যেখানে ইতিহাস বাতাসে ভেসেও ভাসে না,
যেখানে নিম্নগামী স্রোত পাথরে লুটিয়ে পড়ে ,
যেখানে এক পশলা বৃষ্টির হিসেব এক দিনের রদ্রু ,
যেখানে খেলার শেষে পড়াশোনা উঁকি মারে ,
যেখানে গান ফুরোলে গল্প বাসা বাঁধে
যেখানে গল্প শেষে ঘুম নিজের অস্তিত্ব বোঝে;
ঠিক সেই রাত যদি মানবী তুমি হতে!
তখন আর কোথায় মারের সাগর আমার পারি দেওয়া?
তখন আর কোন মলয় বাতাসে আমার ভেসে যাওয়া?
ইতিহাসের কোন লুন্ঠিত পাতায় তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আছে -
খুঁজে পাই মাঝে মাঝেই, কিন্তু তোমায় কোথাওই যেন সম্পূর্ণ পাইনা;
কোনো লেখায় তুমি শুধুই শরীর, কোথাও অশরীরী প্রতিহিংসাপরায়ণা ,
কোথাও তুমি ধরিত্রী কাঞ্চনকাননা, কোথাও আগামীর বর্ণনা;
কখনো তুমি মধ্য রাতের শূন্য পথে সবুজ আলোর হাতছানি
কখনো রাঙা হওয়ার অহংকার তোমার অন্তঃপুর প্রসারিনী।
ভাবনার এ-কূল ও-কূল প্লাবিত করতে পারো, তুমি মন্দাকিনী,
কখনো ভাবি এতো সব না ভেবে গেয়ে ফেলি, 'কে তুমি নন্দিনী?'
যেখানে নিম্নগামী স্রোত পাথরে লুটিয়ে পড়ে ,
যেখানে এক পশলা বৃষ্টির হিসেব এক দিনের রদ্রু ,
যেখানে খেলার শেষে পড়াশোনা উঁকি মারে ,
যেখানে গান ফুরোলে গল্প বাসা বাঁধে
যেখানে গল্প শেষে ঘুম নিজের অস্তিত্ব বোঝে;
ঠিক সেই রাত যদি মানবী তুমি হতে!
তখন আর কোথায় মারের সাগর আমার পারি দেওয়া?
তখন আর কোন মলয় বাতাসে আমার ভেসে যাওয়া?
ইতিহাসের কোন লুন্ঠিত পাতায় তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে আছে -
খুঁজে পাই মাঝে মাঝেই, কিন্তু তোমায় কোথাওই যেন সম্পূর্ণ পাইনা;
কোনো লেখায় তুমি শুধুই শরীর, কোথাও অশরীরী প্রতিহিংসাপরায়ণা ,
কোথাও তুমি ধরিত্রী কাঞ্চনকাননা, কোথাও আগামীর বর্ণনা;
কখনো তুমি মধ্য রাতের শূন্য পথে সবুজ আলোর হাতছানি
কখনো রাঙা হওয়ার অহংকার তোমার অন্তঃপুর প্রসারিনী।
ভাবনার এ-কূল ও-কূল প্লাবিত করতে পারো, তুমি মন্দাকিনী,
কখনো ভাবি এতো সব না ভেবে গেয়ে ফেলি, 'কে তুমি নন্দিনী?'
No comments:
Post a Comment