Monday, December 3, 2018

ভাবনা

ভাবনা কি, তার রূপ কেমন?
যদি ছবি হয়ে থাকে, তবে অন্ধের ভাবনা কিরম?
যদি ইতিহাস হয়ে থাকে, তবে বর্তমান নয় ?
যদি কল্পনা হয়, তবে ততটাই তো বাস্তব,
না এর কোনো রূপ আছে, না কোনো অস্তিত্ব
নেই কোনো দুই ভাবনার মিলন, অথচ আছে অজস্র!
তুমি আছো, তাই ভাবনা আছে, কিন্তু -
ভাবনা ছিল বলেই কি তুমি আসোনি?
হা হতাশ্য বসুন্ধরা, ভাবনা কি তবে ?
ভাবনায় মেলাচ্ছে বস্তুবাদের কানা-করি !

ঈশ্বর ভাবনা, শয়তান ভাবনা , প্রেম, বিচ্ছেদ
অন্তরীক্ষ ভেদ করা মানব দৃষ্টিও তো সেই ভাবনা!
যার নেই শেষ, যার ছিল না শুরু, অন্তমিলে দুই মেরু
যার আদীম হওয়ার অহংকার ধার করছে সব নাটের গুরু!

ভাবনার আমি কি বুঝি?
বাবা বলে চেতনা, মা ডাকে মনা
ঠাকুমার ছিল গল্প, দিদা বলে 'আসবি না?'
আর ভাই ভাবে পাতে আদৌ মাছ কি না !

ভাবনার আমি কি বুঝি?
সবাই বলে "বড্ড বেশি ভাবিস"
উত্তর দিতে গেলে মনে পড়ে,
কেউ বলতেন, "একদম ভাবো না! "

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...