শূন্য কি?
আঁধার কি?
আলোর নবাবদারি থেকে মুক্ত হয়ে
মহাশূন্য পাণে চাইলে
হঠাৎই সব তারা দৃশ্যমান হয়ে ওঠে।
একটা একটা করে
মাঝারি থেকে ক্ষীণতম অগ্নিও
নিজের অস্তিত্ব জানাতে চায়,
অপেক্ষারত তারা, সেই দৃষ্টির আশায় -
যে দৃষ্টি মহাশূন্যকে শূন্য দেখে না;
আলোর দাপটে যখন বাস্তব অন্ধ হয়ে ওঠে,
সে দৃষ্টি অন্ধকারেই আলো খুঁজে পায়।
বহুকাল ধরে তাই সেসব তারা-রা জ্বলতে থাকে
একদিন, ঠিক একদিন
সেই দৃষ্টির সাথে মিলনের দুঃসাহসী কামনায় ।।
আঁধার কি?
আলোর নবাবদারি থেকে মুক্ত হয়ে
মহাশূন্য পাণে চাইলে
হঠাৎই সব তারা দৃশ্যমান হয়ে ওঠে।
একটা একটা করে
মাঝারি থেকে ক্ষীণতম অগ্নিও
নিজের অস্তিত্ব জানাতে চায়,
অপেক্ষারত তারা, সেই দৃষ্টির আশায় -
যে দৃষ্টি মহাশূন্যকে শূন্য দেখে না;
আলোর দাপটে যখন বাস্তব অন্ধ হয়ে ওঠে,
সে দৃষ্টি অন্ধকারেই আলো খুঁজে পায়।
বহুকাল ধরে তাই সেসব তারা-রা জ্বলতে থাকে
একদিন, ঠিক একদিন
সেই দৃষ্টির সাথে মিলনের দুঃসাহসী কামনায় ।।
No comments:
Post a Comment