কবিতা কেউ পড়েনা, তাই কবি নাকি লিখবে না-
এ কেমন অলক্ষনের কথা বলুন তো জাহাপনা!
কবিতা কি তার, যে অধিকার ফলায় কবি?
সব কিছু মহারাজের, নয়তো বারোয়ারি!
এক আনা যার দাম নেই, সে নাকি দেয় হুকুম
কবিতার নাকি দাম হয়না- স্পর্ধার নেই মালুম!
না মহারাজ, আপনি করুন বিচার এসব গাধার
আপনি থাকতে হয় কি করে এতটা অহংকার!
লিখতে বলুন সকাল সন্ধ্যে আপনার গুণগান
আপনারই হাতে ইতিহাস ধরে আহাম্মকের মান।
এ কেমন অলক্ষনের কথা বলুন তো জাহাপনা!
কবিতা কি তার, যে অধিকার ফলায় কবি?
সব কিছু মহারাজের, নয়তো বারোয়ারি!
এক আনা যার দাম নেই, সে নাকি দেয় হুকুম
কবিতার নাকি দাম হয়না- স্পর্ধার নেই মালুম!
না মহারাজ, আপনি করুন বিচার এসব গাধার
আপনি থাকতে হয় কি করে এতটা অহংকার!
লিখতে বলুন সকাল সন্ধ্যে আপনার গুণগান
আপনারই হাতে ইতিহাস ধরে আহাম্মকের মান।
No comments:
Post a Comment