বেলা তখন ১১টা। তোমার ছাদের স্যাঁতস্যাঁতে পাঁচিলে হঠাৎ একটা ঘুঘু এসে বসেছিল। প্রথমে হেব্বি মজা পেয়েছিলে, আচমকা নতুন কিছু দেখে। তারপর সেই ঘুঘু লাফিয়ে লাফিয়ে তোমার কাছে এলো। তুমি মাথায় হাত বুলিয়ে দিলে, সে গা এলিয়ে দিলো। তারপর হুট করে একটা সুন্দর ডাক শোনা গেল পাঁচিলটা থেকে। দেখলে ময়না এসেছে। "আয় আয়" করলে, ময়না আসতেই চাইলো না। একটু চাপা অভিমানে তুমি ওর কাছে গেলে আস্তে আস্তে। সে উড়লো না, আসতে দিলো। যেই ওর মাথায় হাত রাখবে ভেবেছো, অমনি ফুড়ুৎ! হকচকিয়ে গিয়ে মিনিট দুই পরে তুমি সম্বিৎ ফিরে পেলে
নিজের জায়গায় ফিরে এলে। কিছুক্ষণ মন খারাপ হলো। তারপর হঠাৎই খেয়াল হলো, ঘুঘু উড়ে গেছে।
No comments:
Post a Comment