শিখিতে গিয়াছি পদার্থ বিদ্যা,
বুঝিতে গিয়াছি দর্শন;
দেখা হইলো চক্ষু মেলিয়া
টেবিল তলায় পায়ে পা তুলিয়া
আষাঢ় দিবসে ঝুলন !
কোন আলো লাগলো চোখে!
ওপরের ভর নিম্নে জাগে,
জ্ঞান-বুদ্ধি হ্যালায় ভুলে
ঝুলন মেলা দেখবো বলে
কাগজের চা উথলে ওঠে।
সিং নেই তবু আছে তার সিং দুই
মিছেমিছি আর একে ধরি তাকে ছুঁই?
না রে, লাগে ছ্যাঁকা ভ্যাবাচেকা
উফ কি বড় ওই যন্ত্রণার দুই!
No comments:
Post a Comment