Sunday, September 23, 2018

রূপকথা

চোখে জলের ছলছলানির ছলা,
মুখ জুড়ে তার আপ্পায়ণের হাসি,
ছলছল স্রোতে ভাসিয়ে আমার ভ্যালা,
সাঁতরে সাগর তোমার কাছেই আসি।
নাকটা যেন অহংকারের পাহাড়
ঠোঁট দুটিতে বৃষ্টি নামবে ভারী
মেঘ করেছে আলসে বুকের ভেতর
তিল বলছে, "আমিই তো সুন্দরী।"

চিচিংফাঁকে হঠাৎ দেখার পালা
আলী, কাসিম, হাওড়া, ডাকাতরানী;
আমার ভেতর অজস্র রূপকথা,
আরব, আতুর, সম্মোহনের পরি; 
                  ওগো, তুমিই তো সুন্দরী।
                   শুধু তুমিই তো সুন্দরী।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...