আমি, তুমি দুই অন্ধ;
দুজনের চোখে রুমাল;
অন্ধকে দেখে অন্ধ হাসে,
অন্ধকারে অন্ধ কার?
তাই দুই অন্ধ গায়,
ও গো, তুমি যে আমার!
আমার বলে তোমায় চাই,
একের নিচে বন্ধ আড়াই
বিশ্বাস হলো ঘোড়ার চাল
কারণ আমি দেখতে পাই।
খেলা শেষে নতুন কেউ আবার অন্ধ হতে চায়
শুধু চোখে চোখ রাখার আমার আর নেই সময়।
yes, inspired by Andhadhun.
No comments:
Post a Comment