মাঝরাতে স্বপ্নে পুরোনো প্রাসাদ ঝলকানি দিলো
সেই প্রাসাদের সমস্ত কক্ষ, বাতায়ন খুব স্পষ্ট
হয়ে মুদিত নেত্রের আড়ালে খেলে গেল;
সেখানে আমি ছিলাম রাজা,
সেই প্রাসাদের প্রত্যেক কোন, প্রত্যেক পালঙ্ক,
প্রত্যেক আয়না, স্নানাগার, গর্বগৃহ আমার!
আমিই তার একছত্র নায়ক, আমিই তার স্বামী।
চোখ খুলতে খেয়াল হলো
স্বেচ্ছায় সে সাম্রাজ্য ত্যাগ করে এসেছি
মনিকাঞ্চন, জহরত, স্ফুলিঙ্গ
কিছু দিয়েই ধরে রাখতে পারেনি আমায়।
আমায় সন্যাসী ভেবে ভুল করো না।
আমি রাজা। যেমন স্বপ্নে ছিলাম;
সময়ের যেমন বাঁক নেই, তেমনই
ঠিক সেই সূত্রে এ সম্পূর্ণ মহাবিশ্ব আমার।
সেই প্রাসাদের সমস্ত কক্ষ, বাতায়ন খুব স্পষ্ট
হয়ে মুদিত নেত্রের আড়ালে খেলে গেল;
সেখানে আমি ছিলাম রাজা,
সেই প্রাসাদের প্রত্যেক কোন, প্রত্যেক পালঙ্ক,
প্রত্যেক আয়না, স্নানাগার, গর্বগৃহ আমার!
আমিই তার একছত্র নায়ক, আমিই তার স্বামী।
চোখ খুলতে খেয়াল হলো
স্বেচ্ছায় সে সাম্রাজ্য ত্যাগ করে এসেছি
মনিকাঞ্চন, জহরত, স্ফুলিঙ্গ
কিছু দিয়েই ধরে রাখতে পারেনি আমায়।
আমায় সন্যাসী ভেবে ভুল করো না।
আমি রাজা। যেমন স্বপ্নে ছিলাম;
সময়ের যেমন বাঁক নেই, তেমনই
ঠিক সেই সূত্রে এ সম্পূর্ণ মহাবিশ্ব আমার।
No comments:
Post a Comment