Thursday, June 21, 2018

সাঁতার

আছে ভেঙে পড়া এই শহর
সাথে ভাঙা ইমারত যত
এই ভাঙা চোরার ভীড়েই
ভাবি মন জুরব কত

আমি মনে মনেই থাকি
কখনো মনকেই দি ফাঁকি,
আর কঠিন নিরীক্ষনে
কোনো মেঘমল্লার খুঁজি

আমার ঘাস বলতে শীতল
আর ফুল বলতে সুনীল
আমার নীল সবুজের ছবি
শুধু তোমার জন্য আঁকি

এই বর্ষামুখর দিনে
হঠাৎ গান ধরলো কবি
দেবে সুরে সুরে সাঁতার
তোমার সেতারের ভৈরবী।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...