আকাশ রং বদলায়
লাল থেকে নীল থেকে হলুদ
থেকে লাল থেকে নীল থেকে কালো
সব নীল এক নয়
তাই আকাশও নীল বদলায়;
তুমি অবাক হয়ে ভাবো
এত রং আসে কোথা থেকে
আর কেন আকাশের কাছেই আসে!
আমি ভাবি না
আমি জানি
আকাশ বলে কিছু নেই।
লাল থেকে নীল থেকে হলুদ
থেকে লাল থেকে নীল থেকে কালো
সব নীল এক নয়
তাই আকাশও নীল বদলায়;
তুমি অবাক হয়ে ভাবো
এত রং আসে কোথা থেকে
আর কেন আকাশের কাছেই আসে!
আমি ভাবি না
আমি জানি
আকাশ বলে কিছু নেই।
No comments:
Post a Comment