Monday, October 29, 2018

মধু

তুমি? কোন ফুলের গভীরে লুকিয়েছো আজ?
মধু মধু করে বাসা ত্যাগ করলে, হায় হায় সমাজ!

সেই মধু তোমারই হোক, তবে এভাবে হারিয়ে যাবে?
তুমি চাইলে হারাও, ক্ষমতায় ক্ষীণ, আমি রোধবার কে?

খুব ব্যাথা দায়, দুজনেই, ঘড়ির কাঁটা, ফুলের কাঁটা
মেনে নিতে হয়, তুলে নিতে হয়, না নিয়ে কি উপায়!
ঘড়ির ছন্দই তোমার ছন্দ, তোমার মঞ্চ, তোমায় চায়
এদিকে সেই কাঁটা দিয়ে কাঁটা তুলতেই আমার যত ভয়।

তাই তুমি ফুলের ভেতর হারিয়ে গেলে যাও
কজন আর তুমি হতে পারে, সবারই শেষ দাউ দাউ।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...