আমি আর পারি,
মাঝে আলো সারি সারি
হুতুম প্যাঁচার সাজে
কত নর কত নারী,
আমি তাই ছাদে উঠি
বুকে দম নিয়ে ভারী,
কলরবে হাহাকার
ডানা কাটা পরী;
আমি আর পারি,
দুই দুধে ভাত আনাড়ি
ঠোঁট ভরা অঙ্কে
গাল ভরা দাড়ি;
মিছে তার যত তেজ,
চোখে মহামারী,
আমি আর পারি তাই
ভয়ে ভয়েই মরি।
মাঝে আলো সারি সারি
হুতুম প্যাঁচার সাজে
কত নর কত নারী,
আমি তাই ছাদে উঠি
বুকে দম নিয়ে ভারী,
কলরবে হাহাকার
ডানা কাটা পরী;
আমি আর পারি,
দুই দুধে ভাত আনাড়ি
ঠোঁট ভরা অঙ্কে
গাল ভরা দাড়ি;
মিছে তার যত তেজ,
চোখে মহামারী,
আমি আর পারি তাই
ভয়ে ভয়েই মরি।
No comments:
Post a Comment