সবুজ কেন?
গাছের পাতার ব্যাপারটা বুঝি,
কিন্তু রাস্তার আলো?
সে তো চাইলে নীলও হতে পারতো।
গভীর কেন?
পথের গর্তের গল্পটা অনেকটা বুঝি,
কিন্তু অহংকার?
এতটাই গভীর যে নিজের উৎসকে গিলে ফেলে।
দূর কেন?
সূর্যের কারণটা হয়তো বুঝি,
কিন্তু তুমি?
দুজনেই তো চেয়েছিলাম কাছাকাছি থাকতে।
বাজে কেন?
আমার এই কবিতার কথাটা থাকুক,
কিন্তু তোমার মূল্যবোধ?
যা নেই, তাকে ভালো বাজে বলে কি হবে!
গাছের পাতার ব্যাপারটা বুঝি,
কিন্তু রাস্তার আলো?
সে তো চাইলে নীলও হতে পারতো।
গভীর কেন?
পথের গর্তের গল্পটা অনেকটা বুঝি,
কিন্তু অহংকার?
এতটাই গভীর যে নিজের উৎসকে গিলে ফেলে।
দূর কেন?
সূর্যের কারণটা হয়তো বুঝি,
কিন্তু তুমি?
দুজনেই তো চেয়েছিলাম কাছাকাছি থাকতে।
বাজে কেন?
আমার এই কবিতার কথাটা থাকুক,
কিন্তু তোমার মূল্যবোধ?
যা নেই, তাকে ভালো বাজে বলে কি হবে!
No comments:
Post a Comment