সায়াহ্ন ঝরিয়া পড়িতেছে,
তাহার অঙ্গ, নিটল পরিপূর্ণ সেই দেহ
যাহাকে কেন্দ্র করিয়া সহস্র অসিবর্ষণ করিয়াছিলাম
নিজের যৌবনের উপর,
সে অগ্নিতপ্ত মাদকমিশ্রিত রত্নাভার;
আজ আমারই অগ্রে উপস্থিত, ভগ্ন অট্টালিকা
মূক অনাড়ম্বরে সায়াহ্ন ঢালিয়া চলিয়াছে।
যে কেশের নাগপাশে বিদ্ধ হইতে উদ্যত হইয়াছিলাম,
আজ যেন ক্ষরায় দগ্ধ মরুভূমির আত্মশ্লাঘা সেখানে;
স্বচ্ছ রক্তিম কিরণে বাঁধিতে চাহিয়াছিলাম, হে নারী -
আর আজ কোন রক্তাধর লুটাইয়া আছে শ্মশানে!
No comments:
Post a Comment