Monday, July 23, 2018

বয়ে যায়

Balcony
সন্ধ্যে তোমার চোখের চাদরে তারা নামায়
রান্না বাকি আছে তাই, ঘরে ফিরতে হয়

খিচুড়ি
তোমার নিজের প্রতি করা আরো একটা ফাঁকিবাজি
সাত তলার স্বর্গে জায়গা কম, তাই একাই খেতে হয়

Videocall
বন্ধুরা তোমায় কিছু মুহূর্ত দান করতে ব্যস্ত আজও
মুহূর্ত বড় হিংসুটে, তাই বন্ধুদের ফিরতে হয়

ভাবনা
খুব কাছের নদীটায় পা ডুবিয়ে বসতে চাও তুমি
নদী ভালোবাসায় মূক, নীরবে বয়ে যায়

কত কেউ হতে পারতো তোমার প্রেমিক;
সময় অল্প ছিল তাই, প্রেম বয়ে যায়।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...