Saturday, September 15, 2018

জল

নদীর এপার, ওপার খাদের হিসেব ভিন্ন
কিন্তু জল সে হিসেব মানবে কেন?
বাষ্পেরও কথা সে স্মরণে রাখে না,
শ্রোতশীলা, নবীনা; প্রবীণ বুকে তার না জমাই ভালো।


No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...