Tuesday, July 31, 2018

নিশানি

দিব বলে দিয়ে যাই
রাখিবার কিছু নাই
অন্তরে থাক শুধু আদর্শখানি,
আমার ফুরোলো বেলা
তোরা সবে কর খেলা
মাঠ জুড়ে থেকে যাক আমার নিশানি।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...