Monday, December 3, 2018

তাঁবু

হিমালয়ে বরফ জমছে, স্নিগ্ধ পূর্ণিমা তিথি,
হঠাৎ কেন রূপকথার বইটা খুলে দিলি?
বইয়ের ভেতর পক্ষীরাজ এবং বাইরে তারা
জ্বল জ্বল করা স্বপ্ন গুলো এলোমেলো দিশেহারা।
কোথায় জানি স্বর্গ আছে, কোথায় ভিক্ষু পরম,
আমার ভেতর গগনভেদী আগ্নেয়গিরি নরম।
তাঁবু খাটিয়ে হুম হুম করে চল্লি নিরুদ্দেশে
কেন মনে হয় ফিরবি না আর কখনো আমার পাশে?
হাজার লেখার সব কিছুতেই হঠাৎ তোকে বুঝি
নিজের কলমে অন্যের হাতে কেন প্রশ্রয় খুঁজি?
পাহাড় চূড়ায় থাকবি যদি বাঘ মামাদের সাথে,
গল্প যদি হই কখনো, যেন তোরই বইয়ের ভাজে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...