Thursday, June 14, 2018

তুমি থেকো

মনের এমন গভীরে তুমি আছো
তোমায় সব সময় যায় না দেখা
অথচ যখন ফিরে ফিরে পাই তোমায়
স্বভাবেই গান হয়ে উড়ে যায় সব কথা
আমার কোনো শিক্ষা দেওয়ার শখ নেই
না আছে কালজয়ী হওয়ার কোনো স্বপ্ন
মানুষ তোমাকেই পাক হৃদয় জুড়ে,
তোমার ভাষাই হোক দুর্বলের আদি, হোক অনন্ত।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...