উৎসর্গ : শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও মহাকবি কালিদাস কে
উৎসর্গ : আমার 'সপ্তম সর্গ'-কে
রমণী, যে করুণাস্রোতে আমার কবিতার প্রতিপদ
পিছিল করে রেখেছিলে,
সে ধারা এত নিষ্ঠুর হলো কবে?
আর কবেই বা সে পথ এত বন্ধুর হয়ে উঠলো?
কেন নিজের সহজাত মসৃণতায় কুঠারাঘাত করলে?
কেন প্রশ্ন জুড়ে দিলে আগামীর সমস্ত সর্গে ?
আজ কোথায় গেল তোমার রামধনুর টংকার?
সব রং নাকি সাদা কালো নয়, সাত রঙে মোড়া!
কি ভেবে বলেছিলে সেদিন মধ্য গগনে চেয়ে,
তোমার সময় নাকি আদি অনন্ত সন্ধ্যা তারায় গরা ?
যেদিন সমাজ পুষ্পবর্ষায় সিক্ত করলো আমায়,
সেদিন ভাবনি,
আমার অন্তর্লোক আলোকিত কোন প্রদীপ শিখায়?
তবে আজ তোমার এই তুচ্ছ হিংসা কোন অভিপ্রায়ে?
রমণী, প্রেম বলতে নিজের অশ্রুই দেখতে পেয়েছো শুধু
কোমল ঠোঁটের স্বরলিপিতেই ফুল ঢালবে প্রেমের মধু।
উৎসর্গ : আমার 'সপ্তম সর্গ'-কে
রমণী, যে করুণাস্রোতে আমার কবিতার প্রতিপদ
পিছিল করে রেখেছিলে,
সে ধারা এত নিষ্ঠুর হলো কবে?
আর কবেই বা সে পথ এত বন্ধুর হয়ে উঠলো?
কেন নিজের সহজাত মসৃণতায় কুঠারাঘাত করলে?
কেন প্রশ্ন জুড়ে দিলে আগামীর সমস্ত সর্গে ?
আজ কোথায় গেল তোমার রামধনুর টংকার?
সব রং নাকি সাদা কালো নয়, সাত রঙে মোড়া!
কি ভেবে বলেছিলে সেদিন মধ্য গগনে চেয়ে,
তোমার সময় নাকি আদি অনন্ত সন্ধ্যা তারায় গরা ?
যেদিন সমাজ পুষ্পবর্ষায় সিক্ত করলো আমায়,
সেদিন ভাবনি,
আমার অন্তর্লোক আলোকিত কোন প্রদীপ শিখায়?
তবে আজ তোমার এই তুচ্ছ হিংসা কোন অভিপ্রায়ে?
রমণী, প্রেম বলতে নিজের অশ্রুই দেখতে পেয়েছো শুধু
কোমল ঠোঁটের স্বরলিপিতেই ফুল ঢালবে প্রেমের মধু।
No comments:
Post a Comment