Friday, September 7, 2018

ভোর

সব টুকরো টুকরো হয়ে ঝোরে পড়েছিল -
ইচ্ছে, বিশ্বাস, জেদ, সাহস;
ভাঙা-চোরার উঠোন-সমান বুকে
অপরাহ্নে নূপুর হয়ে বেজে উঠতো
আর করতালি শোনা যেত ধু ধু করা বাক-শূন্যতার শ্মশানে।

তারপর কত নর, নারী,
প্রেত, অশরীরী ভিড় জমালো;
দিনের আলো যেন হয়ে উঠলো বিভীষিকা-
রাতের আঁধার হলো একা থাকার অট্টহাস্য,
সত্যি, মিথ্যে মিলে মিশে গোধূলির মরিচিকার
ধুলো ঢেলে কখন রাত্রি নামালো জানা যায়নি।

ঠিক সেই আঁধারেই তুমি এলে
না কোনো খড়্গ, না কোনো শাঁখের ধ্বনী
রাতের তারারা, যারা এতদিন আলোর অন্ধকারে
লুকিয়ে ছিল, সবাই হেসে উঠলো তোমায় ঘিরে;
আজ নতুন ভোর হবে হবে করছে
কিন্তু আমার সেই নেশা কে জানে কবে কেটে গেছে।

ভালোবাসা, তোমার অচৈতন্যে আমায় চৈতন্য দান।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...