Tuesday, October 23, 2018

আমি আর পারি

আমি আর পারি,
মাঝে আলো সারি সারি
হুতুম প্যাঁচার সাজে
কত নর কত নারী,
আমি তাই ছাদে উঠি
বুকে দম নিয়ে ভারী,
কলরবে হাহাকার
ডানা কাটা পরী;

আমি আর পারি,
দুই দুধে ভাত আনাড়ি
ঠোঁট ভরা অঙ্কে
গাল ভরা দাড়ি;
মিছে তার যত তেজ,
চোখে মহামারী,
আমি আর পারি তাই
ভয়ে ভয়েই মরি। 

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...