আমি রাত্রি, আমিই দ্যুতি
আমিই অন্তর-অনন্ত, মহাশূন্য, প্রকৃতি
আমি শ্রেষ্ঠা, আমি আগমনী,
আমিই মূল, আমিই মূলের জননী
আমি আদি, আমিই অগ্নি,
আমি শরৎ, আমিই চণ্ডী
আমি প্রলয়, আমি শক্তি,
আমি অস্তিত্ব, আমি সৃষ্টি
আমি নর, আমিই নারী
আমিই লীলা, আমিই বিচারিনী
আমি প্রেম, আমি জ্যোতি
আমিই দেবী; আমিই মা; আমি দুর্গতিনাশিনী।
আমিই অন্তর-অনন্ত, মহাশূন্য, প্রকৃতি
আমি শ্রেষ্ঠা, আমি আগমনী,
আমিই মূল, আমিই মূলের জননী
আমি আদি, আমিই অগ্নি,
আমি শরৎ, আমিই চণ্ডী
আমি প্রলয়, আমি শক্তি,
আমি অস্তিত্ব, আমি সৃষ্টি
আমি নর, আমিই নারী
আমিই লীলা, আমিই বিচারিনী
আমি প্রেম, আমি জ্যোতি
আমিই দেবী; আমিই মা; আমি দুর্গতিনাশিনী।
No comments:
Post a Comment