সে এক বৃষ্টির ফোঁটা,
কোথায় আঁছাড় খাবে ভেবেই জীবন কাটিয়ে দিলো,
সামনে ছিল অনন্ত ভূখন্ড,
কিন্তু সে শুধুই ভাবলো মুখ থুবড়ে পড়ার কথা।
সে এক মহাশূন্যের গোলোকধাঁধা,
কবে আসলো, কবে গেলো, কেউ হিসেব রাখেনি,
তার পায়ের কোনো ছাপ ছিল না,
ছিল শুধু মাধ্যাকর্ষণ মেনে চলা, নিয়ম মেনে চলা।
যারা বলে নিয়ম মানবো না, তারাও যে নিয়মের দাস,
একা, একক আর অবশ্যম্ভাবী, মহাসৃষ্টির সম্রাট
নিজের সিংহাসনে বড়ই আরামে বিরাজমান, উদাসীন
তিনি মাধ্যাকর্ষণ; তাঁকে দেখা যায় না,
ভগবান হয়ে সর্বত্র নিজের তরঙ্গের ছাপ রেখে যান।।
কোথায় আঁছাড় খাবে ভেবেই জীবন কাটিয়ে দিলো,
সামনে ছিল অনন্ত ভূখন্ড,
কিন্তু সে শুধুই ভাবলো মুখ থুবড়ে পড়ার কথা।
সে এক মহাশূন্যের গোলোকধাঁধা,
কবে আসলো, কবে গেলো, কেউ হিসেব রাখেনি,
তার পায়ের কোনো ছাপ ছিল না,
ছিল শুধু মাধ্যাকর্ষণ মেনে চলা, নিয়ম মেনে চলা।
যারা বলে নিয়ম মানবো না, তারাও যে নিয়মের দাস,
একা, একক আর অবশ্যম্ভাবী, মহাসৃষ্টির সম্রাট
নিজের সিংহাসনে বড়ই আরামে বিরাজমান, উদাসীন
তিনি মাধ্যাকর্ষণ; তাঁকে দেখা যায় না,
ভগবান হয়ে সর্বত্র নিজের তরঙ্গের ছাপ রেখে যান।।
No comments:
Post a Comment