মাঝরাতে রাস্তা ধারে হিসি-রত policeman
শহরতলি ছুঁয়ে বাঁশি হেঁকে ছুটে যায় ট্রেন
আমি ম্যাগাজিনে মুখ গুঁজে; shut-down-brain
আমার কবিতা তোমার নোংরা ঘেঁটে সোজা high-drain.
আমার লাইনে লাইনে কটূক্তির চোরা শুড়শুড়ি
তোমার দিকে কে যেন এগিয়ে যায় দিয়ে হামাগুড়ি?
অনেক তো হলো কানে কানে ফিসফিস, গড়াগড়ি
আমার জীবন নিয়ে তোমার dinner আলুভাতে চচ্চড়ি।
আমি ব্যাটা বড় হারামি, তোমার পাতায় পাতায় ফুটো
ডালে ডালে কালো কীর্তির তুমিও খোঁজো ছুতো;
মাথায় চুল দিলো বটে, বুদ্ধি দিলেন না প্রভু
তাই খোকা, নিজের ফুটো জোড়ার খুঁজে নাও সুতো।
শহরতলি ছুঁয়ে বাঁশি হেঁকে ছুটে যায় ট্রেন
আমি ম্যাগাজিনে মুখ গুঁজে; shut-down-brain
আমার কবিতা তোমার নোংরা ঘেঁটে সোজা high-drain.
আমার লাইনে লাইনে কটূক্তির চোরা শুড়শুড়ি
তোমার দিকে কে যেন এগিয়ে যায় দিয়ে হামাগুড়ি?
অনেক তো হলো কানে কানে ফিসফিস, গড়াগড়ি
আমার জীবন নিয়ে তোমার dinner আলুভাতে চচ্চড়ি।
আমি ব্যাটা বড় হারামি, তোমার পাতায় পাতায় ফুটো
ডালে ডালে কালো কীর্তির তুমিও খোঁজো ছুতো;
মাথায় চুল দিলো বটে, বুদ্ধি দিলেন না প্রভু
তাই খোকা, নিজের ফুটো জোড়ার খুঁজে নাও সুতো।
No comments:
Post a Comment