সন্ধ্যেবেলা; অফিস-ফেরত পথিকের প্রেম
ফেলে আসা, জমে থাকা কিছু লেনদেন;
কেনাকাটা, হট্টগোল, অটোর হাতছানি
শান্তি; আবেগ; সৃষ্টির নিশানী;
ঘুম-ভাঙা বাজার, মাঝরাত হাসি
জীবন জীবনের মতো - কৌতুকবিলাসী।
রবিবার দুপুর, শনিবার ফিল্ম
সোম থেকে শুক্র বাড়ি ফিরে জিম।
কোথাও ভোরবেলা বেসুরো আলিঙ্গন -
প্রভাত সঙ্গীত চায় পালাতে ভীষণ।
কখনো বাড়ি থেকে ঘরে ফিরে আসা
ময়দান পেরিয়েও শহরে কুয়াশা।;
শুয়ে পড়লেই যেন লেগে আসে চোখ
অনিদ্রা-ভবনের গেট খোলা হোক।
রাত যায়, হাতের চামড়া নিয়ে উধাও
মাংসের শরীর বলে হৃদয় গোটাও
শুকনোতা মুছে আসে শ্যামলের বাহার
সূর্যকে ঢেকে রাখে তিনদিকে পাহাড়।
প্রহরের পলায়নে প্রশ্নের উঁকি
আর ক'টা বাকি আছে জীবনের ঝুঁকি?
নেই নেই, বাকি নেই বাকি নেই কিছু
আমিও ফুরোচ্ছি তোমার পিছু পিছু।
আর ক'টা দিন দাও - আর ক'টা রাত
এখনও কলম জুড়ে আছে নিঃশ্বাস।
প্রশ্রয় দাও যদি ফের তবে বলি
কত কত প্রাণ আরও হবে বলি?
স্বপ্নের নাম করে তাক করা গুলি
ভারতের বাছা; যেন ঠিক পথে চলি!
কে যেন হারায় পথ, কে যেন কাঁদে ?
ধুর বোকা! তুই খোকা যাবি সোজা চাঁদে!
সেখানে পাহাড় আছে, নেই বুড়ি কোনো
তাও যদি যেতে হয় সব কথা শোনো!
ধিকে ধিকে মরে জাবি, পাবিনা বাতাস
টেক্কা, না জোকার? তুই কোন তাস !
দূর থেকে দেখবি নীল নীল আলো
হাতছানি বোঝালেই আকাশের কালো।
ফিরবি না কখনও, ফিরবি না তুই
আজও কি বুঝিসনা একে একে দুই?
থাক, আর কিছু কথা বাকি থেকে যাক
নিশির ক্লান্ত চোখে ঘুমোনোর ডাক।
No comments:
Post a Comment