Saturday, July 28, 2018

প্রশ্ন

কঠিন সময় বড়ই স্থির;
ঝড় ঝাপটা ভূমিকম্প কিছুই তাকে টলায় না
মাঝে মাঝে মাথা তুলে দাঁড়ায় কিছু মানুষ
কাঠিন্যের পাশাখেলায়;
সময় তাদের শ্রদ্ধা করে ঠিকই
কিন্তু সময় অপরাজেয় -
তাহলে,
"আমরা কি হেরে যাবো, মাস্টারমশাই?"

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...