Wednesday, July 4, 2018

ছবিঘর

শহর জুড়ে আজ বৃষ্টির হালখাতা
মাঝে দু' জোড়া পা, একটি ছাতা
ছবিঘর ভেসে যায় ফ্যাকাশের ভীড়ে
আজও নতুনের সাক্ষী, পুরোনো কলকাতা।

ফিকে হওয়া প্রাণে রেডিও নস্টালজিয়া
ফাঁকি দেওয়া প্রেমে ভিজে যায় হিয়া
দূর বিদেশে মনের মানুষ, মনের নেয় না খবর
ভাঙা শহর, আদরের নৌকো; মাঝ দরিয়া ।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...