Saturday, November 3, 2018

যথেষ্ট

তুই আলাদা কিনা, আমার জানার প্রয়োজন নেই
তুই আছিস, আমি যখন আছি, তখনই যে আছিস,
তাই আমার জন্য, আমার জীবনের জন্য,
তর্কের জন্য, প্রশ্নের জন্য, ঘুমের জন্য এবং
সব ধরণের ঘুম ভাঙানোর জন্য, যথেষ্ট।

আর কে কেমন, তা জেনে আমার কাজ নেই
বিশ্ব-ব্রহ্মান্ড আলোর গতি মাপতে ব্যস্ত থাকুক।।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...