আমি, মহাশ্মশান নাকি মহাশূন্য?
কোথাও আমি হতাশা, কোথাও সম্পূর্ণ।
আমি কি কালবৈশাখী, না হেমন্ত?
কোথাও আমি ধ্বংস, কোথাও চৈতন্য।
আমি কি অতীত, না নিছক বর্তমান?
কোথাও বইয়ের মলাট, কোথাও মহাকাব্য।
আমি কি আদৌ আমি, না তোমার অংশ?
তাই তোমারই তাণ্ডবলীলায় আমি ভগ্নাংশ!
সমস্ত স্রোত যেখানে শান্ত হওয়ার সুযোগ পায়
অপেক্ষায় আমি, একদিন টেনে নেবে সেই গভীরতায়।
কোথাও আমি হতাশা, কোথাও সম্পূর্ণ।
আমি কি কালবৈশাখী, না হেমন্ত?
কোথাও আমি ধ্বংস, কোথাও চৈতন্য।
আমি কি অতীত, না নিছক বর্তমান?
কোথাও বইয়ের মলাট, কোথাও মহাকাব্য।
আমি কি আদৌ আমি, না তোমার অংশ?
তাই তোমারই তাণ্ডবলীলায় আমি ভগ্নাংশ!
সমস্ত স্রোত যেখানে শান্ত হওয়ার সুযোগ পায়
অপেক্ষায় আমি, একদিন টেনে নেবে সেই গভীরতায়।
No comments:
Post a Comment