Monday, December 3, 2018

কুৎসিত

যা কিছু সুন্দর, তা তুমি ভেঙে দিতে চাও
কেন? নিজের সুন্দর স্বপ্ন হারিয়ে গেছে তাই?
কি ভাংছো ভেবে দেখেছো কখনোও?
ভাঙতে হয় তো নিজের অহঙ্কার ভাঙো,
কঠিন কাজ নোংরায় হাত দেওয়া, তাই না?
যারা তোমার তাণ্ডব দেখেও তোমার গুণগান করে
আমি তাদের ভাঙতে চাই, গুড়িয়ে দিতে চাই।
সুন্দরের কপটতা শয়তানের এক আদিম অস্ত্র,
এই অস্ত্র হতে নিজেকে বাঁচিয়ে নাও, সময় বেশি নেই।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...