Tuesday, August 14, 2018

চূড়া

'ওপরে উঠবো ওপরে উঠবো',
তোমার সারাদিনের ভাবনা
কিন্তু ভেবেছো কি, ওপরে উঠলে কি পাবে?
আজ নিচে থেকে ওপরে ওঠাই তোমার স্বপ্ন,
স্বপ্নপূরণ যে কত ভয়ঙ্কর, তা ভেবে দেখেছো কখনো?

কি করবে, যদি সব চাওয়া তোমার পায়ে এসে লুটয়?
যখন নতুন কিছু চাওয়ার নেই,
অথচ জীবন ফুরোচ্ছে না?
ভেবেছো কখনো, পাহাড়চূড়ায়
আসল আতঙ্ক পাহাড় শেষ হয়ে যাওয়ায়!

চাওয়া তোমার নেশা। তোমার ভুবন;
ভুলেও যেন যা চাও তা না পাও,
কবি বলেছেন না, "সব পেলে নষ্ট জীবন?"

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...