যদি হাতে হাত দিয়ে দু পা বাড়াও
পশ্চাৎ ছেড়ে দেবো, নিশ্চিন্তে লাগাও
আমি বিশ্বসেরা গায়ে গামছা প্রেমিক
দুনিয়া উল্টে যাক, আমি পেয়াদা philosophic!
আমার পরীক্ষায় নাম্বার আসে না
প্রেম-ম্যাট্রিকে হ্যাটট্রিক, নেই পরোয়া
চায়ের নেশা করিনা ভদ্র বালক আমি
স্বপ্নালু জীবনে যদি পাই প্রেমিকার হামি।
বুদ্ধি করে নল কেটে জল ঘোলা করি
জলের মতো জীবন ব্যাটাও দিলো ফাঁকি
ঘোলা ঘাটে নৌকোয় প্রেমের খেলা দেখি
কি আর করবো, পোড়া আগুনে সেই জলই ঢালি।।
জ্বলছে? মলম আছে অমলের কাছে।
পশ্চাৎ ছেড়ে দেবো, নিশ্চিন্তে লাগাও
আমি বিশ্বসেরা গায়ে গামছা প্রেমিক
দুনিয়া উল্টে যাক, আমি পেয়াদা philosophic!
আমার পরীক্ষায় নাম্বার আসে না
প্রেম-ম্যাট্রিকে হ্যাটট্রিক, নেই পরোয়া
চায়ের নেশা করিনা ভদ্র বালক আমি
স্বপ্নালু জীবনে যদি পাই প্রেমিকার হামি।
বুদ্ধি করে নল কেটে জল ঘোলা করি
জলের মতো জীবন ব্যাটাও দিলো ফাঁকি
ঘোলা ঘাটে নৌকোয় প্রেমের খেলা দেখি
কি আর করবো, পোড়া আগুনে সেই জলই ঢালি।।
জ্বলছে? মলম আছে অমলের কাছে।
No comments:
Post a Comment