মনের এমন গভীরে তুমি আছো
তোমায় সব সময় যায় না দেখা
অথচ যখন ফিরে ফিরে পাই তোমায়
স্বভাবেই গান হয়ে উড়ে যায় সব কথা
আমার কোনো শিক্ষা দেওয়ার শখ নেই
না আছে কালজয়ী হওয়ার কোনো স্বপ্ন
মানুষ তোমাকেই পাক হৃদয় জুড়ে,
তোমার ভাষাই হোক দুর্বলের আদি, হোক অনন্ত।
No comments:
Post a Comment