এখানে অনেক কিছুই এরকম হয়,
যা কল্পনার মাত্রা স্পর্শ করে ফিরে আসে
এখানে অনেক কিছুই এরকম হয়,
যে ঘটায় সে নিজের অস্তিত্ব ভুলে যায়
এখানে অনেক কিছুই এরকম হয়,
জেনে বুঝেও লোকে লোকলৌকিকথা দেখায়
এখানে অনেক কিছুই এরকম হয়,
আমি পাইনি তাই তোকেও নিঃস্ব করব হিংসায়
এখানে অনেক কিছুই এরকম হয়,
আরো হবে, কারণ এদের রক্ত নীলাভ, কামনায়।
এখানে কিছুই এরকম হয় না-
মানুষ নিজের মুখ দেখছে আয়নায়।
যা কল্পনার মাত্রা স্পর্শ করে ফিরে আসে
এখানে অনেক কিছুই এরকম হয়,
যে ঘটায় সে নিজের অস্তিত্ব ভুলে যায়
এখানে অনেক কিছুই এরকম হয়,
জেনে বুঝেও লোকে লোকলৌকিকথা দেখায়
এখানে অনেক কিছুই এরকম হয়,
আমি পাইনি তাই তোকেও নিঃস্ব করব হিংসায়
এখানে অনেক কিছুই এরকম হয়,
আরো হবে, কারণ এদের রক্ত নীলাভ, কামনায়।
এখানে কিছুই এরকম হয় না-
মানুষ নিজের মুখ দেখছে আয়নায়।
No comments:
Post a Comment