যাবো? তুমি ডাকছো আমায়?
টলটল করছে সোনালী জল
নড়ছে দেখো ধর্মের কল;
যাবো? এ কি শুধু একটা স্বপ্নটুকরো নয়?
যেতে পারি। কিন্তু কেন যাবো?
কঠিন হৃদয় ভালোই তো আছে,
কেন তাকে ঘিরতে চাইছো করুনায়?
তার চেয়ে বরং তুমি এসো।
সময়টা উর্বর; আসন্ন শরৎ,
দেখবে? আমার বাড়ির খুব কাছে
তোমার অচেনা সবুজ ধান খেলে যায়।
আসবে?
ভেবে দেখো।
একটু বৃষ্টি, একটু কাদা থাকবে মাঝরাস্তায়।।
তবে, জল-মাটি ছাড়া কি দুর্গা পুজো হয়?
টলটল করছে সোনালী জল
নড়ছে দেখো ধর্মের কল;
যাবো? এ কি শুধু একটা স্বপ্নটুকরো নয়?
যেতে পারি। কিন্তু কেন যাবো?
কঠিন হৃদয় ভালোই তো আছে,
কেন তাকে ঘিরতে চাইছো করুনায়?
তার চেয়ে বরং তুমি এসো।
সময়টা উর্বর; আসন্ন শরৎ,
দেখবে? আমার বাড়ির খুব কাছে
তোমার অচেনা সবুজ ধান খেলে যায়।
আসবে?
ভেবে দেখো।
একটু বৃষ্টি, একটু কাদা থাকবে মাঝরাস্তায়।।
তবে, জল-মাটি ছাড়া কি দুর্গা পুজো হয়?
No comments:
Post a Comment