Wednesday, September 26, 2018

বলী

আমার রাত কাটে না, কাটবেও না।
কাটে আমার শরীর;
তিল তিল করে জমানো আনন্দ
রক্ত হয়ে গড়িয়ে পড়ে।
কিন্তু তার হিসাব নেই, থাকবেও না।
ফল, সবজি, বাবাজিরা
স্টেশন, শ্মশানে ভিড় করে আছে
যখন যেমন বলী চাও, পেয়ে যাবে।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...