Monday, December 3, 2018

সুজাতা

বুদ্ধকে পায়েস খাওয়াতে গেলে,
এক বাটি, না দুই? নাকি উনি এক চামচ খেলেন?
কি বললেন উনি তোমায়? ফিরিয়ে দিলেন?
নাকি চেটে পুটে আঙুল সাফ করে নিলেন?
ধর্মগুরু বলে কথা, হাত পরিষ্কার না থাকলে চলে?
তবে, সত্যি বলো তো, তুমি পায়েস খাইয়ে কি পেলে?

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...