Saturday, August 11, 2018

সেরা বাঙালি

সংসার সুখের হয় রমণীর গুনে
একে একে নর নারী নামে এসে স্ক্রিনে
ছানাবড়া দুটো চোখে সিরিয়াল দোলে
মারিতং জগতং সাহিত্য ভুলে

অটো, ট্রাম, বাস-টাসে নাক জ্বালা করে
কেউ দিদি, কেউ বাবু ডাকে মন ভরে
তার মাঝে কেউ সেরা বাঙালি সাজে
বাকি বাঙালির কি ছেঁড়া যায় তাতে?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...