Monday, December 24, 2018

অন্ধ

আমি, তুমি দুই অন্ধ;
দুজনের চোখে রুমাল;
অন্ধকে দেখে অন্ধ হাসে,
অন্ধকারে অন্ধ কার?
তাই দুই অন্ধ গায়, 
ও গো, তুমি যে আমার!
আমার বলে তোমায় চাই,
একের নিচে বন্ধ আড়াই
বিশ্বাস হলো ঘোড়ার চাল
কারণ আমি দেখতে পাই।

খেলা শেষে নতুন কেউ  আবার অন্ধ হতে চায়
শুধু চোখে চোখ রাখার আমার আর নেই সময়।

yes, inspired by Andhadhun.

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...