কত কিছুই না দেখলাম;
কারোর কাছে কলকাতা মানেই ট্রাম,
কারোর ঠোঁটে পরিচিত মিষ্টি বলরাম;
কারোর প্রেমিকের লিস্ট মস্ত বড়
কেউ বলে, "না না, আড়াল করো!"
কোথাও দুটো উপন্যাসের অহংকার
কারোর সেলোফেন মোড়া সাজানো সংসার
কিছু হাত, হাত ধরে ময়দান চষে ফেরে
কিছু রাত, হাতে ধরে, কপাল ঘোষে মরে।
মায়াবনে ঘাঁটি ফেলে কিছু অদ্ভুত প্রাণী -
বাংলা না পারি তো কি? ফরাসি জানি।
কতই না দেখলাম একে একে তোমায়
হামাগুড়ি কোথাও ঠিক দিয়ে থাকি সবাই।
No comments:
Post a Comment