শহর জুড়ে আজ বৃষ্টির হালখাতা
মাঝে দু' জোড়া পা, একটি ছাতা
ছবিঘর ভেসে যায় ফ্যাকাশের ভীড়ে
আজও নতুনের সাক্ষী, পুরোনো কলকাতা।
ফিকে হওয়া প্রাণে রেডিও নস্টালজিয়া
ফাঁকি দেওয়া প্রেমে ভিজে যায় হিয়া
দূর বিদেশে মনের মানুষ, মনের নেয় না খবর
ভাঙা শহর, আদরের নৌকো; মাঝ দরিয়া ।
No comments:
Post a Comment