সব দিয়ে কেড়ে নেওয়াই প্রকৃতির রীতি
যা ছিল, তাই আছে; অনন্ত না শূন্য - বোঝা মুশকিল
প্রকৃতির হাতের ছোঁয়া শীতল, স্নানের জল স্বচ্ছ
আমার মাথা ঘুরছে, পা টলছে,
শরীর মুছিয়ে দিচ্ছে ঘাম;
কিছু কিছু অনিয়ম হিসেব করতে এসেছে, দায়বদ্ধ
গাছের শরীর ঝরে পড়ছে মাটিতে,
তার কিছু পাতার রেখেছিলেম নাম।
যা ছিল, তাই আছে; অনন্ত না শূন্য - বোঝা মুশকিল
প্রকৃতির হাতের ছোঁয়া শীতল, স্নানের জল স্বচ্ছ
আমার মাথা ঘুরছে, পা টলছে,
শরীর মুছিয়ে দিচ্ছে ঘাম;
কিছু কিছু অনিয়ম হিসেব করতে এসেছে, দায়বদ্ধ
গাছের শরীর ঝরে পড়ছে মাটিতে,
তার কিছু পাতার রেখেছিলেম নাম।
No comments:
Post a Comment