else, everything burns.
The map lives on.
Anyway everything burns.

মন

মন, তোর-আমার চুরি করা একে অপরের খোঁজ;
মন, ভাঙা কাঁচে জলের ছিটে, তুইও নিজেরটাই বোঝ।

মন, চুল-ঢাকা চশমায় অনিয়মের আবছা চাদর
মন, হেরে যাওয়া ছোটবেলার কটা জমানো পাথর।

মন, কবিতায় বারবার ফিরে আশা ছোট গল্প
মন, বাড়তে গিয়ে বোকা থেকে যাওয়াই যার বিকল্প।

মন, নদী-ধারে দূর তারাদের না মেলা, জমতে থাকা অঙ্ক
মন, মন হারানোর মাসুল যে বোঝে না, বোঝে না আতঙ্ক।

আহারে মন!

অনাহারে মন;

আহারে মন।


Monday, July 9, 2018

May be, may be not

Love, the promise of mischief on her face
Love, the desire in her kiss, a touch of grace

Love, the hidden treasure in her words
Love, a stolen glance, but backwards

Love, the pull of death through her fingers
Love, the lease of life along life's borders

Love, not a word nullified by millions
Love : testimony to a truth surviving eons.



ব্রহ্মা জানেন! আমি না।


দুপুরের শহর?

দিন শেষের হুমকি, জমানো কাজের তাড়া
দুপুরের শহর তাই প্রতিদিনের অবহেলা;

আঙুল তুলে চোখ রাঙায় বিকেলের ক্ষিদে
দুপুর পেড়িয়ে যায় শহরের চোরা স্রোতে।

কেউ ছবি দ্যাখে, কেউ খোঁজে চাবি
কেউ বলে দুপুরে পেট পুরে খাবি

কোথায় গাছের ছায়া, ঠেলাগাড়ি তীরে?
কাজ, আজ, মেজাজ;
শহর পুড়তে থাকে অভিমানী রোদে।।


Sunday, July 8, 2018

Paradiso

It's almost always too beautiful
The silhouette of love on a woman's face
The unaware shyness in her eyes
The glowing sunshine on her cheeks
Oh what's a man's worth in her absence!
Nothing, nothing and nothing, in essence.

Thursday, July 5, 2018

সাধারণ এক সন্ধ্যেবেলা

কথা হলো, রাস্তার মোড়ে তাকে দেখতে পেল খোকা
সেই সাদা ওড়না, নীল সালওয়ার, কাজলের টান
তাকে দেখেই মানুষের মাঝে, চপের দোকানের আড়াল
পাছে, রাস্তা পেরোতে, তাকেও দেখে ফেলে নয়না;
আর সেই দেখা-দেখির ন্যাকা-ন্যাকি আদ্র আবহাওয়ায়
কোনো গাড়ি পিষে চলে যায় স্বর্ণাভর শেষের কবিতা;

পথ দেখেই পথ পেরোয় নয়না, রাস্তার এপার
নিশ্চিন্ত, ডাকাবুকো বাঙালি সাহস যোগায় এবার
এগিয়ে যায়, পেছন ধরতে জমিয়ে রাখা কল্পনার;
চোখে পড়ে না তার পথ, পড়ে না সাদা Swift-Dzire,
ছন্দ মেলানোর শেষ লাইনের আগেই, কবিতা ছাড়খার;


Wednesday, July 4, 2018

ছবিঘর

শহর জুড়ে আজ বৃষ্টির হালখাতা
মাঝে দু' জোড়া পা, একটি ছাতা
ছবিঘর ভেসে যায় ফ্যাকাশের ভীড়ে
আজও নতুনের সাক্ষী, পুরোনো কলকাতা।

ফিকে হওয়া প্রাণে রেডিও নস্টালজিয়া
ফাঁকি দেওয়া প্রেমে ভিজে যায় হিয়া
দূর বিদেশে মনের মানুষ, মনের নেয় না খবর
ভাঙা শহর, আদরের নৌকো; মাঝ দরিয়া ।

Thursday, June 28, 2018

বিকেল

চুপি চুপি পা টিপে বিকেলে
প্রেমে টেমে ভরে কার খাতা?
মেঘের আড়াল থেকে গল্প শুনি,
আমি? তুমি? না কলকাতা?

ব্যালকনি উঁকি মারে ইশারায়
ঘুম ভাঙে কলীদের কেষ্টর
আজও কত হাবিজাবি ভেবে চিনতে,
দেখো আমার তোমার প্রেম নষ্ট!

কিছু কিছু চাওয়া থাকে কবিতায়
আর কিছু কিছু ঘাটে জল খাওয়া চাই,
কিছু কিছু মানুষের চোখ চাওয়া চাউইতে
দর্শন বুঝি হলো হাওয়া তাই ...

ঘুরে ঘুরে শেষে যদি ফিরে যাও
বৃষ্টি নামতে পারে সন্ধ্যেবেলায়!
সারাদিন ঘাম মুছে আর  কি পেলে বলো
তোমার সাজানো কলকাতায়?

Monday, June 25, 2018

তুই

আমি তোর জন্য কিছুই লিখি না কখনো
না তোর কোনো চাওয়া আছে সে নিয়ে, না ভাবনা
তুই আমার ছোট বেলার সাজিয়ে রাখা বইয়ের মতন,
ধুলো হোক, বা নতুন বই, কেউ তোর জায়গা নিতে পারবে না।

আমার প্রথম কবিতার খাতায় এখন হলুদ পাতা
অসংখ্য লেখা, একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টায়
তুই, আমার ছোটবেলায় লিখে ফেলা সেই বড়বেলার কবিতা
সেই খাতা খুল্লেই, যার কোলে অযথাই মন ঝড়ে পড়ে।

আমার সকল না পাওয়ার ইতিহাস জমে আছে
যা শুধু জমে থাকতেই পারে, না চলে,না চলতে দেয়
তোর ঠোঁটের কোনে লুকিয়ে রাখা হাসি, তোর মনের মিঠে গন্ধ
আমায় না পাওয়া কে চুপ করে ভালোবাসতে শেখায়।

Friday, June 22, 2018

কুমারসম্ভবের আরেক কবি

যাহাদের অন্দরমহলে একটি শব্দেরও জন্ম হয় না
তাহারা পরাণ খুলিয়া আমাদের বিচার করিবেন,
ইহাই আমাদের ভাগ্যরেখা;
আমি তোমার কবি, তোমার স্রষ্টা স্বর্ণকার
কিন্তু অমূল্য ধন লুটিবে শেষে কারিখানার কারিগর।

তারপরই হয়তো কেউ কেউ চেঁচাবে,
"আমি কেড়ে নিতে দেবো না", আহাম্মক
এসবের মাঝেই ঠিক উঁকি মেরে যাবে প্রেম;
কোনো কুমারী মন হারালে, হয়তো কুমারসম্ভব।।

Thursday, June 21, 2018

সাঁতার

আছে ভেঙে পড়া এই শহর
সাথে ভাঙা ইমারত যত
এই ভাঙা চোরার ভীড়েই
ভাবি মন জুরব কত

আমি মনে মনেই থাকি
কখনো মনকেই দি ফাঁকি,
আর কঠিন নিরীক্ষনে
কোনো মেঘমল্লার খুঁজি

আমার ঘাস বলতে শীতল
আর ফুল বলতে সুনীল
আমার নীল সবুজের ছবি
শুধু তোমার জন্য আঁকি

এই বর্ষামুখর দিনে
হঠাৎ গান ধরলো কবি
দেবে সুরে সুরে সাঁতার
তোমার সেতারের ভৈরবী।

Saturday, June 16, 2018

এক পশলা বৃষ্টি

তুমি প্রখর রোদের মরশুমে হঠাৎ মেঘলা দিন
তোমাকে পেয়ে গুমোট এক মন আজ হল স্বাধীন।

তার সাথে এই যে নেমে আসা এক পশলা বৃষ্টি
হঠাৎই যেন অন্ধকারকে হারিয়ে দিয়েছে দৃষ্টি।

সহস্র যুগ আগেও উড়েছিল এভাবেই কোনো কবি
আমি কবি নই, কবিতা শুধুই  এই মনে তোমার ছবি।

যাক বৃষ্টি থেমেছে, থামছে সাথে আমার কলমও
তুমিও বরং, গভীরে যেখানে ছিলে, সেখানে ফেরো।



Friday, June 15, 2018

আগামীর ছবি

কত দিন ঢোলে পড়বে একই রাত্রির কোলে
কত সূর্য জ্বলতে থাকবে কোটি বর্ষ জুড়ে
কত প্রেম অশ্রু ফেলবে হিংসার দাবানলে
কত সত্যি ঢেকে যাবে সময়ের তৃণমূলে
কত ঝড় উল্টে দেবে দেওয়াল আগলানো ছবি
কতবার পেছন ফিরবে যত আগামীর কবি
তবে যে যতই কারুক না কেন পায়ের নিচে জমি
গানে থাকবেন সুমন, আর প্রাণে শুধু তুমি।

Thursday, June 14, 2018

তুমি থেকো

মনের এমন গভীরে তুমি আছো
তোমায় সব সময় যায় না দেখা
অথচ যখন ফিরে ফিরে পাই তোমায়
স্বভাবেই গান হয়ে উড়ে যায় সব কথা
আমার কোনো শিক্ষা দেওয়ার শখ নেই
না আছে কালজয়ী হওয়ার কোনো স্বপ্ন
মানুষ তোমাকেই পাক হৃদয় জুড়ে,
তোমার ভাষাই হোক দুর্বলের আদি, হোক অনন্ত।

Wednesday, June 13, 2018

রাত

আমাদের রাত যেন হাতছানির মণি মাণিক্য
যা আছে, তার থেকে বেশী না থাকার দুর্ভাগ্য।

আর্দ্রতার বাড়াবাড়ি

থমথমে সন্ধ্যে চিঠি লিখতে চায় তোমায়
ডাকঘরে তালা, ঘাম দ্বার খোলে বৃষ্টির ঠিকানায়

সে চিঠি আশ্রয় খোঁজে রূপকথার কোলে
এক এক করে অক্ষর সিক্ত হয় নোনা জলে

যদি এখনই নামতো এখানে সুমন-অঞ্জনের বর্ষাধারা
সূক্ষ্ম কথার ঝাপ্টানিতে সরলরেখার আয়না গড়া

কেউ কথা রাখেনি, ঘরে বসে অভিমানের পালা
বৃষ্টি খোঁজো কোন আশায়? তুমি বৃষ্টির অবহেলা ।।




Tuesday, June 12, 2018

Baje lekha

অনেক ভেবে ঠিক করেছিলাম, তোমায় নিয়ে কবিতা লিখবো না
সেই তো একই গদোগদো প্রেম উৎলে ওঠা প্রেমের পেঁয়াজি
ওসব দেখলে তোমারও মনে আমার জন্যে কখনো প্রেম জাগে না;

সে হতেই পারে তোমার সেই খোলা চুল মাঝেমাঝেই আমার মনে পড়ে,
জেগে ওঠে ভেতরের সমস্ত ন্যাকামো, হাততালি দিয়ে হো হো করে হাসে;
এসব বড়োই বিরক্তিকর, না থাক! এখন এগোতেই হবে এসব ভুলে।


বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...