Tuesday, October 16, 2018

আনন্দলোকে

আরও একটা দিন গেলো চলে,
এক ভোর থেকে সকাল এলো,
দিনের আলো সবার হাসি চুষে
মধ্যাহ্নে তেজী রাষ্ট্রনায়কের ন্যায়
বিকেলে সন্ধ্যার কোলে মাথা নামালো,
বাড়ি ফিরে এলাম সবাই, একটা রাতও ফুরোলো।

আজ হঠাৎ দেখবে, এই দিনও ফুরিয়েছে
কোনো হাত তুমি ছুঁলে না, কোনো ঠোঁট?
শুধু দেখলে, আরও একটা দিন তোমার হলো না।
সন্ধি পুজোর অঞ্জলীতে নিজেকেই দেওয়া যায়,
যেখানে ফুরোনোয় কারোর আশা জুড়ে থাকে-
আরও একটা রাত আমাদের ছেড়ে যাবে, বিজয়া।

কেউ বলে উঠবে, বিজয়াও নাকি শুভ নয়!
আনন্দের বড় কষ্ট; কেউ তাকে নিতে জানে না।
আরও একটা বছর যাবে কেটে, কল্পনায়
আনন্দের বড়ই দুঃখ; কেউ তাকে ছাড়তে জানে না।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...