গন্ড গ্রামে যারা থাকেন, তারা গ্রাম্য। শহরে যারা থাকেন, তাদের পরিচয় নিয়েই গুচ্ছের বই লেখা হয়েছে, সেই নিয়ে আমার এখন কিছু বলার নেই। কিন্তু যে শহর পছন্দ করা সত্বেও গ্রামে থাকার পরিকল্পনা করে সেটাকে বাস্তবে রূপান্তরিতও করে ফেলে, সে নিতান্তই বোকা। তাই বোকাদের চেনা খুব সোজা। বোকা romantic, বোকা idealist, বোকা অভিমানী, বোকা হটকারী, বোকা postdoc, বোকা বুদ্ধিমান।
বোকা বুদ্ধিমান। শুধু মনটা বড় নরম। তাই বারবার চোর পালিয়ে যায়।
বোকা বুদ্ধিমান। শুধু মনটা বড় নরম। তাই বারবার চোর পালিয়ে যায়।
No comments:
Post a Comment