তুই আলাদা কিনা, আমার জানার প্রয়োজন নেই
তুই আছিস, আমি যখন আছি, তখনই যে আছিস,
তাই আমার জন্য, আমার জীবনের জন্য,
তর্কের জন্য, প্রশ্নের জন্য, ঘুমের জন্য এবং
সব ধরণের ঘুম ভাঙানোর জন্য, যথেষ্ট।
আর কে কেমন, তা জেনে আমার কাজ নেই
বিশ্ব-ব্রহ্মান্ড আলোর গতি মাপতে ব্যস্ত থাকুক।।
তুই আছিস, আমি যখন আছি, তখনই যে আছিস,
তাই আমার জন্য, আমার জীবনের জন্য,
তর্কের জন্য, প্রশ্নের জন্য, ঘুমের জন্য এবং
সব ধরণের ঘুম ভাঙানোর জন্য, যথেষ্ট।
আর কে কেমন, তা জেনে আমার কাজ নেই
বিশ্ব-ব্রহ্মান্ড আলোর গতি মাপতে ব্যস্ত থাকুক।।
No comments:
Post a Comment