Wednesday, July 25, 2018

চামড়া

চামড়ার ব্যাগ, চামড়ার বেল্ট, চামড়ার এই জুতো
চামড়ার নেশা হয়ে গেছে তোমার মজ্জাগত
চামড়ায় খুন, চামড়ায় আইন, চামড়ায় যত টাকা
চামড়ার খেলা খেলতে গিয়ে তোমার পকেট ফাঁকা
চামড়ায় প্রেম, চামড়ায় কামড়, চামড়ায় ওঠে লোম
সাদা চামড়ার শক্ত হাতে কালো চামড়া নরম
তোমার সত্যি-মিথ্যে মেশে ঠোঁটের চামড়া দরুন
সবার মতো তোমারও চামড়ার ভবিষ্যৎটা করুন।

থাক তব ভুবনের ধুলোমাখা চরণে মাথা নত করে রবো
চামড়াটা খসে গেছে, চামড়াটা খসে গেছে!

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...