তারা নেই, এমন আকাশ আমি চাই না
কিন্তু একদিন তো হবেই,
সবাই সবার থেকে দূরে যেতে যেতে
একদিন শুধুই অন্ধকার রয়ে যাবে, ব্রহ্মাণ্ডে।
ভাব তো একবার, আমরা কত ভাগ্যবান
এখনোও অন্ধকারে আলোর হাতছানি পাই;
কিন্তু যারা আসছে, ওরা কি বিশ্বাস করবে,
একদিন আকাশে অনেক তারা ছিল?
নক্ষত্রের দূরে যাওয়ায় আমরা দর্শক,
কিন্তু... আমরা ?
আমাদের কাছে থাকা কি এতটাই অসম্ভব?
আমরা তো নক্ষত্র নই।
তবে কোন আগুনে পুড়ে ছাই হচ্ছে আমাদের ইতিহাস?
No comments:
Post a Comment