Tuesday, November 27, 2018

Satyi

সত্যি? তাকে না তুমি পছন্দ করো, না আমি;
তোমার কথা থাক, আজ নয় আবার নিজের কথা বলি,
হ্যাঁ, নিজের টাই বলতে ইচ্ছে হচ্ছে, যেমন হয় আর কি -
আমি তোমায় পছন্দ করি না, শুধু নিজেকেই করি।
তাই তুমি ঠিক, তোমার সব ভুলও ঠিক,
রাস্তায় চাপা পড়া ইঁদুর ছানা , বেড়াল ছানা হিসেব বুঝে নিক।

একদিন কিচ্ছু থাকবে না কোথাও, না বিশ্ব, না ব্রহ্মান্ড
থাকবে না আদৌ তোমার সঞ্চিত আত্মপ্রেম, হৃৎপিণ্ড
তখন আর তুমি কোন তুমি? কে তুমি? কার তুমি?
সত্যিটা হলো, বর্তমান তোমার গল্পের একমাত্র পটভূমি
কেন তাকিয়ে আছো কালকের মুখ চেয়ে, অন্ধকারে?
কেউ নেই কোথাও, বাস-স্টপ ডুবে গেছে কোমড় জলে।

মহাশূন্য বলতে নাকি শূন্য, শূন্য আর সময়
কোন শূন্যে পূর্ণতা পায় প্রেম, ঘোর অসময়ে ?
যারা লিখবে ভেবেছিলো, তারা ছবির প্রেমে পড়লো
ভাঙন ধরলো ভাষার কলে, শূন্যের দাম বাড়লো।
যে শূন্য বিরাজমান অন্তর-অভ্যন্তর তোমার- আমার সর্বত্র,
সেই মহামারী কিনে চলেছ রোজ, অজান্তে বিলিও করছো।

তাই সহজ হও। এতই কি কঠিন সত্যির মন বোঝা?
আমার কাছে উত্তর নেই , শুধু কিছুটা ভালোবাসা।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...