Saturday, December 24, 2016

Unmatch the following

মেঘ ডেকেছে কাল রাত্রে
সাথে ডেকেছে রাস্তার কুকুর
দেখেছি আমি অমাবশ্যার তারা
জেগেছি আমি, নিয়ে ভাঙচুর।

এখন আর সময় নেই বাকি
বন্দক সময়তে তোমার ফাঁকি
শুনেছি রিপিটে আকাশবাণী
তাই নিজেকে বরং দূরেই রাখি।

প্রেমিকদের হাল দেখে কবিতা লিখি
আর পড়াই সম্ভাব্য প্রেমিকাদের
ভুলের অংকের গারদ টানি
match-the-following গোলমেলে।

তুমি যা যা বুঝেছো , তাতে এবার আমি কই?
আমার দুঃখ তো নদীর জল , বয়ে বা উড়ে যায়;
আশা ভেঙে তোমার সব আশার শুরু,
কিনারা আঁকড়ানো তোমার কাজ , আমার নয়।

গান বলেছিলো ঘেন্না করতে আমায়
তুমি মাথা দুলিয়ে সুর ধরলে
আজ বুঝেছি, তুমি সুরের মতোই ডানামেলা
আমার জন্ম-মৃত্যু দোয়াত থেকে সাদা পাতা।

Thursday, December 22, 2016

Vibgyor

And where was your attention?
When the wood turned into fireflies,
Each burnt flake waited for unison
Sparks fly likewise in the dead of night.

I am a traveler of the abstract,
Squeezing myself where misfits live
In my nothingness of voids
One dies in a massacre of beliefs.

Yet, I swim where densities collide
The whirlpool you see is all mine
The ripples lag reach you in time
I'm gone when you open your eyes.

When did I care to care about myself?
I was born to experience syntaxes.
Like a hot balloon in a violent mid-flight,
I pull my strings; yours are too tight.

Are you still trying to shape my wind?
Until you realize failure, attempts are futile.
But realization itself is another mess
Droplets of ink are scattered along the lines.

These lines run along my forehead
And I'm just a little too tall for you
So you can't and won't worry, my friend.
Your Sunday blues, you better hang on to .

Where I stand, my legs turn fluid
My fingers, like those of a musician
A painter , a vulture, a murderer
Run; where they shouldn't as part-timers.

So let me fly
For I do not belong to any of you.
Like a cloud that rains over deserts
I am a self propelled, lost Vibgyor.

Monday, December 12, 2016

Neelkontho

আমি আর আমার বাংলা ভাষা
এভাবেই মাথা নাড়ি একে-অপরকে
যখন তুমি উত্তর খোঁজো নতুন প্রশ্নের
যে প্রশ্ন ঝর হতো এক সময় ভীষণ
আর এখন যা মরুভূমিতে মিশিয়ে;
আমরা সেই রাতে আগুন জ্বালাই
তার আঁচেই আমাদের আলিঙ্গন।

কে কথা হয় আর কে ইতিহাস
তার ব্যাখ্যা পথিক কি দেবে?
ঘন রাতে মাইলস্টোন-এর দীর্ঘশ্বাস
নিঃশব্দে আঁধারেই মিলিয়ে যাবে
তাই ছুটতেই পারো চোখ আর পায়ের
তোমারি দেওয়া সমস্ত গন্ডি পেড়িয়ে !
আমাদের শুধু অন্য কেউ পাবে।

কে পাবে, তা ভাবা তোমার কাজ নয়
দায়-ও নয়;
কারণ আমার খাতার কালি বদলে যায়!

                              যে কালির রং লাল বা সবুজ না হলেও
                              সাদা নয়;
                              নীলকণ্ঠই যখন, কে আর কামড়ায় !

Thursday, December 8, 2016

Jini

কবিতার পাখা হয় না, ডানা হয় না, জানালা হয় না
শুধু অসীমের আশ্বাসে কবিতা নিঃশ্বাস খুঁজে পায়
যদিও তুমি তা বুঝবে কি না সন্দেহ আছে আমার
তবে আমি আর কে! তোমার রাত্রে আমার কথা হারায়।

মিছি মিছি পাঠ করি তোমার কাছে শহীদের ইতিহাস
স্বাধীনতার চামচ মুখে নিয়ে জন্মেছ যখন , তাই থাকো
যে সন্ধ্যে কাটিয়েছো অগ্রাহ্য সত্যির মুখে , কোলে
তাতে জন্মালাম শুধু আমি, মহীষাসুর হাতে মালা নিয়ে।

সমাজ মানলো না আমায়, তোমায় ডাকলো আমায় বলী দিতে
আমি ফুলের বৃষ্টিতেও বোঝাতে পারলাম না, আমি আলাদা
তাতে শুধু একটা নতুন ইতিহাস পূরাতনে মুখ থুবড়ে পড়লো
কার কি এসে গেলো , না তোমার, না তাদের, হায় আলাদা!

বাক্স বন্ধ হয়ে ঘরের কোনে লুকোলাম আজ
যেমন জিনি ঢুকেছিলো আশ্চর্য প্রদীপে
আমায় ডেকো না আর , আমার অন্ধকারেই রাজ
ফিরে এলে, না জানি কার কোথায় ক্ষতির  দেরাজ।


Tuesday, December 6, 2016

The Poet and the Child

If lines rained like colours
I would be a little more lazy
And find more time to waste
On a few more lines like these.

I am a poet for the child,
A sound for the untamed
A wall for the ailing eyes
I am a breeze in summer's paradise.

But I am also the known reality
Where lines cross among parallels.
If the lines still decide to rain on me
I would simply set the letters free.

For there is no price enough for freedom
And what's a poem if it lives in kingdoms?
The prism forms bands, waiting for tunes
I am the breeze in your oasis of dunes.

Monday, December 5, 2016

The Goodbye Morning

What's a dream if not flawed?
What's a horizon without a sea?
What's a sweat drop for diamonds?
Forget the chains, just let it be.

What's a fountain hiding in chest?
What's a drop of tear if not shed?
What's a mile if not overcome?
What's a winter if it provides shades?

So pack your bags, take the leap
Tie your running shoes and leave
Close enough you'll find the holiday inn
Smile at your fears, they need a grin.





Wednesday, November 30, 2016

Kolkata

কলকাতা ; তোমার ,আমার কালির দেওয়াল
হাজার কবিতার প্রতিশ্রুতির শেষ সওয়াল
ক্ষুন্ন বুকের স্পন্দনে জ্বলে ওঠা রংমশাল
হাতছানির আবছা বাতাস, হতাশা বেসামাল।

প্রশ্ন আজ রাস্তায় শীতের ঝরা কিছু পাতা
যা পেরিয়ে হেঁটে চলেছি, চোখে শূন্যতা
যাকে রাগে বন্দী করেছিলাম খাতায়
সে রাগ বৈরাগীর একতারায় কোথাও লোপাট।

এখনো কিছু গাছ বেঁচে আছে তোমার শহরে
যারা রেলিঙের ফাঁক দিয়ে গাড়ি চলতে দ্যাখে
মাঝরাতে যাদের ঘুম পারানো তোমার স্বভাব
তারা জেগে ছিল ,  উত্তরমেরুর খোঁজে।

হায় কলকাতা!
রাতের আঁধারেও তুমি আজ নও অচেনা
তাহলে আর কেন অলি গলির লুকোচুরি?
 ইতিহাসের ভারে আজ ইতিহাসের দোরগোড়ায়
তুমি দাঁড়িয়ে, চিত্রক নিজেই যেথা  রংতুলি।

তাই থাক, আমাদের কথা অবাধ্যই ভালো
যেমন গোলাপের কাঁটা রক্তের আলো ,
শব্দছকে বন্দী যন্ত্রণার যত সাদা কালো
সেতুর  নাম বিদ্যাসাগর ,  দুটি কূল এলোমেলো।  

Tuesday, November 22, 2016

What it feels

I miss what it feels to be a child again
I am a dusty portrait of myself now
A forsaken leaf, in winter's winds
I am the green of the forgotten past
Where footsteps cared to walk off shoes
I am today the void left in the bark
Waiting for the grasshopper's peek
I still have a beating bleeding heart
And I long for the stone I am yet to be.

I narrate myself to the sepulchre
Where dots of fire form helical ink
In the woods of lonely nothingness
My shoulders ache when fingers speak
Deepest nights meet my dreams
And circle into the cloudy trees
My walk of death isn't a narrow escape
It slow poisons and lets me be.

Monday, November 21, 2016

Silence

My words, like handsome raindrops
Fell all over her window panes
And the glass shattered under their weight;
She wrote to me of a thousand sorrows
Questions, begging for another tomorrow
Yet, like raindrops, the silence fell.

New dust gathers all over my portrait
Colours, thick and past stay hidden
Like they were probably meant to be;
In your eyes I am a few random pixels
A one shot, Expendable memory
And yet the dust tells another story.

My sky is cloudy tonight
Pastels, all white and grey
Lightning, wings of a thunderbird
Fire, where rhymes once stayed
Courtrooms burn along my spine
For judgement's never in love's way.

Saturday, November 19, 2016

God

Is God happy? He appears to be mysterious but can a mystery exist without clues? So he is a creator. But what was his source? If he doesn't feel either pain or happiness, how does beauty flow from him?
God must not be human. Have you ever thought of the 'inhuman' atrocities happening in the name of God? But again, inhuman is in-human.
So one day God woke up from his slumber. He looked around. There were goddesses, and cows and money (during those days there were only black and white televisions, so we couldn't guess the real colour). There was wealth, benevolence and darkness. But our dear God didn't have a friend (since ek ladka aur ladki kabhi dost nahi ban sakte)! Basically our God was lonely as we have always been taught that there is only One God!
This is probably when he decided to have fun. He met specifically Indian sadhus and introduced them to tapasya. In other words, he asked our philosophers to be inward looking : 'God is within us'.
Cut to your own existence. You are alone, are you not?

Now let's play this game with God. My experiences have taught me that our playmates have a higher chance of becoming our friends than those who never play with us. So let's make God happy. In each game there are two outcomes : winning and losing (draw isn't an outcome, it's an order for children to be imaginative). We know what his goal has been. That makes our one simple. Let's not be inward looking for a few days. Let's look at each other. If God is within each of us, let's seek him from someone else but ourselves. In bits and pieces let us understand him. It won't harm if in the process we end up understanding each other.

Dear God,
I love you. I really do. I believe that I can be your friend, through my friends. I know you have too much love to handle anyway from so many beautiful goddesses. Yet, we burden you with our love sometimes. But ek ladka aur ek ladka sirf dost ho sakte hai, aisa bhi to nahi hai! So I will love you with all my heart, but through all the love that I receive. To be honest, you made life easy. As they said, "Bas saans lene ki zaroorat hai."

yours sin-clearly,
yours truly.

p.s. 4th wall breaking alert :
He/She , ki fark payenda hai?

Thursday, October 20, 2016

Rong jetha rongin

শীতের সকাল। মাফলার চাপা মুখগুলো মল্লিক ঘাটে ফুল সংগ্রহে ব্যাস্ত। ভোরের জোয়ারে গঙ্গা উপচে পড়ছে যেন আজ। পাশের আখড়ায় নিয়মিক কুস্তি বর্তমান। স্মার্টফোন  ও ক্যামেরা হাতে কিছু পঁচিশ -ত্রিশ বছরের যুবক ঠান্ডা উপেক্ষা করে তিলোত্তমাকে বন্দী করতে উদ্যত। কুয়াশা ভরা মানচিত্রে এখনো জলে হলদে আভার দেখা নেই। সেই কুয়াশা ভেদ করেই মাথা উঁচু করে উঁকি দিচ্ছে হাওড়া ব্রিজ , যেন সকাল সকাল নিজের ঘরবাড়ি সার্ভে করে নিচ্ছে বুড়ো।মল্লিক ঘাট ও ফুলের বাজার জোড়া লাগে কিছু অন্ধকূপ গলি দিয়ে।এই গলি গুলো খুব বেশি হলে দশ থেকে পনেরো মিটার লম্বায় ও দুই মানুষ চওড়া। গঙ্গা স্নান সেরে আত্মারাম সূর্য প্রণাম করলো।তার পরনে শুধুই একটা লাল সাদা খোপ কাটা গামছা।প্রণামের পর রাতের বসন নদীতে ধুয়ে নিংড়ে নিলো আত্মারাম।তারপর হাত লাগলো ফুলের বাজারের দিকে।ঘাটের নোংরা এড়িয়ে গলি তে লাফ দিয়ে ঢুকলো।আর ছ-সাত পা হাঁটলেই পরিষ্কার ফুলের বাজার।স্বস্তিতে দু পা এগোতেই সামনে এক দীর্ঘ দেহ এসে দাঁড়ালো। মুখের দিকে না তাকিয়ে আত্মারাম এগোনোর চেষ্টা করতেই সে বুঝলো তার রাস্তা রোধ করতেই এই মানুষ টি এসেছে।রাগে ও বিরক্তিতে আত্মারাম সেই মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যেতেই পেতে চিনচিন করে ব্যাথা বাড়তে শুরু করলো।হঠাৎ-ই চোখে অন্ধকার ঘনিয়ে এলো। নিজের পায়ের জোর হারানো বুঝতে পারলো।আর কিছুই সে বুঝলো না। নিথর দেহটা লুটিয়ে পড়লো জল, আলো, ফুল ও মাটির অদ্ভুৎ এই সঙ্গমস্থলে। সব কিছুই হল কয়েক সেকেন্ড-এ। কলকাতাবাসী একটু পরে টের পাবে এক নামজাদা ব্যবসায়ী তোলার টাকা দিতে নারাজ হওয়ায় দিনে দুপুরে নির্মম ভাবে খুন হয়ে গেলো।নীরাজ সরু ছুরিটা নিজের জ্যাকেট এ ঢুকিয়ে ঘাটের দিকে হাঁটলো। তারপর পাশের গলি ধরে আবার ফুলের বাজারেই ফেরত এলো। ইতিমধ্যে হৈচৈ শুরু হয়ে গেছে।নীরাজ বাঁ দিকে ফিরে সোজা হেঁটে ব্রিজের সিঁড়িতে পৌছালো।দেরি না করে হাওড়া ব্রিজে উঠে পড়লো সে। কিছু পুলিশ কে দ্রুত নিচে নামতে দেখলো। লোক জমতে সরু করেছে ব্রিজের ওপরেও। সেই দেখে গাড়ি গুলোও বেগ কমিয়ে দিয়েছে।সে দ্রুত হাঁটা লাগলো হাওড়া স্টেশনের দিকে। বাঁ দিকে দেখলো কুয়াশা কেটে সূর্য দেখা দিয়েছে। স্টেশনে ঢুকে লোকাল ট্রেনে উঠে পড়লো নীরাজ। টিকেট সে আগেই কেটে রেখেছিলো। ট্রেন ছাড়ার সাথে সাথে sms করলো তাকে দেওয়া নম্বরে।
"খাঁচাছাড়া "
তারপর একটা জানালা ধরে সে বসে পড়লো।চোখ বন্ধ করে জ্যাকেটের হুডটা মাথায় চাপিয়ে নিলো।

চন্দননগরে নেমেই একটা সিগারেট ধরালো নীরাজ। স্টেশনের সামনেই সাইকেল রাখার দোকান।নিজের সাইকেল নিয়ে সে পারি দিলো। GT রোড পেরিয়ে সে গিয়ে উঠলো গঙ্গাপারে। ডুপ্লে কলেজের পাশে চন্দননগর মিউজিয়াম। সাইকেল ভেতরে পার্ক করে সামনের হ্যান্ডপাম্পে নিজের রুমাল তা ধুয়ে নিলো। তারপর সে উঠে পড়লো দোতলায়। ডান দিকের শেষ ঘরে ঢুকলো নীরাজ। ঘরে সাজানো রয়েছে ৫০০-১০০০ বছরের দুষ্প্রাপ্য বন্দুক, তলোয়ার। প্রায় সব কোটাই জং ধরে নিজের পুরাতন হওয়ার প্রমান দিচ্ছে। নীরাজ সোজা গিয়ে জানালার পাশে রাখা কাঁচের বাক্সর কভারটা খুললো। জ্যাকেটের ভেতর থেকে ছুরিটা বের করে রুমালে মুছে নিলো। তারপর সেটিকে ওই বাক্সে রেখে আবার বন্ধ করে দিলো। বাঁ দিকের দরজা দিয়ে সে গিয়ে উঠলো  কালেক্টর সাহেবের ঘরে। এই ঘরের তিন দিকে দরজা। মাঝে এক বিরাট পালংক। তার ওপরে তিন ব্লেডের অতি পুরাতন এক পাখা।মাথার বালিশের ওপর কবিগুরুর ছবি। ফরাসি  চন্দননগরের কালেক্টর সাহেবের বাড়ি তথা কাছারি এখন পপরিণত হয়েছে মিউজিয়ামে।এই ঘরের পশ্চিম মুখী দরজার পাশে একটি ছোট্ট বেসিন ক-দিন আগে জোড়া হয়েছে। রুমালটা ভালো করে ধুয়ে নিলো নীরাজ। রক্তের দাগ এখনো আছে বৈকি। কিন্তু এই নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই এখন নীরাজের। সে ঘরের দুটো দরজা বাইরে দিয়ে বন্ধ করলো। তারপর দক্ষিণের দরজা দিয়ে ঢুকে সেটাও ভেতর দিয়ে বন্ধ করে দিলো। পাখা চালিয়ে সে উঠে পড়লো খাটে। জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট সুগার কিউব বের করলো নীরাজ। আঁঙ্গুলের ফাঁকে এক দুবার ঘুরিয়ে মুখে পুড়ে নিলো। তারপর গা এলিয়ে দিলো বিছানায়। চোখ বুজে অপেক্ষা করলো ...

জানালার ফাঁক দিয়ে একটা সরু এল ঘরে ঢুকছে। তারপর ভাঙছে ; নীল , সবুজ, লাল, হলুদ, বেগুনি, সবুজ ,লাল, কমলা। গুড়ো গুড়ো নীল যেন ভেঙে পড়ছে সেখান থেকে। ওপরের পাখা গুলো যেন ঘুরছে না। কিন্তু ঘুরছে। ভাঙা নীল রং গুলো গিয়ে ওই পাখায় গিয়ে মিশে যাচ্ছে। নীল পাখা গুলো নিজের খেয়ালে ঘুরছে।  ডান পাশের দরজা দিয়ে আলোর ছটা লাল আর হলুদ বলে পরিণত হয়ে লুডোর গুটির মতো দেখাচ্ছে। খাটের পাশে রাখা জলের গেলাসের দিকে হাত বাড়াতেই সেটা যেন তরল হয়ে যাচ্ছে ; হাতে গোলে যাওয়ার মতো। এবার নিজেই সে ভেসে উঠছে কিন্তু একি ! আর একটু হলেই তো পাখার ব্লেডে কাটা পরবে সে। কিন্তু থামছে না কোনো। সে তো উঠেই চলেছে। ডান হাত একটু নাড়াতেই যেন সাঁতারের ইঙ্গিত পেলো নীরাজ। দু হাত নিজে থেকেই ভাসতে থাকলো তাকে ,সেই সদর রং গুলো একে একে এসে তার গায়ে ধাক্কা দিচ্ছে , যেন সমুদ্রের ঢেউ। শুধু রঙীন সমুদ্র। এক একটা ঢেউ এক এক রঙের। দূরে দিগন্তে এল কমে আসছে, সূর্য ডুবে যাচ্ছে? এখনই? সমুদ্রের রং? একি, সব রং-ই তাকে ছেড়ে যাচ্ছে হঠাৎ। কালো, কালো, কালো, কালো মাকড়শা। হাজার হাজার হাত তাকে জাপ্টে ধরছে। তার মধ্যে ঢুকে তার শিরায় বিষ ঢেলে চলেছে শুধু। কিন্তু ব্যাথা নেই কেন? আরাম। ঠান্ডা , কালো, রাত। মরুভূমি। দূর থেকে ভেসে আসছে অট্টহাসির আওয়াজ। কিন্তু কোন দূর? চারিদিকে অন্ধকার। আকাশ নেই, তারা নেই, চাঁদ নেই। অন্ধকার, অট্টহাসি। পায়ে সবুজ এক গাছ জড়িয়ে যাচ্ছে। তাকে টানছে বালির ভেতর। কথ্য বালি? সব-ই তো অন্ধকার।এই সবুজ কোথায় ছিল?আবার সেই মাকড়শা। এবার সাদা। হাওয়ায় তার হাত গুলো উড়ছে। ওপরে দুটো চোখ।  এই চোখ তো চেনা। "ও তুমি? কবিগুরু? তুমি কি করছো আঁধারে? এই চোখ খোলা কেন? আমি তো বুজে দিয়ে এলাম সকালে! কে তুই? আত্মারাম? শুওরের বাচ্চা টাকা তা দিতে কি হতো তোর? ওরা মারিয়েছে, আমার কাছে কি করছিস? এ কি হাওয়া? জোরে হাওয়া কেন? আরে কেউ দে ,জানালাটা দিয়ে দে। এই হাওয়া ঠান্ডা, খুব ঠান্ডা। আমার কবিতায় তো ও ছিল। ওর চোখ ছিল, ওর মূর্তি ছিল। গঙ্গার ধারে সেই হাত ধরেছিলাম, ঠান্ডা। নিষ্ঠুর। শান্ত কেন সব? কে কোথায় আছো?" পাখা যেন হঠাৎ-ই  জোরে ঘুরতে শুরু করেছে আবার। রং কোথায়? নেই। সব অন্ধকারে মিলিয়ে গেল। ব্লেড গুলোও  আর নীল নেই। মোমটা আবার জ্বলছে। শিখা আকাশের দিকে উঠছে ; শুরু, লম্বা ছুরি। 

Tuesday, September 27, 2016

Insignificances

Sedition?
I think you meant sedative
For that is what you need
To be shoved down your throat
'Till you choke on your words.

Effigy?
Why don't you wrap yourself
In three colors and a wheel
And I'll turn the saffron yellow,
Feed vultures on soul-less smoke.

Anti-what? 
National is an extinct frequency
For its energy vanished long ago
And slowly, in your disturbed sleep
Dreams will coalesce into nightmares.

So shout at my name
Burn me alive once again
Throw me into the dark coffers
I will always remain valuable.
Write my history, then;
Bring your concentrated ink
And I will take you on
With the colorless nib of my pen
And scratch your evil out of the paper.
I will teach you what white is
And how bright red can be.

Or may be you can just for once
Wake up and bow down to the Sun
And the truth will dawn upon you
The universe is beyond the realm of man.

Friday, September 23, 2016

Sadar daag

আমার কবিতার খাতা তোমার নাম নেয়না আজ-ও ,
কে আর জানলো আমার মন বলেও কিছু ছিল
যে মন অঙ্ক শিখেও ডেসিমেলে ভুল করে এখন-ও ;
সেই খাতা ক্ষত লুকিয়েছে অন্য রক্তের দাগে,
তাই অক্ষরের প্যাঁচে নিজেকে বিঁধেছি ; ভীষ্ম যেমন
ইচ্ছা মৃত্যু পেয়েও বেঁচে থাকে কৃষ্ণের আশায়।
পূর্ণিমা রাতে মেঘের ওপর ভেসেছি আমি
স্নিগ্ধতা কাকে বলে তা মাটির মানুষরা আর কি জানে!
ভোর কে প্রণাম করে রাত্রি নামিয়েছি চোখের পাতায়
শুধু তোর না দেখানো কিছু স্বপ্নের আশায়।

কবি বাঁচে নিজের-ই জগৎ-এ
সেখানে সত্যিরা মিলে সত্যি বানায়
দ্যাখ, লিখতেও শিখে গেছি কেমন
অসীমের দাগ তোর ক্যানভাসের সাদায়। 

Thursday, September 22, 2016

Konui (for Deconfined V1 Is2)

মিষ্টির দোকানের নীল রঙের মাষ্টার কনুই-কে বললেন,
"জবাই হবি জবাই?" কনুই ওমনি খসে পড়ল।
চা-টা একটু কোমড় বেকিয়ে পড়ল টেবিলের ওপর ,
বৃষ্টির দাপটে সেঁতসেঁতে বেঞ্চি বেদম হেঁচে চলেছে;
দুধ (হাঃ হাঃ ) উৎলে উঠছে ফিটনেসের তাগিদে,
গান মামনীর গলা ছাড়িয়ে দ্রুত বেগে সুরের পেছন নিয়েছে।
নীল রঙের মাস্টারের বয়স হয়েছে যথেষ্টর চেয়ে একটু বেশী ,
লাল আসেনি, সাদার কারণেই আজ কনুই- এর ওপর রাগ!

বাজারের ব্যাগ প্যান্টকে চুমু খেতে গিয়েও পারছে না ,
হারামি মালিক-টা যেমন রোজ রাতে চেয়েও পায় না; শোধ তুলছে।
পাথরের ঠান্ডা মাথায় বুড়োর দল সেঁক দিয়ে চলেছে,
ছাতা গুলো শুধু বহুদিন পর আবার আড্ডায় জুড়েছে।
কবি ভাবছে ফ্যাকাসে-কে কোন রঙ মানায় ,
রঙিন গুলো ততই কালো হয়ে ধুয়ে যাচ্ছে।
পর্দা ব্যাঙ্গ হেসে জানালাকে চোখ মারে ,
কবি-ও শেষে কনুই-কেই দোষাচ্ছে ?

পাউরুটি মাখন কে খোঁচা দিয়ে দেখালো ,
টেবিল-এ দুধ এসে হাজির তবে!
তার খুব কাছেই নোন্তা জল খবরের পাতায় হা,
পাউরুটিই তবে সকালের কলকাতায়
 প্রেমের আস্বাদন পাবে, তা পাক!
ওহ ! পাক ? না না! পাক না, বেপাক।
তবে এই জ্যাম-মুক্ত প্রেমের তাজ
কিন্তু আসলে সেই কনুই-এরই কাজ!

Sunday, September 11, 2016

Middleroad

Arun pushed the curtains leftwards to block the intense, fading sunlight. He had skipped lunch, being absorbed in the final pages of Nationalism by Rabindranath Tagore. He placed the book on the table and kept staring at the cover, lost in clumsy thoughts. In order to focus, he closed his eyes. Snapshots tired him out in a few seconds. Images; white misty souls circled him. His face was vividly clear, although his body seemed to be made of thick grey smoke. He gave up.
For a few days, nothing seemed to help him. Ideas flooded through him, breaking any semblance of framework. The journey from thought to words is beyond human capability. Suddenly the line struck him.

"An idea is a raindrop. Some people need umbrellas. Some."

Now the lines rushed to his fingers and he began to write the scene he had been struggling with for a week. In an instant, he was unafraid; free of the self inflicted suffocation of finishing the script. The images started to move and the movie began to form. Yes! Arun thought. Cinema has reciprocated.
He wrote for four straight hours, took a print out and ran out of his room. He ran through Middleroad, an unknown lane in central Calcutta, turned right and continued his motion till he reached the Phillips stop. As he waited for bus No. 45, he took out his cell phone. He scrolled down to the producer's number and sent him a message. Script done. You free?
The reply arrived within a minute. In a meeting. Tomorrow?
Arun felt his heart sink. He could see the bus arrive at the boundary of his vision. He folded the story, put it in the safety of his jeans pocket and started walking towards his house. As he reached Middleroad again, he paused. For the first time in his life, the lane seemed to communicate. He decided to listen to every brick and the stories it had to tell.

To his left was an extended building with a blue door. Somehow, Arun had always had the image of this door in his head. Like most buildings in the lane, this one too housed multiple families. The blue door opened into a bedroom with a small window, a smaller TV and a little-too-large-for-the-room bed. Through the window Arun glimpsed another door that opened into the inner domain of the house. The Uthon. He imagined, depending on the perimeter, that there were eight-ten similar rooms inside, a common toilet and a bathroom. For someone who talked frequently of searching for roots, suddenly a neglected housing seemed to rattle all the beliefs. He was born in Middleroad,  had grown up among its crowd and yet he didn't even know all his neighbours by name! The worth of twenty five years felt questionable. Opposite to this house was another similar structure. Arun glanced at the walls. White, with unevenly distributed black lines, like those of a scratched face, glanced back at him. He closed his eyes. The familiar smell. The smell of his lane. Each time he passed this house in his childhood, he would notice the distinctive smell of the rice-mill. As years progressed, the smell failed to hit Arun's sensors. Until now. He breathed in a lot of air. Childhood flashed in front of him. His uncle taking him to the local Park, his aunt buying him a 300 ml Pepsi which he couldn't finish, his mother carrying him to the NRS hospital for injections, his grandmother telling him stories of Gopal Bhnar and him smiling through all of these events. Arun stepped forward.
Each building opened a new blue door in his heart. He gladly flittered through the door and imagined the uthon, the playground.

Then he reached 38, Middleroad, Entally, Calcutta- 14.

All of a sudden the door colour hit him squarely in the chest. Green. Arun smiled to himself. He was reminded of the Ludo game. Four colours make up the four sectors of this board game. Red, diagonal to yellow and blue, diagonal to green. Players can team up to play four persons at a time, each choosing a colour or the game can have two players with either any two diagonal colours or all four. In case all the four colours come into play, the diagonals team up. In a way, Arun thought, blue was either an ally or an enemy of green. There was no middle ground. This prompted him to think further. May be this is why I don't know these people at all and may be this is the reason why I feel so connected to them today!
He stepped inside his house.

An old bench was stationed at the entrance below the meter and letter boxes. He remembered the joy he felt as his eyes fell on Sweta's first chithi in one of these boxes. Nine years, he thought. She had lent him Samaresh Majumdar's Kaalpurush. Deeply moved by the story, Arun had written her a letter and hid it inside the book as he returned it. In reply, she had written just one line :

"এই চিঠিটা বাড়িতে কেউ দেখলে কি হত তুই ভেবে দেখেছিলি?- স্বেতা "

and had smartly dropped it into their letter box. It was only by chance that Arun had found it before anyone else. Sweta used to live next door; she, with her parents and her thakuma; and she was two years older than him; and it was in her thakuma's room, eight years ago that they had stolen their first kiss.
Thakuma would tell them stories of her youth, of her brothers. Sweta would at times get bored but Arun would ask for more. In one such after-lunch session, as thakuma dozed off, Sweta looked up at Arun. Arun put his left palm over her wrist that lay on the bed. They heard a snore and couldn't help a giggle. Arun slowly moved closer to her. Sweta kept her eyes down. He took his right palm to her soft cheek, while keeping the left one unmoved. She looked up. He moved in closer. Then her lips, velvet soft, tender like an orange fruit, caressed his. He slowly pulled her closer and held her face between his palms. Their lips had separated for a second when she hugged him tightly. He hugged her back, never wanting to let go.

Arun, expressionless, moved away from the letter box, into the outer-uthon. A locked room lay to his right. It used to belong to one of the house-owners. Again he was thrown back to his childhood. He had woken up one evening to sobs and loud voices. His mother informed him that Mrinmayee Amma had fallen from the roof. She was resting near the edge after lunch and had dozed off. Arun let out a breath. He looked at the roof. Or where the roof once was. The house was now a two-storeyed building. He walked straight into the inner corridor. To his left was the toilet, in front of him was the choubaccha. To its side lay the stairs. Arun looked around. To his left lay the rooms. Even today, an evening worth of rain would flood his house. He slowly walked back into his room. The other rooms were alive with voices. Real voices. His mother walked into his room. "Ki re? Porota kore di? Kichu na kheye kothay beriye gechili? Dupure ghumiyechis?"

Arun smiled at her and hugged her. "Dao," he said.

He looked out of his window. Sweta's corridors smiled back at him. Thousands of houses in Calcutta share boundaries. Rather, the boundary doesn't exist. Generations merge, amalgamate and these bricks hold on to every story for the few Aruns who come in between.
The sound of Ricky's laughter made way to Arun's ears. Owners and tenants drift through space and time. Arun looked towards Sweta's room. Her family had moved to Bombay a few days after their first kiss. All he knew was that Sweta was now in Houston, working for Microsoft. He was figuring out his first script.

Arun called towards her room, "Boudi, O Boudi! Ricky ta ke edike niye esho to ektu."

In reply arrived a single line : "Alun Kakuuuu, tochlate daaao."

Sunday, August 28, 2016

Wheels

The black ripples of  the Ganges faked yellow as the headlights arrived with a screech. A newly painted Swift D-zire came to a hault at the Bagbazar "Baba" ghat only to evoke a few barks and to wake up a short but stout priest, Ramvilas. Thoroughly disturbed to be awakened at two hours past midnight, Ramvilas, bare-bodied, came out of the small temple by the stairs. He had on him a pair of shorts and nothing else. The dogs were still barking near the headlights as Ramvilas surveyed the surroundings. There wasn't a single human soul to be seen anywhere. Fearing that there might have been an accident, the priest ran towards the front of the car. There was no one at the wheel. There was no one inside. Suddenly it appeared to Ramvilas that the car was not on the stairs, neither had it fallen into the river. He felt disturbed. Intentional.

"Namaste Pandit ji!"
Ramvilas turned with shock to find a bald man staring at him with joined palms. He was clean shaven and strangely had a pair of goggles on. He also wore a sinister smile on his thick lips. The person was well built, a few inches taller than Ramvilas. A shudder went through the priest. "Jai Ganga maiya ki", he replied.
The man's lips widened but did not part. "Kuch baat kar sakte hai aapse?

Ramvilas : Ji boliye,

Man : Ei sob pujo-accha kotodin cholbe Ganga-paare?

Ramvilas was taken aback : Kya matlab?

Man sighed : kichu na. Ei tomra UP, Bihar -er maal gulo Kolkatay eshe jure boscho din din. Benaras e to pujo hocche. Okhanei thakte!

Ramvilas had had enough now. He was in no mood to waste his sleep over an idiot's nightout. He ignored his associate and started towards the temple. His way was blocked by a muscular arm.

Man : jacchen kothay? amar ekta confession korar ache. paap er bishoye bhagaban ke bolbo. shunben na?

Ramvilas : To jaake Ganga maiya ko boliye.

Man : khun kore eshechi.

Ramvilas stared at the other guy open mouthed. He felt paralysed with fear.
The man unbuttoned his shirt near the chest and took out a large dagger. Traces of blood were still visible on the steel. He looked at the petrified short priest in-front of him. "Eta murder weapon," he said.

Ramvilas : Aap yeh sab miujhe kyun baata rahe hain?

Man : Kauke to bolte hobe. Police ke to bolbo na. Puro-ta shunben? Mojar golpo kintu!

Ramvilas had no option. He said, " Andar jaake baat karein?"

The murderer gestured towards the river, "Ganga-paare katha bolbo cholun."

The two figures descended the dry steps of the ghaat and and sat down by the water. The dogs had left long ago.

Ramvilas : Bolo.

Man : Ei je pasher ghaate tomar jaat-bhai, Nirmal. Maal ta ke mere elam.

Ramvilas rose : Kya? Nirmal bhai...

Man : bosho bosho.

He pointed to his side with the dagger. Slowly, Ramvilas sat down looking into the mysterious pair of glasses.

Man : Tomra ki mone koro bolo to? Manusher baccha hoy na aar tomra thakurer ashirbaad dite tader bari jao?

Ramvilas : Bhul ho gayi babu. Ab se nahi hoga. Mein chor ke chala jaunga Banaras.

Man : Se to porer katha. Golpo ta shono! To tomar sei Nirmal bhai emon ek Meror bou ke pregnant korlo, je Mero clinic e giye nijer test koriye eshechilo. Ektu to khonj khobor rakhbe naki?

Ramvilas was in tears : Bhul ho gayi babu.

The man smiled : "Arre ami babu fabu kissu noi. Babu to amay bollo tomar bondhu ke topkate. Giye topke ashlam.

Ramvilas : Chor di jiye babu. Main chala jaunga.

Man : shono shono. to tomar bhai tomar motoi naak deke ghumacchilo. Garir swabde ghum ta bhanglo. tomar motoi khali gaye beriye elo. jodio, oi ghaate kukur chilo na tokhon. Se khunjte beriyeche ke tar ghumer byaghat ghotalo. Hothat ekta haat pechon theke tar mukh chepe dhorlo.

The assassin's eyes lit up as he said the following words : "Eta dekhcho (he pointed towards the dagger), or buke khub taratari char bar dhuktei  rokto bomi korte shuru korlo. Byas, aar ki." He let out a deep breath as he finished the sentence. As the priest cried profusely, the assassin placed the dagger in between them.

Man : to bolo, tomar ki hobe? Amar client to bolte parlo na thik kon ghaater purut tar bou er kol bhoriyeche. Ei duto ghaatei to sudhu Ganga pujo hoy naki?

Ramvilas was silent now, his head in between his legs. The assassin put his hands on the priest's head.

Man : Kano korli bolto erokom? Gari chaliye bhaloi thaki. Abar toder janyo esob kaj korte hoy.

The right hand took the dagger in a flash! He swiftly moved towards his companion and punched him with his left fist. The sudden shot had made its impact. Before he could realize what just happened, he felt the cold steel on his throat. And then a sharp pain. As blood oozed out from the cut, the dagger pierced through the face, the neck, the chest again and again. After plunging the dagger thirteen times into his prey, the man rose up. He looked upwards. Only silence accompanied the Ola Swift D-zire. He threw the dagger into the water. Then he reached into the pockets of the slain. Having found what he needed, he ran towards the car, unlocked it and got in. He started the engine and set the car in back gear. Then it suddenly occurred to him. He ran downstairs and pushed the body into the water, Then he climbed up the stairs three at a time and took out the donation box from the temple. Morning birds had just started to make sounds. He ran into the car.

The wheels screeched again but now they were in motion.

Monday, August 22, 2016

kolomer katha

বার বার কলম ধরেছি, হাত ছুঁইনি বলে
শুনেছিলাম আমার রেখায় কিছু গরমিল
তাই এতো রেখা টানা হলো শুকনো সাদা কাগজে।
ভাবি, যদি আঙ্গুলের ফাঁকে আঙ্গুল-ই থাকতো
তাহলে কলমের স্থান হতো কোথায়?
যে কবিতায় নিজের আস্থানা গেড়েছি,
সুখ, দুঃখের মাঝে অদভূৎ সন্যাস যেখানে,
সেই কবিতার কি হতো যদি প্রেম প্রশ্রয় দিত ?
কবিতা আর ভালোবাসা coexist করে?

হয়তো তোমার গানের সুরে বিশ্বভ্রমণ ছিল,
 নাক ব্যাকানো তে হাসির আলতো পালক
আঙ্গুলের খেলায় হয়তো সেলাই-এর পাঠ
আর চোখের পাতায় মিষ্টি অজুহাত।
তাই কবিতা লিখছি আজ-ও, যেমন লিখেছি কাল
তোমার প্রতিটি অক্ষরে বুনেছি আমার শব্দ-জাল।
আর থাকলো বাকি ছোট্টো ঠোঁটে হাসি,
একটু ব্যস্ত হ তাতেই, আমি এখন আসি।

Friday, August 12, 2016

My Vortex

Heat leads to illusions
Humans, desert and mirage
But I float through the colder winds
I love, and sink deep into the vortex!
I don't know where I wake up
I don't surely search for water
I drink the gift my vortex gives me
And I bathe in your whirlwinds.
I land on random dunes
As howling winds sweep me by
I do not wonder around in darkness,
I am the calamity that leads to light.
I burn myself in the pages of History
For in every passage I unite with We.

And in the wavelengths of your face
I explode into unknown pieces
And through those fragments you keep me,
Giving me a hidden dimension
Where fruits of fantasy host a treasure hunt
For a year now, I have hunted
And have been hunted down
For the treasure can reach my deepest depths
Wrestle with me in the dungeon, unknown.
In the soft, wet world light shines in intervals
An interval lights a matchstick
Four pupils dive into each other to close
As the matchstick begins to fade
The explosion initiates,
Lips, hands, neck, eyes, bosom
Sweat, tongue, sound and union.
A certain poem has turned a year today!

Sunday, July 31, 2016

Premer Kobita?

প্রেমের কবিতা লিখতে বলছো মালবিকা?
কিন্তু তাতে আমি যে অক্ষম, অজ্ঞ।
যে মানুষ ভোরের কিরণে ভেজে না,
সে আর প্রেম কি বুঝবে বলো?
আমার ঘুম ভাঙে সাঁঝের মাঝে ,
কবিতার সাক্ষরতা কি আমায় সাজে?

যখন তুমি ঘুমিয়েছো, সেই স্বপ্নে আমি
পাল তুলেছি নৌকায়, ঝরের আশঙ্কায় ;
তবে প্রেমে ঝর নিয়ে তো কত লেখা,
কিন্তু তুমিতো বাতাস খুঁজেছো!
তাই আমি কবিদের দলে ভিড়লাম না
সবাইকে কই মানায় প্যাশনের বিলাসিতা?

Aagun

বিচার করতে বসেছো আমার?
কোথাকার এক কাঠের আদালত
সে করবে শুকনো বারুদের বিচার !
আগুনের গল্প শুনেছ, দেখোনি সামনে
নাহলে এত সুড়সুড়ি দিতে না হাওয়ায়
ছাই-এর দাগ মাখানো এই হাতের পাতায়।

নদীর জল আমায় স্নান করায় না
স্নিগ্ধ যা কিছু, হারিয়েছি বহুদিন
আর যে পুঁথি পড়ে শিক্ষার অহংকার
সেই রূক্ষতাও আমার সম্বল
যে মেঘে বৃষ্টি নেই, সে আমার নয়
এই আগুন তৈরি বর্ষার জন্য!

সেই বর্ষা দামামা বাজিয়ে আমায় ভাঙে
আমায় চূর্ণ করে মিশিয়ে দেয় মাটিতে,
মেলায় আমারই পোড়ানো ইতিহাসে!
আমায় তুমি শাস্তি দেবে কি?
পথ চলো কিছুটা আমার সাথে
কল্পনার তাপ, কিছু তোমায়ও যাক ছুঁয়ে।

Friday, July 29, 2016

Gawrjon

আকাশের ছিন্ন ভিন্ন মেঘ গর্জন করে না
যে আওয়াজ তোমার রন্ধ্রে রন্ধ্রে প্রতিফলিত
সে গর্জন আমার! বৃষ্টির কথা বলছো?
এক দু ফোটা জল মানেই বর্ষা না, কবে  বুঝবে?
বর্ষা তোমার নিংড়ানো আমার ঘামের কাপড়!
যে কালো মেঘের গান গেয়ে ভুবন মাতিয়েছ ,
আমি সেই গানেরই সুর, আজ বাদলা হাওয়ায় কেটে গেছি।
তা কি যেন বলছিলে? প্রেম? নাম? অন্তর?
কাব্যি করো না বেশী! সময় নেই অডিশনের।
বাজ পড়ছে , যে শব্দ তোমার ভীতির উৎস
তার পালঙ্ক আমি , সব তেজের এখানে নয় বহিঃপ্রকাশ।

Khawrosrota

যুগান্তর বোঝো কমলিকা? উত্তাপ? তেজ?
তোমার শুরু ও শেষের মাঝে যৌবনের ভাঙ্গন
যারা ফসলের আশায় বর্ষার অপেক্ষা করেছে
তাদের একুল-ওকূল সবই আজ ঘোলাটে !
কোন সমুদ্রে যাচ্ছ, তা তুমিই জানো।
রূক্ষ কিছু বাস্তবের তুমি ছিলে ঝর্ণা
কবিতার খাঁজ তৈরি হয়েছিল তোমারই আঁকে-বাঁকে
সে কবিতা চলমান উত্তর-দক্ষিণ মাধ্যাকর্ষণ বিমুখ
আর পূর্ব -পশ্চিম সময়ের শিথীল কণিকা !
স্নানরত বালক, বৃদ্ধ , পশু সেই ঝর্ণার ফেটে যাওয়া সাদা।
কেউ বলেছিলো সংযম মহৎ ; আমি বলি অবুঝ
ফসল ফলে আশ্বিনে , স্নিগ্ধ নীল আর সবুজ। 

Tuesday, July 26, 2016

Jilipi

আজকাল বই -এর ফাঁকে প্রাক্তন প্রেমিকা  বা ক্রাশ -এর দেওয়া চিঠি পাওয়া যায় না। জিমেইল নামক বস্তুটি স্মৃতির reservoir -এর কাজ করে। পুরোনো এক ক্রাশ-এর সাথে কথপোকথন পড়লাম কিছুক্ষন। ছোটবেলার নিজেকে একদমই বেমানান লাগে এসব ঘাটলে। জীবনে ভালো লেগেছে কত  নারীকে। এক সময় জেদ ছিল এক জনের সাথেই সমস্ত জীবন কাটাবো।True Love যাকে বলে আরকি। কিন্তু এক এক করে আমার মনে মহিলারা বাড়তে শুরু করলো। এখন বুঝি আমি মানুষটা  এরকমই। সরল , কাব্যিক , স্বপ্নালু। তবে আমায় মেয়েবাজ আখ্যাটা কেউ সহজে দিতে পারবে না। একাই থাকি , বিরক্ত হলেও desperate হয়ে কাউকে স্টক করিনা। যাই হোক , পুরোনো ক্রাশ-এ ফিরি।  দেখলাম এই মেয়েটি আমায় বলেছিলো যে ওর জীবনে ইনস্পিরেশন ভীষণ ভাবে মিস করছে। কি আজেবাজে reply দিয়েছিলাম তখন সেটা আর খেয়াল নেই। কিন্তু আজ ওর কথাটার মানে আমার কাছে অনেকটাই স্পষ্ট। কাল রাতেই এক বান্ধবীকে নিজেই এই কথা বলেছি যে আমার জীবনে কোনো ইনস্পিরেশন-ই বেশী দিন স্থায়ী হয় না। হয়তো relapse করে , কিন্তু সব কটার-ই একটা লোকাল মেয়াদ থাকে। চিরন্তন হয়ে ওঠা ইনস্পিরেশন বড়-ই  কম। মানুষের মন ভিন্ন জিনিস খোঁজে। কেউ তাই মনে করে জীবনে সাফল্য পাওয়াই সব , কেউ শান্তি চায়, কেউ আবার ভালোবাসা (অশান্তি মেশানো ) , কেউ excellence . বস্তুত: আমার কোনোটাই প্রয়োজন নেই। বয়সের সাথে স্বপ্নগুলো ক্রমশই ফিকে হয়ে যাচ্ছে।মাতব্বরের মত সবাই মনে করে যে তারা বোঝে জীবনের ঠিক পথ কোনটা। অন্যকে যা নিয়ে directly /indirectly criticize করে , নিজেদের মধ্যেও যে এক-ই চরিত্র বাসা বেঁধে আছে, তা জেনেও অস্বীকার করে। কিসের যে ভয় এতো মানুষের! মুখে সমাজসচেতন বুলি কিন্তু ভেতরে সব কিছু নিংড়ে কন্ট্রোল করার আদম্য ইচ্ছে। সব ইমোশন-এই যেন পেস্টিসাইড মিশে গেছে।
পুরোনো প্রেমিকা আর পুরোনো ক্রাশ-এর বোধয় একটাই তফাৎ।একজনকে ঠিক পুরোনো বলা যায়না। কখনোই। প্রেম উড়ে যায় যে সকল মানুষের , সমাজ তাদের গালাগালি দেয় বটে কিন্তু এই সমাজ-ই আবার সন্যাসীদের পূজো করে! তা করুক। পিছুটান না থাকা পূজ্য তো বটেই। আমার সেই ক্রাশ এও বলেছিলো, যে কিছু কিছু ভালোবাসা না পাওয়াই ভালো। তার মধ্যেই নাকি রোম্যান্স  থাকে। এসব ফালতু কথা। রোম্যান্স দু তরফা না হলে ঠিক জমে ক্ষীর হয় না। মাঝেই ছানা কেটে যায়। এবার কার ছানা ভালো লাগবে আর কার ক্ষীর , তা তো ব্যাক্তিগত স্বাদ নির্ভরশীল। কার দেহে কত sugar , সেই মাপ মত তার খাদ্য চার্ট হওয়া উচিৎ। কিন্তু প্রেম তো জিলিপি , প্যাঁচ আর রস দুটোই মানুষকে আকৃষ্ট করে। তখন আর ডায়েটিং কে করতে পারে! এই যে আমার বন্ধু সাহেব , নিত্যদিন নতুন প্রেমিকার ছোঁয়া পায় (তা মনেই হোক বা অন্য স্থানে ) তা দেখে আমার যে একেবারেই হিংসে হয়না তা বললে ডাহা মিথ্যা বলা হবে। কিন্তু এই হিংসে /দু:খ ক্ষণস্থায়ী। ঠান্ডা জিলিপির প্যাঁচ তো আর সুস্বাদু না! তাই আমি ব্রড স্কেলে মনে করি যে ভালোই আছি। আমি কারোরটা মারছি না, কেউ আমারটা মারছে না। নেগেটিভ-এর 'গুনে' আদতে পসিটিভ আউটকাম-ই হচ্ছে। এখানে বুঝিয়ে লেখা দরকার পসিটিভটা কি। এটা ভাবলে ভুল হবে যে প্রেম থেকে দূরে থেকে আমি শান্তি প্রত্যাশা করছি। বস্তুতঃ আমি শহীদ মিনারের মাথা থেকে আমাদের সকলের প্রিয় চৌরঙ্গী পথটা লক্ষ্য করতে পারছি। অনেক্ষন খেয়াল করলে তবেই একসিডেন্ট দেখা যায়! একবার হয়ে গেলে সবাই দেখতে পায়। কিন্তু কি করে হলো , তা জানতে গেলে মশাই সিঙ্গেল থাকা কম্পালসরি!
এই লেখার প্রথম ও দ্বিতীয় প্যারাগ্রাফ ভিন্ন মুডের হওয়ায় দয়া করে কমপ্লেইন করবেন না। আপনি যদি আমায় চেনেন, তাহলে জানবেন আমি আপনার কমপ্লেইন করা গায়ে, থুড়ি লেখায় মাখাই না। আমায় এর জন্য আপনার "পাকা" মনে হতে পারে। কিন্তু কি জানেন তো, পাকামো আমায় মানায়। পোঁদপাকা তো আর নই। তাই মন দিয়ে জিলিপির স্বাদ উপভোগ করুন।

ইতি,
তাওয়ার নিচের আগুন। 

Monday, July 25, 2016

Deconfined editorial

It is funny how latent and talent are anagrams. Science and literature enjoy a quiescent relationship in our lives.  History cites countless examples of the blending of these two disciplines . H. G. Wells' view of the society through the eyes of The Invisible Man, Tagore letting loose a relativity reference in শেষের কবিতা (The Last Poem)George Orwell's then-futuristic-now-relevant drama 1984 are a few noteworthy mentions where the epitomes of one field embraced the other to drive home social messages for the betterment of humanity. Yet, given the potential that remains trapped in the unused synaptic junctions, the union of Science and Literature has a long journey ahead.
Research Fellows Association (RFA) of Saha Institute of Nuclear Physics (SINP) is launching a new magazine with one simple motto : Explore, Expand, Engage.
Through this magazine we hope to speak, think and question. We are probably lucky to be born in a country which allows for the debate on freedom of speech. It is thus our responsibility as the intelligentsia to contribute to this culture. We thus encourage you to dive deep into yourselves and seek out the not-so-logical emotions that drive both science and humanity. We want you to look beyond yourselves and get lost in the unknown world of others for in empathy lies the soul of knowledge. We want cultures and languages to collide. We want to break free from any convention that a magazine is supposed to have. In these collisions, we will only lose the barriers. But through the impact, we dream of union; a union of ideas!
The first issue of your magazine, though plays a satirical joke on the previous paragraph. We have restricted the authorship only to research fellows of SINP. Yet, the response has been overwhelming, given the fact that the magazine has been launched at a very short notice. True to our aim, the magazine, through its modest footsteps has already broken the language barrier! In the next issue, we welcome inputs from everyone. By this we mean Everyone!
Wherever you work, whatever you do, whomever you are, we welcome you!

We would also like to add a few notes for those who would carry the magazine forward. The aim, at present, is to publish a new issue every three months. We do understand the responsibility we have signed up for. The Editorial Board will have new faces in the coming months. Morning necessarily shows the day at SINP. The response to this magazine promises a new day. We hope You, as the blood of SINP will build on the start and ensure that it reaches the heights it is supposed to.

With this beacon of hope, we introduce you to the Deconfined world!

Wednesday, July 20, 2016


             স্রোত


ক্লান্ত চোখ , শূন্য মাথা আর হারানো কিছু সুর
খোলা খাতা, ঝিম ধরা পায়ের পাতা, আদ্র বুক
বেখেয়ালে মানে খুঁজতে চাইছে উত্তরের
যে উত্তর আজ দক্ষিণগামী , স্রোতের  দাপটে।

Tuesday, July 12, 2016

Modhyaranya-I

রণজয় চ্যাটার্জী। বয়স একত্রিশ। রং তামাটে , চোখে রিম-হীন চশমা , গাল ভরা আবছা দাঁড়ি, যদিও গোঁফ ও থুতনির কাছে বেশ গাঢ়। হাতে খোলা আছে পি জি উডহাউসের "সামার লাইটনিং " কিন্তু ওর দৃষ্টি কাঁচের জানালা পেড়িয়ে চলে গেছে বহু দূরে, অন্যমনস্কতার কোন গভীর কক্ষ্যে। হঠাৎ-ই কোন সহযাত্রির ক্ষীণ কণ্ঠস্বরে রনজয়ের চেতনা ফিরে এলো। AC কম্পার্টমেন্ট হওয়ায় লোকের সংখ্যা কম। চেয়ার-কার সিট। প্রায় পুরো কামরাই খালি।অনেক দিন কোনো নতুন গল্প লেখেনি রণজয়।মাথায় ছোট্ট ইডিয়া আসছিলো।কিন্তু সেটাও ভেঙে গেলো এখন। রণজয় ঘড়ি দেখলো একবার রাত ১১টা। উপকূল এক্সপ্রেস ছুটে চলেছে চেন্নাই-এর লক্ষ্যে। ট্রেন লেট করেনি আজ একদম-ই। আর পনেরো মিনিটেই জজপুর রোড স্টেশন আসবে। রণজয় কে নামতে হবে এখানেই। শুভদা বলেছে স্টেশনে গাড়ি থাকবে। সেই গাড়ি করে আরো ১২০ কিমি গেলে তবে কেওনঝর পৌঁছাবে। শুভদা আর রণজয় এক বছরের ছোট বড়। রনজয়ের পিসির ছেলে শুভদা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের এক নামজাদা নবরত্ন কোম্পানিতে চাকরি। বিয়ে করেছে বছর পাঁচ আগে। দু বছরের মেয়ে ঈশিতা, মায়ের সাথে কলকাতায় থাকে। শুভদার লাভ marriage . স্কুলের প্রেম। ঋতুপর্ণা ছিল শুভদার দু ব্যাচ সিনিয়র। রঞ্জয়ের মনে আছে যখন বাড়িতে এই সম্পর্ক মানতে নারাজ , তখন রণজয়-ই এই পরিণয়ের কান্ডারি হয়েছিল। বাসর ঘড়ে যখন বয়স নিয়ে বড়দি খোঁচা মেরেছিলো ঋতুপর্ণাকে , তখন -ই  তো  সেই  বিখ্যাত উক্তিটি করেছিল ঋতুপর্ণা , "I love falling for younger men". বড়দি আর একটা কথা-ও বলতে পারেনি উত্তরে।
সেই বিয়ের পাঁচ বছর হয়ে গেছে। সময় কিভাবে বয়ে চলে ; তার স্রোত শুরুতে টলটলে, কিন্তু শান্ত হলেই ঘোলাটে। নিজের জীবনের সম্পর্কগুলো ভেসে উঠলো রনজয়ের সামনে। তখনই ট্রেন-ও ঢুকলো জজপুর স্টেশনে। সাথে ছোট্ট একটা ব্যাগ শুধু রনজয়ের। আজ শুক্রবার , পর্শু ফিরে যাবে কলকাতায়। সোমবার অফিসে না গেলেই নয়। ব্যাগ পিঠে চাপিয়ে নেমে পড়লো ট্রেন থেকে। ছোট স্টেশন , এই মধ্যরাতে জন-শূন্য। রণজয় সোজা হেঁটে গেল স্টেশনের ভিতর। ফোনে কেবল হাত পড়েছে , ওমনি একজন বেঁটে মতো লোক এসে বললো , "আপনি রন বাবু আছেন কি?" রণজয় বললো , "হ্যাঁ , তুমি কি রাজকুমার ?" মাথা নেড়ে বেটে মানুষটা উত্তর দিল, "যি হাঁ। আমায় শুভ বাবু পাঠাইলেন। " আর প্রশ্নের প্রয়োজন বোধ না করে রণজয় বললো ," বেশ , চলো তাহলে। "
কম্পানি থেকে গাড়ি দেওয়া হয়েছে শুভদাকে।  এমন জায়গায় নাকি ওর পোস্টিং , যেখানে আর কোনো যানবাহনের দেখা মেলে না। প্রথমে এরম একটা জায়গার কথা শুনে খুবই উত্তেজিত হয়েছিল রণজয়। জন বসতি থেকে বেশ খানিকটা দূরে , পাহাড়ী জঙ্গলের মাঝে অবস্থিত একটা ড্যাম। এই ড্যামকে কেন্দ্র করে একটি বাংলো , আট-দশটা কোয়ার্টার আর কিছু মাটির ঘর। বাংলোটি বরাদ্দ ডিভিশনাল ইঞ্জিনিয়ারের জন্য। শুভদা এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার। ওর থাকার ব্যবস্থা একটি কোয়ার্টারে। নিজের রান্না নিজেকেই করতে হয়। ছোটবেলায় পড়া অজস্র গল্পের কথা মনে পড়েছিল রনজয়ের। তাই অনেকদিন ধরেই এখানে ওর আসার ইচ্ছে ছিল। কাজের চাপে এতদিন সময় হয়নি। হয়তো শুধুই কাজের চাপ না। কলকাতায় ইদানিং মন, পা দুটো-ই  গেঁথে ছিল রনজয়ের। কিন্তু বারবার শুভদা ওকে আস্তে বলায় এবার ট্রেনের টিকিট কেটেই ফেললো। কিন্তু ট্রেনে বসেও যতই উত্তেজনা থাকুক না কেন , অন্ধকারে পাহাড়ী রাস্তায় চলতে চলতে একটু অস্বস্তি-ই  হচ্ছিলো ওর।
"বাবু আপনার কথা খুব বোলেন ", দেহাতি ভাষায় বললো রাজকুমার। এই অন্ধকারে লোকটা কথা না বলে গাড়ি চালালে রণজয় খুশি হয়। রাজকুমার আবার বললো, "হামনে শুনা হ্যা আপনারা দোনো একসাথে স্কুলে যেতেন। "
ড্রাইভারের আয়নায় তাকিয়ে রণজয় হাসলো। ও বুঝলো শুভ কথা বলার লোক পায়না। "হ্যাঁ, ঠিক-ই শুনেছ," রণজয় বললো। রাজকুমার যেন উৎসাহ পেয়ে গেলো, "বৌদি ওউর বেটীমনি আয়েথে কুছ হপ্তা আগে। "
ঋতুপর্ণা আর ঈশিতা এসেছে তিনবার এখানে। কিন্তু এই জনমানবহীন জঙ্গল ঋতুপর্ণার পছন্দ হয়নি একেবারেই। শুভদা নিশ্চই র বেশীদিন এখানে থাকবে না।  তাই তৎপর হয়ে রণজয় এসেছে এবার।
গাড়ি এবার পাহাড় পেড়িয়ে জঙ্গলে ঢুকলো। ঘুটঘুটে অন্ধকার। রনজয়ের "অরণ্যের দিনরাত্রি" সিনেমার একটি দৃশ্য মাথায় এলো। এখন গা ছমছম করছে একটু। কোথাও কিছু দেখা যাচ্ছে না। হেডলাইটের জন্য রাস্তার ধারের গাছ গুলো যতটুকু বোঝা যাচ্ছে। রাজকুমার যেন পারল রনজয়ের মনে কি চলছে , "দাদাবাবুর  কি ডর লাগছে ?"
একটু বিরক্ত হয়ে রণজয় বললো, "কেন ভয় লাগার কি আছে ?" রাজকুমার হাসলো , "হামি বুঝি। আপনাদের শহরের লোকেদের এই রাস্তায় ডর লাগে। বাবু তো শাম কে বাদ নিকালতে হি নাহি !"
"ও! তোমার বাবু দেখছি খুব বীরপুরুষ। আমার ভয় তা একটু কম। আচ্ছা, একটা কথা বলো তো রাজকুমার। তোমার বাড়ি কোথায়? " রাজকুমার হেসে বললেন, " এই সওয়াল হামায় সবাই করে! হামার বাড়ি আছে পাকুড়ে। পাকুড় মালুম হ্যা বাবু?" রণজয় মাথা নেড়ে বললো, "হ্যাঁ, বাংলা-বিহার বর্ডার। রামপুরহাট আর ফারাক্কার মাঝে। তো তুমি এখানে ড্রাইভের হলে কি করে?" রাজকুমার আয়নায় চোখ রেখে বললো, "হাম কালকাত্তামে গাড়ি চালাতে থে। জিস বাবু কে লিয়ে চালাতে থে, উন্কা তাবাদলা হো গায়া ইহা। উনহনে বোলা কি হাম ভি উনাকে সাথ আয়ে , তানখা জ্যাদা মিলেগি। তবে সে হাম ড্যাম কে সাথ জুর গেয়ে। উও বাবু রিটায়ার হো গেয়ে পাড় হাম রেহে গেয়ে। "
ফোন বাজলো রনজয়ের। সেই নম্বর ! একটু বিরক্ত হয়ে রণজয় বললো "হুঁ বলো !" ওপারের কথা শুনে উত্তর দিলো, "তোমায় তো বলেছি কিছুদিন আমি break নিচ্ছি।  সময় হলে আমি-ই নয় তোমায় কল করবো ! এখন রাখছি। " কেটে দিয়ে সুইচ অফ করে দিল।
হঠাৎ মেঘের গর্জন শোনা গেল। একটু আঁতকে উঠলো রণজয়। এই অরণ্যে আবার বৃষ্টি? উফ! তাড়াতাড়ি পৌঁছাতে পারলে হয় এখন! "এদিকে কি বৃষ্টি হচ্ছে নাকি?" রণজয় জিজ্ঞেস করলো। "হাঁ বাবু। কুছ দিন সে বারিষ চল রাহি হে", রাজকুমার উত্তর দিল।  "কিতনা দূর হে ইহাসে?" রণজয় উদ্বেগ চেপে রেখে জিজ্ঞেস করল।  "অর কারিব বিস মিনিট," বললো রাজকুমার। রণজয় খেয়াল করল রাস্তায় কাদা বোঝা যাচ্ছে না। ও জিজ্ঞেস করল " শেষ কবে বৃষ্টি হয়েছিল?" রাজকুমার বললো, "কাল হুই থি বাবু।" আবার প্রশ্ন করল রণজয় "কাল কব? শাম কো?" রাজকুমার বললো, " নাহি দোপেহের। " রণজয় মনে মনে ভাবলো , তাহলে নিশ্চই আজ সারাদিন খুব কড়া রোদ উঠেছিল। এই ভাবতে ভাবতেই জোরে হাওয়া দিতে শুরু করলো। এবার ভেতরটা ছটফট করতে শুরু করল রনজয়ের। নতুন কোন কথা না বলে রণজয় সামনে তাকিয়ে থাকলো। গাড়ির স্পীডটাও যেন এবার একটু বেড়েছে। রাজকুমারও এই জঙ্গলে বৃষ্টির মধ্যে আটকা পড়তে চায়না বোঝা গেল। আর সাথে সাথেই নামলো ঝমঝমিয়ে বৃষ্টি।সাথে ঝোড়ো হাওয়া আর নিকটে বাজ পড়ার শব্দ। "আর কতদূর ভাই রাজকুমার ?" গলা এখন উৎকণ্ঠায় ভরা। বাজ পরে চলেছে একের পর এক। "বাস আগায়ে।"
ঝাঁপসা উইন্ডস্ক্রিন দিয়ে কিছু আলো দেখতে পেলো রণজয়। কাছাকাছি এসে বুঝলো , ওরা কিছু কোয়ার্টার পেড়োচ্ছে।  তারপর আস্তে করে গাড়িটা থামলো। "লি জিয়ে বাবু। পোহছ গেয়ে। "
ড্রাইভারের দরজাটা খুলতেই রণজয় দেখতে পেলো ছাতা সরিয়ে শুভদা মাথা ঢোকাচ্ছে গাড়ির মধ্যে।
"কি রে!" বলে এক গাল হাসল শুভদা। "কি দুর্যোগ নিয়ে এলি রে ভাই! ফোনটা সুইচ অফ কেন? আমি তো রাজকুমারকে কল করিনা রাতে গাড়ি চালালে। উফ চিন্তায় ফেলিস তুই চিরকাল!"
রণজয়  নিজের দরজা খুলতে যেতেই বাইরে থেকে রাজকুমার সেটা খুলে দিল। "আর বলিস না! সারা রাস্তা ভাবছি কখন পৌঁছাবো। গা হীম হয়ে এসেছিলো।" রণজয় গাড়ি থেকে বেড় হল।  ইতিমধ্যে শুভদা ওর কাছে পৌঁছে গেছে। ওর মাথায় ছাতাটা ধরে বললো, "ডিনার করতে মানে করেছিলাম। খাস নি তো? কষা মাংস আর লুচি আছে। ছোটবেলার মত খাবো চল।" রণজয় হালকা হেসে বললো "একটু খেয়েছি। ক্ষিদে পেয়েছিলো। তাও পেটে জায়গা আছে। " শুভদা হালকা হাসলো, "তুই অপেক্ষা করার ছেলে না আমি জানি।  চল এবার দাদার মনা রাখ। "
রাজকুমারের দিকে ফিরে বললো, "তাহলে কাল ১০টায় চলে এস। " রাজকুমার "জি" বলে গাড়ি নিয়ে চলে গেল।
রণজয় আর কিছু বললো না। দাদার সাথে ঘরে ঢুকে গেল।
স্নান করে খাওয়ার টেবিলে আসলো রণজয়। শুভদা আগে থেকেই বসে ছিল, একটা বৈজ্ঞানিক ম্যাগাজিন পড়ছিলো। রণজয় শুভদার দু  কাঁধে হাত রেখে বললো, "তোর বাথরুমটা বেশ বড় তো!" শুভদা হেসে বললো, "হ্যাঁ, এই পশু, পোকা মাকড়ের কিংডমে ঐ একটি মাত্র জায়গা মানব সভ্যতার প্রতীক বলতে পারিস।" তারপর একটু হেসে বললো, "নে, এবার বস। খাওয়া যাক। "
রণজয় শুভদার উল্টো দিকের সিটে বসলো।দেখলো, লুচি, পাঠার মাংস, ছোলার ডাল  আর ছানার তরকারি টেবিলে সাজানো। শুভদাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, "এই এতো সব রান্না কি তুই করলি নাকি?" শুভদা হেসে বললো, "তুই কি পাগল? এখানে আমি ছাড়াও তো অন্য মানুষ থাকে। আমায় ইদানিং প্রায় রান্না করতেই হয় না। আমাদের স্যার , উপেনদা, মানে যার বাংলোর কথা তোকে বলেছিলাম, ওনার স্ত্রী-ই এতো কিছু করেছেন।সুচরিতা বৌদি বেড়ে রান্না করেন।খেয়ে দেখ। " রণজয় খেতে শুরু করলো, সাথে শুভদাও। সত্যিই খুব সুস্বাদু। খিদেও পেয়েছিলো রনজয়ের। এমন কিছুই সন্ধ্যে বেলা খায়নি।শুভদাও পারে ! এতদিনেও জানে না যে রণজয় ট্রেনে কিছু খায় না। রণজয় সন্ধেবেলার খাওয়ার কথা বলেছিলো।আর তাতেই শুভদা ওকে কথা শুনিয়ে দিলো।তবে এখন আর সেই সব ভেবে সময় নষ্ট করলো না, জিজ্ঞেস করলো, "ওনারাও কি লুচি খেলেন ডিনারে ?"
"কারা?" শুভদা চোখ ছোট করে তাকালো।
"তোর স্যারের ফ্যামিলি। আবার কারা !"
"ও না  না , বৌদি তোর জন্য লুচি করেছেন। আমি বলেছিলাম করতে , তুই পছন্দ ক্রিস তাই। আর মাংসটা আমি কিনে আনলাম সবার জন্য।বলেছিলেন এক সাথে ডিনার করার কথা। কিন্তু আমি না করে দিলাম তোর দেরি হবে বলে। "
"সে ভালোই করেছিস। অচেনা লোকজনের সামনে আমার খেতে  অস্বস্তি হয়। "
"আরে ওনারা খুব ভালো।আমায় তো পুরো ফ্যামিলি বানিয়ে নিয়েছেন।আসলে আমি আসার আগে অন্য এক এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু সে তেমন মিশতো না নাকি।যাই হোক, সেই গল্প পরে হবে। আসল কথা হলো, আমায় এনারা খুব পছন্দ করেন। ইসি আর ঋতু যতবারই এসেছে, ওনারা ছিলেন না।"
"হুঁ " বললো রণজয়।
"ও হ্যাঁ , ঋতু তো তোকে ফোনে পায়নি।কি যে তোর মতিগতি। এই রাস্তায় সুইচ অফ কেউ করে? সে আমায় ফোন করে খালি জিজ্ঞেস করে তুই পৌছালি কিনা। আমারও টেনশন বাড়ছিল। "
"চার্জ ছিল না। তুই জানিয়ে দিয়েছিস তো ?"
"হ্যাঁ। "

খাওয়া শেষ করে দুজন শুভদার শোয়ার ঘরে যায়। ঘরের এক কোনে একটা টেবিল আর তার সাথে একটা চেয়ার। টেবিলের ওপর বেশ কিছু কাগজ আর বই-এর স্তূপ করা আছে। টেবিলের সোজাসুজি শোয়ার খাট। দরজার ডান পাশেই ড্রেসিং টেবিল। আয়নার কাঁচে ছোট দুটো লাল টিপ লাগানো।ভুঁরু কুঁচকে সেদিকে দেখলো একবার রণজয়। খাটের ওপর একটা ল্যাপটপ, দুটো বালিশ আর দুটো চাদর রাখা আছে। দরজার বাঁ পাশে একটা আলনা , যাতে জামা কাপড় ঝুলছে , তার পাশে একটা মাঝারি সিজি এর আলমাড়ি।টেবিলের পাশের দেওয়ালের মাঝামাঝি কাটা মস্ত এক জানালা।শুভদা খাটে বসে বললো, "কাল সকাল দশটা নাগাদ আমায় একবার সাইটে যেতে হবে। ফেরা সেই রাতে।তুই কি আমার সাথে জাবি? নাকি জঙ্গলটা ঘুরে দেখবি? ড্যামের লাগোয়া একটা ওয়ার্কারদের ছোট্ট গ্রামের মতো আছে। দেখে আস্তে পারিস। ফ্রিজে ভাত, দল আর মাংস থাকবে এমনিও যদি বাড়িতে থাকিস। "
শুভ মাথা নাড়লো, কিছু বললো না। জানালার সামনে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি অনেক্ষন থেমেছে।এই দিকটা পুরোটাই জঙ্গল।ডান দিকের কোনায় অন্য একটা কোয়ার্টার দেখা যাচ্ছে।
শুভদা বললো ,"এই জানালার পূবমুখী। ডান দিকে যেই বাড়িটা দেখতে পাচ্ছিস ওটায় আগের এসিস্টেন্ট ম্যানেজারটা  থাকতো।এই জানালা দিয়ে জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। অবশ্য মাঝে সাঝে কিছু শেয়াল দেখা যায়। "
রণজয় সাথে সাথে ফিরে তাকালো।ওর মুখ দেখে শুভদা হাসলো, "আরে ভয়ের কিছু নেই। শেয়াল আর সজারু আছে। এটা প্রটেকটেড এরিয়া। তবে ঘরে কিছু ঢোকেনা।"
রণজয় বললো ,"তুই নাকি সন্ধ্যের পর বাড়ি থেকে বেড়োস না? তোর  ড্রাইভার বললো। "
"ব্যাটার খুব মুখ চলে। গাড়ি নিয়ে রাতে আমি বাইরে যাই না। এলাকা তেমনও ভালো না। ড্যামের জন্য ইট , বালি , স্ক্রু , সিমেন্ট কত আমউন্টে আসে বুঝতেই পারছিস। স্মাগলিং-এর ঝামেলা ভালোই আছে এদিকে।রাতে গাড়ি নিয়ে যত কম চলা ফেরা করতে হয় তত ভালো।"
"টর্চ দেখলাম না তো। লোডশেডিং হয় না?"
"কি বলিস রে? ড্যামের পাশে লোডশেডিডিং? মাথা খারাপ হয়েছে নাকি তোর? টর্চ পড়ার টেবিলেই আছে যদিও।"
লোডশেডিং-এর জন্য টর্চের কথা মোটেও তোলেনি রণজয়। একবার টেবিলের দিকে উঁকি মেরে দেখলো , দেওয়ালের পাশে টর্চ রাখা আছে।
শুভদা গায়ে একটা চাদর চাপিয়ে বললো, "তোর কি ঘুমানোর ইচ্ছে নেই?"
রণজয় হেসে বললো, "ট্রেনে ঘুমিয়েছি একটু।"
"প্রেম করছিস?"
একটু হতবাক হয়ে রণজয় শুভদার দিকে তাকালো ,"না। "
"সেটাই ভালো, যতদিন নাম না আসে , ভালো থাকবি।"
শুভদার দিকে তাকালো একবার রণজয়।চাদর ঠিক করতে ব্যস্ত।নিজের মনে একবার হাসলো আবার জানালা দিয়ে বাইরে তাকালো।
"আমার তো কাল বেরোতে হবে ভাই। প্রায় ২টো বাজে।শুয়ে পড়। "
"তুই ঘুমা। আমি একটু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে পড়ছি, ঠিক আছে। একটা গল্প বেশ ভালো জায়গায় আটকে আছে। "
"অলরাইট ! আমি-রাত্রি "
রণজয় হাসলো শুভদার দিকে তাকিয়ে।তারপর শুভদা শুয়ে পড়লে ও টেবিল লাম্প জ্বালিয়ে ঘরের টিউবলাইট নিভিয়ে দিলো।রনজয়ের উদ্দেশ্য মোটেও গল্পের বই পড়া ছিলনা। ও টর্চটা নিয়ে দেখলো বেশ ভালোই জোড় আছে। তিন ব্যাটারির টর্চ। শুভদার ঘুমের অপেক্ষায় ছিল রণজয়।জানালার সামনে দাঁড়িয়েই ও বুঝেছিলো, এই নীবিড় জঙ্গলের কোলে কোনো অদ্ভুত গল্প বাসা বেঁধে আছে। গায়ে কাঁটা দিয়ে উঠলো রনজয়ের। এমন না যে ওর সাহস খুব বেশি।কিন্তু ও যা দেখেছিলো প্রথমবার, তা ওকে বড়ই চঞ্চল করে তুলছিলো।আবার খাটের দিকে তাকালো।শুভদা ঘুমিয়ে পড়েছে।আর সময় নষ্ট করা যায় না। 

Saturday, July 9, 2016

Vidyalay - Prothom parba


                                    বিদ্যালয় -প্রথম পর্ব


Prayer শেষ  হওয়া মাত্রই ক্লাস সিক্স এর ছাত্ররা attention পোসে ready  হয়ে দাঁড়ালো।  ক্লাস মনিটর এর নির্দেশে সবাই গুটি গুটি পা ফেলে তিন তোলার দিকে হাঁটা দিল। এদের কারোর মনে এখন ভয়, কারোর ঔৎসুক্য , কারোর হয়তো আবার বিরক্তি। প্রথম পিরিয়ড এই অঙ্ক ক্লাস। আজ উনিট টেস্ট এর খাতা দেবেন স্যার। দু মাস হয়েছে এরা সবাই সেকেন্ডারি সেক্শন এ উঠেছে। এই কয়েকদিন আগেও যারা নিজেদের সব থেকে বড় মনে করতে, হঠ্যাৎ -ই গত দু মাসে সব উল্টে যাওয়ার সাথে মানিয়ে নিয়ে পারছে না। ললিত মোহন আদর্শ বিদ্যালয় এর ছাত্ররা আমাদের এই গল্পের বর্তমান নায়কবৃন্দ। এই বিদ্যালয়টি স্হাপিত হয় ঊনিশশো ছিয়াত্তর সালের ষোলোই ফেব্রুয়ারি। পশ্চিম বাংলার পূর্ব কোনে সময় এর সাথে তাল মিলিয়ে গড়ে ওঠা শান্ত শহর বালুরঘাট।  বড় অদ্ভুত লোকেশন এই ছোট্ট শহর এর। তিন দিক দিয়ে বাংলদেশ এর বর্ডার  ঘিরে রেখেছে এই শহরকে। উত্তর-পশ্চিম দিকের দরজা খোলা ভারতের দিকে। তাই স্বাভাবিক ভাবেই খুব কাছে BSF ক্যাম্প স্থাপন করে ভারতীয় army পতিরাম নামক এক ছোট্ট গ্রামে (এই ছোট্ট গ্রামের-ই  ছেলে ভারত বিখ্যাত, মাথামোটা কিন্তু সুমধুর গায়ক অভিজিৎ ) ।  নিকটে BSF থাকার সুবাদে বালুরঘাট এর বিশিষ্ট রাজনীতিবিদ দিলীপ ধর সেন্ট্রাল গভর্নমেন্ট  কে আর্জি জানান এই শহরে CBSE স্কুল চালু করতে। বেশ কিছু জল ঘোলার পর সেন্ট্রাল গভর্নমেন্ট পার্মিশন দেয় স্কুল চালু করার। প্রথমে প্রাইমারি , তারপর প্রগ্রেস বিচার করে ক্লাস এইট অবধি পোড়ানোর পার্মিশন আসে। ধীরে ধীরে ক্লাস টেন  ও টুয়েলভ খোলার অনুমতিও চলে আসে। দু বীঘা চাষের জমি কিনে স্কুল এর প্রথম বিল্ডিং শুরু।  সময় এর সাথে ক্লাস এবং ছাত্র দুটোই বাড়ে। তাই নতুন বিল্ডিংও গড়ে ওঠে পুরোনো বিল্ডিং এর পাশে। পুরোনো বিল্ডিং এ ক্লাস হয় নার্সারি থেকে ফাইভ।  সিক্স থেকে টুয়েলভ নতুন বিল্ডিং।
অগত্যা বোঝাই যাচ্ছে যারা ক্লাস ফাইভে এ ছিল দাদা, তারাই এখন  সব চেয়ে ছোট হওয়ার  আখ্যা পাচ্ছে। Teacher রা তো বটেই, দাদা দিদিরাও এদের শুধু তাচ্ছিল্যই  করে। এই দু মাসে এগারো বছরের বাচ্চা রা নিজেদের আবার ছোট ভাবতেই শুরু  করেছে। হয়তো কেউ কেউ করেনি। ইতিহাস হয়তো এদের মধ্যেই অনেক leader খুঁজে পাবে। হয়তো অনেকে হারিয়ে যাবে বাস্তবের যাঁতাকলে। কিন্তু আপাততঃ আমরা বর্তমানে। আর বর্তমান-ই সব চেয়ে মধুর।
এক এক করে ছাত্ররা ক্লাসে ঢুকলো। ক্লাস মনিটর মৌদুদ হোসেন লম্বা চেহারার।  হোস্টেলে  থাকে। এর বাড়ি ফারাক্কায়। হয়তো ক্লাসের  বাকিদের থেকে এক দু বছর বড় বলেই চিরকাল মনিটর হয়ে এসেছে। মৌদুদের সাথে কেউ তর্কে যায় না। মৌদুদ-ও কারোর ওপর দাপট দেখায় না। কিন্ত ক্লাসে অনিয় হলে  মৌদুদ স্যারদের নালিশ করতে একটুও সময় নষ্ট করে না। তাও সবাই চেঁচায় , মার খায়, কাঁদে , আবার একই জিনিস করে। নিজের  ক্লাসে র কে বোরো, কে ছোট, কে দাদা, কে ভাই ! সবাই সবার ঘারে হাত  দিতে পারে। অন্য কোনো সম্পর্কেই যা  পারা যায় না।
মৌদুদ দরজার সামনে দাঁড়িয়ে থাকে teacher  আশা অবধি।   ওকে  ঢুকতে দেখেই সবাই চুপ করে বেঞ্চে পড়ে।  প্রথম ক্লাস ম্যাথেমেটিক্স।  অঙ্ক স্যার ঢুকলেন : চোখে চশমা, এক হাতে ডাস্টার আর অন্য হাতে diary. ইনি রোগা, লম্বা , মাথার চুল পাতলা কিন্তু ঘার অবধি পেঁচিয়ে পড়েছে। হাতের জিনিসগুলো teacher এর টেবিলে রেখে বললেন , "মৌদুদ , যা তো আমার ডেস্ক থেকে ইউনিট টেস্ট এর খাতা গুলো নিয়ে আয়। "
এই নিয়েই prayer লাইনে ভয় ছিল কয়েকজনের। কি যে হবে? অঙ্ক পরীক্ষার খাতা দিয়েই শুরু হতে হলো? বাড়ি গিয়ে যে ক ঘা অপেক্ষা করছে কে জানে?
লাস্ট বেঞ্চে বসা তিন বালক তখন চারিদিকে বন্ধুদের দেখছে আর নিজেদের মধ্যে হাসছে।  এরা তিন জন হলো ক্লাস topper . আর দ্বিতীয় শ্রেণী থেকে এদের বন্ধুত্ব শুরু। বেঞ্চের বাঁ সাইডে বসেছে ঋত্বিক , মাঝে বিজয় ও ডান পাশে সৌর্য।  ঋত্বিক ফর্সা,  চোখ সর্বদা চাঞ্চল্যে ভরা , মাথা ভরা কুচকুচে কালো চুল।  চেহারায় একটু মোটা কিন্তু হাত রোগা। বিজয় শান্ত প্রকৃতির , দেখেই মায়া আসে। ওকে দেখে মনে হয় লম্বা হবে বড়  হয়ে। স্নিগ্ধ চোখে তাকিয়ে থাকে , নিজের মনে কি ভাবে ওই জানে।  ওর দুই বন্ধু ওর মতো গভীর এই বয়েসে হয়ে ওঠেনি। গায়ের রং সাদা, ছোট করে কাটা ঘন চুল মাথা ভোরে আছে। এখন অপেক্ষা করছে খাতা পাওয়ার।  ওর খালি মনে হচ্ছে দ্বিতীয় অঙ্কটা ভুল করেছে। যদিও ঋত্বিক ওর কথায় পাত্তা দেয়নি একটু আগেও । পাশে বসে দরজা দিয়ে বাইরে তাকিয়ে আছে সৌর্য।  ও জানে  দশে দশ পাবে পরীক্ষায়। ওর গায়ের রং তামাটে , চোখে হালে চশমা জুড়েছে।  মাথার চুল একটু বড় বাকিদের তুলনায়। সুন্দর কায়দায় আঁছড়ানো। দাদাকে দেখে গত বছর থেকেই পুশ-আপ আর রিং করতে শুরু করেছে সৌর্য। তাই ওর চেহারায় খাঁজ আর ভাজ উভয়-ই প্রকাশ পাচ্ছে।
মৌদুদ খাতা আনার সময়ে ক্লাসে attendance নিয়ে নেন স্যার। এর পর এক এক করে নাম ধরে ডাকতে থাকেন আর খাতা দিতে থাকেন। প্রথমেই লাস্ট বেঞ্চ থেকে তিন জন গিয়ে খাতা নিয়ে ফেরে। সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। এরা তো দশ পাবেই। কিন্তু একি! ঋত্বিক-কে যে দেখা যাচ্ছে ছলছল চোখে ফিরছে ! বাকি দুজনের হাসি দেখে তো বোঝাই যাচ্ছে তারা দশ পেয়েছে।
সৌর্য আর বিজয় দেখলো ঋত্বিক-এর  খাতায়  বড়  করে আট দেখা যাচ্ছে। শেষ অঙ্কের লাস্ট স্টেপে  ভুল করেছে। ওরা জানে এই সময় ঋত্বিক কোনো কথা বলবে না।  বাড়িতে বকা খাওয়ার ভয়ে এখনই চোখে জল চলে এসেছে ওর। নিজের ভুলের দিকে হা করে তাকিয়ে আছে। বন্ধুদের দিকে তাকাচ্ছে না। চোখ তুলে বাকিদের মুখ দেখলো। মোটামুটি অনেকেই খুব খুশি।  তাহলে সবাই ওর থেকে ভালো করেছে প্রথম অঙ্ক পরীক্ষায়। নিজেকে অঙ্কে খুব খারাপ মনে হলো ওর।  অঙ্ক  বাজে। ইংরেজি খাতা দিক।  ও-ই  highest পাবে। ম্যাডাম তো বলেই দিয়েছেন যে কাউকে সহজে দশ দেবেন না।  ওর থেকে ভালো কেউ করবে না ঐ পরীক্ষায়, ও জানে। এসব ভাবতে ভাবতেই স্যারের গলার আওয়াজ পাওয়া গেলো।
"জিরো পেয়েছিস? আমি কি এতো বাজে পড়ালাম রে তোদের?"
ঋত্বিক চোখ তুলে দেখলো সঞ্জীব খাতা নিতে গেছে।  ফিক করে হেসে ফেললো ঋত্বিক।  তাকালো বন্ধুদের দিকে। সৌর্য -ও হাসলো ওর দিকে তাকিয়ে। কিন্তু বিজয় হাসছে না।  কেমন করুন ভাবে তাকিয়ে আছে সঞ্জীবের দিকে। ওকে দেখে দুই বন্ধু একটু লজ্জা পেলো। সামনে তাকিয়ে দেখলো  স্যারের বকা চুপচাপ শুনছে সঞ্জীব।
"নে  যা।  যা ইচ্ছে কর। পড়াশুনা করবি কেন ?" বলে খাতাটা সঞ্জীবের হাতে ঠেলে দিলেন স্যার।  সঞ্জীব মাথা নিচু করে গটগট করে ফিরে এলো নিজের জায়গায়। বাকি ছেলে মেয়েরা ওর দিকে তাকিয়ে হাসছে তখন। কিছুক্ষন হেড -ডাউন করে থাকলো সঞ্জীব।  নিষ্ঠুর বন্ধুদের ওপর রাগ হচ্ছিলো খুব। কিন্তু উত্তর কিভাবে দেবে? নিজের দোষেই তো আজ সবাই ধিক্কার দিচ্ছে ওকে।  সঞ্জীবের বাড়ি গঙ্গারামপুর-এ। হোস্টেলে থাকে। ক্লাস-এর ভালো ছাত্রদের পড়াতে বাড়িতে মাস্টার আসে, ও জানে।  ওকে পড়াতে কেউ আসেনা। স্কুল-এই তো পড়ানো হচ্ছে , আবার কে পড়াবে?
ক্লাসওয়ার্ক -এর খাতা বের করে টেবিলে রেখে আবার হেড-ডাউন করে থাকলো।
খাতা দেওয়া শেষ করে, স্যার বোর্ডে গেলেন। গতকাল-ই  equation পোড়ানো শেষ করেছেন। আজ "Extra  sums" করানোর দিন। যখনি বই-এর কোনো চ্যাপ্টার শেষ হয়, উনি নিজের diary থেকে অঙ্ক করতে দেন।  এই ব্যাচ দিন দিন তার প্রিয় হয়ে উঠেছে। সতেরো বছর ধরে পড়াচ্ছেন কিন্তু এদের মতো নতুন অঙ্ক করার আগ্রহ উনি খুব কম-ই দেখেছেন আগে। যদিও বেশ কিছু ভালো ছাত্র আছে এদের মধ্যে, তাও ঋত্বিক , শ্রীজিৎ  আর সৌর্যর আলাদা একটা edge উনি দেখতে পান। আজ খাতা দেওয়ার সময় প্রথমেই ঋত্বিকের বিমর্ষ মুখ দেখলেন। খুব চঞ্চল এই ছেলে। উনি জানেন এই ছেলে আলাদা কিন্তু চাঞ্চল্য কন্ট্রোল করা এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হবে জীবনে। কিন্তু এই নিয়ে এখনই চিন্তার কিছু নেই।  সময় মতো ছেলে সামলে নেবে ঠিক নিজেকে। একবার লাস্ট বেঞ্চের দিকে দ্খেলেন।  নাঃ! তিন জন-ই  বোর্ড এর দিকে তাকিয়ে অপেক্ষা করছে। থার্ড বেঞ্চে বসা শ্রীজিৎকে দেখলেন একবার। মুখে পেন-এর পেছনটা ঢুকিয়ে রেখেছে। ওনার দিকেই তাকিয়ে আছে। উনি বোর্ড-এর দিকে ঘুরলেন। শিক্ষকতার চার্ম যেন আবার হঠাৎ অনুভব করলেন ।
স্যার যেই অঙ্ক লিখতে বোর্ড-এ গেছেন , অমনি সঞ্জীব এর কোমরে পেন দিয়ে রাহুল খোঁচা মারলো। বিরক্ত হয়ে পেছনে ঘুরলো সঞ্জীব। রাহুল দাঁত বের করে ওকে ভেঙ্গিয়ে বললো, "Zero ". সঞ্জীব সামনে ঘুরতেই যাচ্ছিলো, আবার ওর কোমরে খোঁচালো পেন দিয়ে। সঞ্জীব লাফিয়ে বসে পেছনে তাকাতেই রাহুল আস্তে করে হেসে উঠলো।
হাসির আওয়াজ শুনে স্যার পেছনে তাকালেন। চোখ সোজা গিয়ে পড়ল সঞ্জীবের ওপর। সাথে সাথেই মাথায় রক্ত উঠে এলো। উনি মারতে পছন্দ করেন না।  যাতে কারোর মনে অঙ্কের ভয় না তৈরি হয়, তাই ক্লাস-এ করানো একটা অঙ্ক-ও পরীক্ষায় দিয়েছিলেন।  এই ছেলেটা সেটাও পারলো না! আর নিজেকে ঠিক রাখতে পারলেন না স্যার। টেবিলের ওপর diary-টা ছুঁড়ে ফেলে ছুটে গেলেন সঞ্জীবের কাছে। চুল-এর মুঠি ধরে বের করলেন বেঞ্চ থেকে।
টানতে টানতে নিয়ে এলেন ক্লাস-এর সামনে। ছেলে, মেয়ে-এর সামনে। মেয়েদের সামনে মার খাবে ভেবেই মাটিতে মিশে যাচ্ছিলো সঞ্জীব। তারপর শুরু হলো পৈশাচিক প্রহার। মাথার চুল ধরে এগারো বছরের বালকের দেহটা শুন্যে ভাসালেন কিছুক্ষন। তারপর নিজের বগল-এ সঞ্জীবের মাথা ঢুকিয়ে পিঠের ওপর বার দশেক কিল মারলেন। যারা শুরুতে  হাসছিলো সঞ্জীব কে স্যার মারতে আনছিলেন দেখে, এখন সবাই ভয়ে যবুথবু হয়ে সিঁটিয়ে গেছে।
পিঠে মার খাওয়ার পরেও সঞ্জীবের মুক্তি ছিল না।
"I will beat you black and blue", হুঁকার ছাড়লেন স্যার।  তার সাথে সঞ্জীবের দুই গালে থাপ্পড়ের বর্ষণ শুরু হলো।  অনেক্ষন নিজেকে চেপে রেখে এবার ভেঙে পড়লো সঞ্জীব। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে , মুখ দিয়ে আওয়াজ -ও হচ্ছে কান্নার।  কিন্তু আজকে রাহু ওকে কিছুতেই ছাড়ছে না যেন।  আরো কিছু চড় , কিলের পরে স্যার শান্ত হলেন।  "যা গিয়ে বস। নির্লজ্জ কোথাকার!" ধিক্কার দিয়ে দূরে সরিয়ে দিলেন ওকে।  কাঁদতে কাঁদতে সঞ্জীব ফিরে এলো বেঞ্চে।  একবার রাহুল কে দেখলো। এখনো ওর মুখে মৃদু হাসি। কিছুই আর বুঝতে পারলো না সঞ্জীব।  মাথা নিচু করে নিজের খাতা ভেজাতো থাকলো।
স্যার কিছুক্ষন চেয়ার-এ বসে থাকলেন। হয়তো দম নিচ্ছিলেন। বিজয় সঞ্জীবকে দেখে খুব দুঃখ পেলো। স্যার-এর দিকে তাকালো। কেমন  যেন ভালো লাগল  না দেখে। স্যার-এর মুখ হতাশায় ভরা। পাশের বন্ধুরাও ভয়ে চুপ করে আছে। বিজয় নিজের খাতা বন্ধ করে বসে থাকলো। পাশ থেকে ঋত্বিক ফিসফিস করলো, "কি রে , আজ আর অঙ্ক দেবে না ?" কোনো কথা বললো না বিজয়। নিঃস্তব্ধ ক্লাসে হঠাৎ নিঃস্বাস ফেরানোর মতো করে ঘন্টা পড়লো।  স্যার উঠে বেরিয়ে গেলেন।
সবাই সঞ্জীবের দিকে তাকালো। সঞ্জীব নিজের পাশে বসে থাকা মৌদুদের দিকে ফিরলো। সাথে সাথেই পেছন থেকে রাহুল বললো , "sorry ভাই, আমার দোষ। " মৌদুদ বড় বড় চোখ করে রাহুল কে বললো, "এর পরের বার আমিই  তোকে মারবো। " সঞ্জীব মুখ টিপে হাসলো একবার।
লাস্ট বেঞ্চ থেকে ঋত্বিক এসব দেখছিলো। ওর দুই বন্ধু trump কার্ড খেলতে ব্যস্ত তখন।  বিজয় ডাকলো ওকে, "কি রে শুরু কর। "
ঋত্বিক বললো, "একটাও অঙ্ক করা হলো না আজ। "
সৌর্য নিজের কার্ড তা সামনে ফেলে বললো, " কি পেটালো রে ভাই!"
বিজয় "হুঁ " বলে নিজের কার্ড নামালো।
এই কার্ড খেলা এদের নিত্য দিনের নেশা। ক্লাসের মাঝে ফাঁক পেলেই তিন হন এই করে প্রতিদিন। লাঞ্চ-ব্র্যাকও এই ভাবেই কাটে। খেলতে খেলতে সৌর্য একবার  তনয়ার দিকে তাকালো। সেকেন্ড বেঞ্চের ডান সাইড-এ boy-কাট চুলের একটি শ্যামলা মেয়ে। কটা চোখ , ছোট্ট ঠোঁট আর অপূর্ব হাসি।  ইদানিং মাঝে মাঝেই ওর দিকে তাকায় সৌর্য। কেউ জানে না।  লাস্ট বেঞ্চের কোনায় বসার সুবিধা। তনয়া কে দেখলে কেমন একটা চঞ্চল মনে হয় নিজেকে সৌর্যর। মাঝে মাঝে তনয়ার  সাথে চোখ মিলে যায়। তখন সেই চাঞ্চল্য আরো বেড়ে ওঠে ,এক-ই সাথে মনে হয় মাটিতে মিশে গেলে ভালো হত।  এসব ও ঋত্বিক আর বিজয়কে বলতে চায়না।  নিজেই বোঝে না এরকম কেন হয়। কিন্তু কি যে নেশার মধ্যে ও পড়েছে! রোজ স্কুলে আসে শুধু ঐ চোরা দৃষ্টির আশায়।
বিজয় দেখলো সৌর্য অন্য-মনস্ক হয়ে সামনে তাকিয়ে আছে। একবার পেটে খোঁচা মারতেই সৌর্য নিজের দান দিলো। একটু অদ্ভুতই ঠেকলো বিজয়ের কাছে।
এর মধ্যে পরের ঘন্টা বাজতেই ক্লাসে ইংরেজি ম্যাডাম ঢুকলেন। তাঁর হাতে এক গোছা উনিট টেস্ট -এর খাতা। তাই দেখে ঋত্বিক কার্ড গুলো পকেটে ঢুকিয়ে দিলো। এইবার আয় কোন ব্যাটা আসবি!

Thursday, July 7, 2016

The wire

"Ektu aste katha bol", Rita spoke in a very serious tone.
Amit, who had gone to room 101 for collecting income-tax forms, was a little taken aback. Sure, he was asking in high decibels whether anyone in that room had access to the forms, yet something in Rita's tone seemed amiss. Yes, she was talking on the landline but the room was a large one! Someone standing at the door would have to shout so that the everyone could hear him. On learning that the forms were not in 101, Amit closed the door and headed back to his room. He was constantly plagued by her tone.
What is she thinking? Maharani naki?
He felt a little bad for himself. He had been wooing Rita for a couple of days and she had nicely adjusted herself on thin wire of giving in and not yielding. This was exactly the best thing Amit liked about romance. Any answer away from the wire meant the romance was over. But Rita's tone today was a little off-beat. In his head all he could see was Rita viewing him as just another preme pora admirer.
To hell with re-kindling romance with you!
He felt he must have lifted her a little too far from the ground in the last few days.
You are beautiful only if I write so about you.
He wanted to feel light. Rita had always been interested in him. He liked her too. But he could never fall for anyone who had already fallen for him. Thus he had always kept turning her down. Now it seemed that the wheel had turned.
No way! I haven't fallen for you.
He came back to his office and turned on Whole Lotta Love . Higher the notes reached, farther the heaviness went away.
Nah! I'm alright.

Amit lit a cigarette. What if all we needed was nicotine!

Friday, July 1, 2016

Boi

katha, aj boi er perono pata;
tomar, r amar. adou haat na pora
holde kagojer mishti gondhe
hajar hajar swabde bheshe beracche aj-o
na bola ahetuk laaj-e dhaka
joto bujhe neoya.

kobi seje kobi hote ami chaina
sorolipi na jene chaina gaite gaan
na chilo gola, na chilo chhondo
kintu chilo rupkathar gaynar baksho
se gayna aj amar swarthakata, ahonkar
raat er snigdho sparshe alor alonkar
samay kuriye rekheche ja chili tui
se boi amar, chapa akkhor gulo tui.

tate ache abdar, 
ache gaan, 
ache thakumar jhulir
tirthasthan.

Wednesday, June 29, 2016

Ojon er epith r opith

Raktim : kon gaan sala shuru hoy "get out of my life, why don't you babe" bole!

Swapan : ha ha. Mad men er choice of music niye kono katha hobe na.

Raktim : sala maagi gulo gota prithibi jure chele der same abostha koreche.

Swapan : at all time, at all space. tai to boli meye ra bhagoban!

Raktim : break up kore eto shanti paoa jabe bhabini.

Swapan : are hya. abar notun keu asbe, abar case khabi.

Raktim : r jai kori, nijer ghore dhokabo na. sala ghore dhoke to mone kore amar lifestyle orai thik korbe.

Swapan : eta barabari hoye galo. emon bhab korchis jeno bhalo kichu hoyna preme tor sathe.

Raktim : aj kal kichui bhalo hoy na re bhai. Interest tai chole geche. initially sob i makhon thake. tarpor amar pechone loha dhoke!

Swapan : Suchitra meye ta bhalo chilo. tor proti taan o chilo. tui egiyeo egoli na.

Raktim : ki kore egotam? ja-i katha hoto seta giye Priya ke bolto. r ei Priyao kom sheyana na! sobar samne eshe oi katha gulo amay bolto, "tui naki eta bolechis?"

Swapan : bechara tui.

Raktim : orom pet patla meye er sathe thaka jay na. Show off korte chaito je Raktim katha bole or sathe. korbi kor but etuku bujhbi na kon katha ta tor janyo exclusively Raktim bolche!

Swapan : kintu tor proti taan tao chilo chorom jau bol.

Raktim : char to! osob taan amar dorkar nei. Etodin hoye galo ektao moner moto meye pelam na re!

Swapan : se kirokom?

Raktim : Sundori kintu setai tar most attractive quality na. Intelligent kintu innocent. Smart athocho careless ...

Swapan : E abar ...

Raktim : chup kor. Sob bojhe but with indifference, khamkheyali but organised. Boi pore. Bhalobasha chay. Eternity te biswas kore amar moto.

Swapan : Tor pechone loha kano dhoke nijer katha gulo shunlei bujhe jabi.

Raktim : Satyi ki erom keu hoy na? jar kicchu eshe jay na kono kichu niye. Taka, naam niye matha ghamay na kintu kaj korte chay.

Swapan : tui nijeke khunjchis meyer madhye. ki kore pabi?

Raktim :  Khunjchi to kobe theke. Sobai eshe haway miliye jay. tader jagyo hoyar chestao korechi etobar. Spontaneously ekta prem asbe...simultaneously. purono doner premer moto. Innocent.

Swapan : Tham to bal. boke jacche ja icche tai.

Raktim : dole dodul dole jhulonay. bujhli?

Swapan : Amar Uttam Kumar re! Katha na peye antlamo marche.

Raktim : ki r bolbo? tui kamon meye chas bol.

Swapan : ami bibahito re bokachoda! tui ei stage e poucha age.

Raktim : ei to arale dhuke geli! ekhon khnochano jabe na r.

Swapan : nijeke khnujis na bhai. anyo taste er ekta manush er theke nijeo to koto kichu shikhte parbi.

Raktim : baad de tui. ami nijeke edi odik khnuje berai na. Ami innocent na. tai innocence khnujchi.

Swapan : tui sob kichui peyechis. kintu jokhon nijer deoyar samay ashe tui paliye jash. somparke thakis. kintu jekhane thakar sekhane thakis na. r toke tor premika ra khub bhalobesheche bolei toke charte deri kore. orao berote chay. ora bujhte pare tui nei. kintu ora tor bhalobashao to dekheche. tai samay nay toke charte. Sure hote.

Raktim : Sei sob samay gulor tahole ki significance jokhon tara thake na kintu ami thaki?

Swapan : Dari-palla niye boshle ojon ei sudhu chokh porbe. Tor o. R tor khodder er o.

Raktim : tui kokhono chokh rakhisna ojon e?

Swapan : Rakhi. Setao dorkar. Kintu tor moto naively rakhina. Majhe customer ke kichu free te diye di. Customer barbar firey ashe. hoyto oi free tukur janyoi.

Raktim : Batela rakh. jotoi sexy katha barta bol, ami ei golper hero.

Swapan : Bajar to heroine der. Byabsha korbi to properly initiated ho.

Raktim : se r bolte. anyway ami haar manchi. tomar sathe torko kore labh nei. tui kayda kore amar thik point gulo ke tor mishti kathay dheke dibi.

Swapan : Single achis. Bhalo achis. Nekamo bondho kor. Onek kaj ache. Chol bikele cha er table e dekha hobe.

Wednesday, June 15, 2016

How it is in the family

Anirban : I know there never will be any dearth of women.

Sneha : There won't be. Nor for you, neither for the other playboy.

Anirban : Come on, didi. I'm not a playboy. I'm just a narcissist.

Sneha : A proud one, it seems.

Anirban : See, I can't help it. I don't like when women approach me. It has to be from my side.

Sneha : Tor janyo oi meyei hobe jar janyo tui head over heels hobi.

Anirban : Otherwise prem korar mane ki?

Sneha : Ratul ta ja paka hoyeche!

Anirban : Yes. He is a dude.

Sneha : All I want is that he doesn't get hurt in the process. You know, there are girls too who think like him. Heartbreaks are always in the news.

Anirban : He doesn't seem like a heart-break sort of  a fellow.

Sneha : Yes, that gives me hope.

Both laugh.

Sneha : Mesho to tor biye niye chintito.

Anirban : Ei re, ki boleche?

Sneha : Baba ke bolchilo tor biye deoya naki dorkar. Meshor ei kaj ta ache korar. Ami bollam eta tor kaj.

Anirban : Amay khub ekta bole na. Tell me is it even the time? I'm just twenty-seven.

Sneha : Ektai life. You should enjoy it. Amay bolle ami to ekkhoni palai biye theke. Dayityo r dayityo.

Anirban : Dhur. Koto kichu korar ache r bari te ekhoni chinta korche.

Sneha : Tor bari practical. At least toke niye. Beshi kichu bolbe na tai. Ami bollam esob niye oke bolo na. dakho ki kore. biye kore, single thake, live together kore..tar por bhablam beshi hoye jacche. Erpor LGBT bolle hoye galo.

Anirban : Na na. Otoo kichu na. Emnitei tension kore. Tobe ekhon onek kom bole.

Sneha : Wine taste korli?

Anirban : Nah. Ekhono icche hoyni.

Sneha : Dhur. Tui boring.

Anirban : Certainly. I just look interesting.

Both laugh.

Sneha : Amar sob kota bhai ja hoyeche!

Anirban : Tomar bhai-phontar effect.

Ani's phone rings.

Anirban : Mashi phone korche. Cholo gate er samne jai.

Wednesday, June 8, 2016

Winged feet

And where are you going today?
Climbing the same buses,
The same mountain
Where, my friend are you headed?

What if the Sun plays with clouds today?
Blue, black and grey
And raindrops along the way
But where are you headed today?

I'm off to the green fields
Through the notes of the winds
Leaving the desks, chairs and papers behind
I'm leaving for one good time.

So it is up to you
Take my hand
For you too, my friend
Are alone in your dreams
Just like me
And I'm leaving today
Leaving necessities behind.

Wednesday, May 25, 2016

Pablo

Glory be to the mothers
Famous and infamy-laden sons
Ones those were called Pablo
For it is a dangerous name
And yet a glorious one too
And O Mothers! Glory is yours.

Artists they have been
With colors they have played
Pastels and bullets, their pencils
But Picasso isn't the only name.

So who is Pablo Escobar my friend?
Where does he lie when the guitar plays?
Along the shores of blue and grey
Amidst the files and burnt evidence
You dug deep for the fountain's base
Where does he ride when the guitar plays?

Saturday, May 21, 2016

What Not to be! (A severe crisis looms before us)

Intellectual. The once-positive word has been stigmatized beyond repair.
I read an article about Mamata Banerjee's electoral win which hailed her as the real "mass"-leader, by
blaming all that has befallen on today's Bengal on the hypocrisy of the "dhooti-clad (wtf!), Kolkata-centric, Left-spoken upper caste" Bengali. The article was fun to read, no doubt. It, I felt, correctly diagnosed the disease. But the treatment that it welcomed, is horribly wrong!

Read : How Mamata has supposedly killed the gentleman of Bengal

Okay. So Mamata Banerjee has been voted back in power. She has more seats than she dreamed of, or she wouldn't have stayed inside her Kalighat house till Judgement Day! Anyway, her brand of politics has proved its mettle once again. The "intellectuals" must be wondering about the WHY and HOW aspects of  this result. Someday, political parties will wake up and know the answer. Let that be.

The problem is elsewhere. If in reality, alienating the educated class starts equaling retaining of power, we are in for a treat : A democracy that will tear itself via civil war. Enough has been said
about the current polarization continuum that is sweeping the country. But why are people actually getting polarized even in this age of technology? If everyone eats at the same restaurant, drinks the same coffee, rides the same cabs and sink into social media through identical smart phones, where does this seemingly connected generation begin to get disconnected?  As more and more politicians are investing into crass language and "humble background" to project their "mass-image", one can't help but notice that Indian politics has started to show self-similarity : What's happening in the states, is also happening on a large scale at the national level.

Our (by this I mean, the new generation) top leaders are fiery orators, cult figures and (so that the "mass" audience gets the point) "Dramebaaz". While dharna might be a few people's strong zone, selling tea becomes someone's jackpot mantra. In between all this, the middle class of India is allegedly getting "polarized". But how fickle this polarization can be, was proved by the assembly elections of Delhi and Bihar. So after religious polarization failed, neo-nationalism emerged.
But unaffected by the Central politics, West Bengal assembly elections took place on an entirely different theme : Development vs Corruption.

While the incumbent voiced development, the hopefuls pointed at corruption in those very claimed development policies (along with several other issues, of course). This is funny because even kids would not make such mistakes. You cannot criticize any populist policy that you never brought into action and take on a mass leader. This is one of several lessons the old pseudo-communists have to learn.  But then, there were other issues too. Scams, video footage, public threats... nothing seems to have provided the hopefuls with their potent weapon. How sad it is that morality has left West Bengal for good!

There is a cliched saying that "Everything is fair in love and war". But surely everything is NOT okay with a state where accepting bribes is accepted. It is neither love nor war. It is only lethargy. It is mental inaction of the mass. No doubt, their leaders show middle finger to law and order.
If the gentleman is silenced by these powerful orators, it calls for the truly educated to make the education count. It calls for a revolt. It calls for boycotts. But it certainly does not call for a 20th century style revolution. It truly demands its intellectuals to fight back. The war has begun. The fortifications have started to fall.

Any society must be led by the educated. Our politicians might be cunning but they are NOT educated. The country will do much better with an Educated dramebaaz rather than his/her uneducated counterpart. The earlier we learn this lesson, the better our future will be.

I am a fair-skinned, tall, practising-Brahmin who happens to be a PhD student in Physics. What this means is, I am one of the most privileged persons in this country. Statistically speaking, my sort is expected to face least hatred from our compatriots. Ideally, this should not be the case. But well, ideals don't stand on immoral lands. Sadly, this goes both ways. Seventy years of self-rule has given power to countless oppressed voices today. So it is as easy to put blame for the tortured history of the "lower castes" on the evil Brahmins, as it is easy to blame the country's present on its politicians. Let us for once accept the truth. The lower castes were oppressed for the same reason the Hindus once were and the whole nation once was : There was an Oppressor, who simply was more powerful than the Oppressed! Using today's style of oratory, the "lower castes" did not have big enough balls to fight against the Brahmins or the Kings. Later these "mighty" Kings surrendered to the Mughals and ultimately to the West. Don't be fooled by the hug your PM gives to the US Prez. The Predator is still eating its prey.
It is absolutely right to ask for demolition of the caste system. But it is useless to put the blame on the "Upper castes" for the genetic inferiority complex that you suffer from. I agree, the real onus is upon the "Upper caste" to let go of their ridiculous hang-ups if a better India is to be produced. But overthrowing of this particular hierarchy has to be smooth, attainable through the only medium : EDUCATION. 

Tuesday, May 17, 2016

Half sentences

There is too much light nowadays
Nights are searching for new shades
My words once again have nowhere to go
And I'm a poet ready to miss the flow.

You sang to me when you were close by
And then you needed a newer alibi
Having grown up today I do realize
The dots never had meaning; they were shy.

The results are out; new kids on the block
I look back and find you steady like a rock
I was once there where the marbles still stay
As new footsteps count themselves, yearning for breath.

I wonder what lives on in actuality
The memories in me or our eroded footsteps;
 Or these letters and half-sentences
Or simply nothing since you never cared to stay.

Sunday, May 15, 2016

Chutir rong

Robibar dupurer gondho,
Jodi chitrak hotam, chobi te bhashiye tultam
Shei chobi hoto lal,
Anyo rong jodi rakhtei hoy
Tahole kichu kalo, monder bhalo.
Hothat i bujhlam chutir rong lal,
Ei lal e dube ache poradhinotar anchol
Amar swabdochok aj boba
Amar swirdara bneke geche jonmer age
Jokhon ek hotyakarir Shonibar

Agamir sob chuti ke shekole bnedhechilo chirokal er moto.

Hay manush, hay Bangali, hay Bharatiyo
Tomar Raja ke marlo anyer proja
R tumi sudhui kandle, uthe darale na
Egole na, matha tulle na, araisho bochor.
Ki desh tumi, ki rong tomar,
Robibar dupur, chagol r murgir ahonkar!

 Doshir bichar korbe kon maha pnuthi?
 Kon rakhal kobe marbe bagh?
Amar r tomar itihash adote fyakashe lal
Tai ghure takano proyojon aj
Miche desh prem e nijdeke abar korcho poradhin
Angul tolo, nijer opor;
Ami r tumi kshoto-bhagyo, tai kichu kalo.

Author's note :

To give youself a context of this particular post, you may go through
the following links.

Your city still holds Histroy, albeit with neglect

The calm, yet no storm

Wednesday, May 11, 2016

Run them down

Run them down
Run them down like a lawn-mower
Run them down, ruin them
And make a fool out of them
For they deserve to purify this land;
It is their blood that we will lick
To know what valor is, death is, life is.

Rivers will flow backwards if they have to
For we will burn the seas to fit ourselves
Flags, red, yellow, blue will fly
As we step on the shores of humanity's past
The cannons will be loaded again
And now there won't be a finish line.

So run them down as you would
Run them down as they should!

Oh Woman!

I haven't written in a long time
And neither have the mountains moved
But they say that change is inevitable
Even though eternity leaves theories screwed.

I haven't walked by your side
For we were too busy for life
And now the Sun is shining again
But the cycles are being unlocked.

So the next time you meet a man
'Hope you make him sing to you
His tunes, not yours;
And the next time I meet a woman
I wish the clouds sweep us away
To memories, not yours.

And when the respective oceans will be crossed
I will take your hand at the horizon
For there will be no regret to hold us back anymore ...

Saturday, April 9, 2016

Mawjaroo

Amol : Prosno tar uttor pele Santu da?

Santu : Kon tar? Babar tar na ma er tar? Thakur dar na choto kakur? Nera mittir er? naki class 10 er anko p0rikkhar? sokal sokal matha ta khechre dili haramjada!

Amol : Ah! egulo konotai na.

Santu : Tahole?

Amol : Sukumar Ray er.

Santu : Seki! Onake abar relevant banacchis kano hotocchara? Shyamal da parota baniyeche. khete de. Onar poutro to palon korchen bongsher proti dayitwo.

Amol : Aha yarki rakho na. Kal raate Hajabarala porechi abar.

Santu : O. Tai dekhi sokale parotay mon nei. Ta kon prosno ta shuni?

Amol : Oi je go... "Sawjaroo, kangaroo, debdaroo hote pare, mawjaroo kano hobe na?"

Santu : Oh! e to sohoj uttor. Mawjaroo rong khele na bole.

Amol : Mane? e abar kamon katha! yarki na kore bolo na.

Santu : Yarki marlam koi? bhab na ektu. uttor peye jabi.

Amol : Dhur ki sob heyali. bolo-i na khule.

Santu : Hya thiki bolechis. ja gorom poreche, jama ta khulei ni. (bole jama ta khullo).

Amol : majh rastay bhor sokale khali gaye parota khao. r ashol prosno ta heyali kore uriye dao.

Santu : Are na na! shon. Mawjaroo rong pochondo kore na. Tai se thakbe na.

Amol : Tao bujhlam na.

Santu : Uf ei chele ke niye para jay na! Bhabis na bapu ektu-o! Sukumar Ray ki bhebe likhechen r ki bolte cheyechen ta unii janen. Ami ajker context e katha bolte pari sudhu. Tahole bol to rong shunle tor mathay ki ki ashe?

Amol : Abir khela, chobi anka, potaka...

Santu : Hya jemon Samaresh Basu likhechilen... sob kichu tei rong... sob i rong er khela. Tor abir khela, deoyal likhon, chobi anka, potaka ei sob ek sathe rakhle ki mone hoy?

Amol : Desh, politics...

Santu : Anyo kichu ashe na? Talent, shilpo, ityadi? Tobe sudhu tor kano? Ja cholche tate sobar mathay politics ar desh i asbe !

Amol : tar sathe mawjaroor ki samparka?

Santu : seki re! samparka bole samparka? Mawjaroor kono rong nei je!

Amol : Mane mawjaroo sada?

Santu : Sada kano hobe? rong nei. Mawjaroo swaccho! jol er moto.

Amol : jol to sada!

Santu : kon duniya-e? jol sada hole dudh ki?

Amol : dudh o sada. anyo rokom sada.

Santu : Beyara chele to tui. Rong nei mante eto asubidha je sada-r o rokom invent korchis!

Amol : Besh. Rong nei. Fyakashe ?

Santu : Na! Fyakashe o ekta rong. Bari giye bhalo kore jol er dike takabi. Nahole r ei niye katha bolbo na!

Amol : Accha accha besh. Takabo. Ebar mawjaroor katha bolo.

Santu : Hmm. Mawjaroo kothay thake janis?

Amol : Na to! Kolkatay?

Santu : Ata-kelane tui! Mawjaroo thake mawja-e! Esob desh er concept tar mathay dhoke na. tai se nil, sabuj, lal, gerua kissu bojhe na. Ashole o jekhane thake sekhane Potakabaaj ra jete chay kintu pare na! Tai janyo tara desh toiri kore. tarpor bole "eta amar desh, ekhane ei ei niyom... r ota tomar desh. Tumi tomar desh ei thako. Amar desh e tomar dhokar permission nei."  byas ! ei janyoi Mawjaroo thakbe na! Bujhli?

Amol : Ektu bujhlam. Kintu Mawjaroo o ki nijer desh e oder ke dhukte day na?

Santu : Akath murkho tui! Mawjaroo abar desh bojhe naki?

Amol : Tahole to era Mawjaroor desheo dhuke jabe! Tokhon to mawja-i thakbe na r.

Santu : Otoi ki sohoj naki? Mone rakhbi sob ku-kirtir janyoi manush ke jobab dite hoy. Shawjaroo, kangaroo, debdaroo r mawjarror moto, ei Prithibi te Fyataru-o ache! Tara sob dekhe r chhando miliye rakhe!

Amol : Aya! Fyataru abar ki?

Santu : Ki abar? "Chandrabindoor cha, beral er talobyo shwa r rumal er ma niye ja hoy thik ta."

Amol : Chashma?

Santu : ami tor viva nite boshini hajabarala-er opor. Ahammok! Khunjbi, Porbi, Bhabbi. Tarpor katha bolbi. Sokal goriye dupur hoye galo! Ja chul kat giye. Ami borong dekhi hisheb ta kori.

ha ha hi hi he he ho ho !

Tuesday, March 29, 2016

Badass

Oh yes! You are right
It is easy to pen a poem
Because you can do it;
Just that, mine are better.

My lines don't care to rhyme
And neither do they have time
I'm too small to light up minds
I'm just better at things where you are tight.

I'm bad for what the world high-fives
But I still have something : light in the night
And I have a wand; the lucky strike
I'm a little screwed out, Vedic relic type.

Oh yes! Poems are easy
For talented ones like me.
Take home message for your dick:
With great talent, come red hot chicks!

So the next time this thought occurs in your mind that writing a poem is easy, count your chicks. And yes, at times I'm impolite, merciless, shameless and bad. But I'm at my best when I'm a badass.

Thursday, March 24, 2016

Eliminations

A few lines for you, my friend
For being with me, in me
For the times of calm and storm
For being invisible and omnipresent.
I heal under your spell,
Write for you when all the lies turn true.
As you walk by me, like no one else
I discover new meanings to showcase
Narcissist, Selfish, Introvert, Aloof
And happily so, since you're who I am.

It is me who lifts me up
When the shadows cease to exist
I am the friend who cares the most
For the nothingness that surrounds
And it is me, who has lived on
Through the movies, books and songs.
So as old and new lies circle
I stay in the center; calculating, eliminating.

It is time to wake you up, once again.

Sunday, March 20, 2016

Mirror

This is a special post. This is an article that comes from the heart, after analyzing an old (rather young) me. The social service that these websites do by saving our chat histories, is enormous. We rarely experience the process of growing up, while being respectively good/bad at it. But internet provides us with the mirror, one which keeps capturing our present and reflects the past when we need it.
Looking back, I was not someone whom I would be proud of today. I was bad at talking, bad at listening, certainly bad at humour and not at all as innocent as I would like to believe. In summary, I was not better than what I am now. But these are just answers which I could have easily got from little introspection only. The funny part of studying a subject for some time is that we start to seek examples from the subject to apply in our lives. It gradually becomes ingrained in the way we talk. Using this scheme, I would say that my life has undergone a continuous phase transition. While the two phases by themselves are not-so-interesting, the real novelty lies at the critical point, i.e., when the shift in me actually took place. No surprises here though; it was my break-up that shook me up. It was then that I learnt that I could not get away with lies, and that karma bites deep and hard. I was at crossroads then. I could have become a tyrannical asshole, who sees only evil in goodness or I could have become a much less judgmental, practical human being. But none of these would have been possible if not for the external drive in my life, a random force with strange boundary conditions who changed me. We look at steady state systems in physics because they make our lives easier. But serious work only comes from including the fluctuations. These fluctuations might not matter in the end in a mean-field treatment. That's what we generally do, don't we? We use the same eigenvalue for all the spins in our society. It gives effective results for sure, but incorrect ones nonetheless. A deeper theory cares for fluctuations, renormalizations. We do not live in an exact world. So we keep renormalizing until we are tired and accept the norms of a perturbation theory, where the higher order non-linearities are ultimately neglected. In life, we ride through these fluctuations. We soar through the crests and fall into the troughs, and let ourselves ride the flow until we realize that a steady state has arrived. (The real fun is to write a microscopic model at this stage but it is outside the scope of the present article.) Some people fall into the equilibrium states and relax, while others might feel trapped. But for some of us, these equilibrium restrictions are not intellectually satisfactory. We opt for the uncharted territories, the non-equilibrium steady states.  Till now, I don't know what states lie above the non-equilibrium regime. For now, may be I am approaching a steady state. I have heard of certain terms, e.g., quantum, strong correlations, etc. As of now, I am just a student in the non-equilibrium regime. Someday, may be, the fruits of life will again be plucked from the tree of knowledge.


Monday, March 7, 2016

LIfestyle

Rahul : You know dude, academia is sick.

Shubhra : What happened to you?

Rahul : We are supposedly scientists. In science the only moto is to not suck up but to speak up! Just look around you. It's the complete opposite.

Shubhra : Ignore korte ki problem hoy bolto tor?

Rahul : setai kora uchit. manchi. tao dhoirjo thake na.

Shubhra : Lok e ja bolar bolbe. tader onek samay ache. Gaaye makhis na.

Rahul : Amay niye bolle makhar jhamela nei. But amar bondhu der niye bolle kharap lage. Tui to janis my friends are really close to me.

Shubhra : I know you stand up for your friends. But are you supposed to stand up to every Tom, Dick and Harry?

Rahul : Don't give me this bullshit je kaj kore mukh bondho kore debo.

Shubhra : Nijeo janis setai ek matro upay. You live your life on your terms. You are a passionate person. Anyera seta bujhbe na. You are like Kohli. It's just in you. Toke Sachin hote bola bekar. So I would say, react if you can't control. Let it out. BUt only talking won't help. You have to keep working hard.

Rahul : Yeah, but my reaction hurts people at times.

Shubhra : So they would know better not to mess with you. Dakh ekta katha boli. Khub simple. Anyo keu januk, na januk, tui janis tui ki chas. Tui janis tui ki korte paris. Tui nijer fault janis. So keep making yourself stronger. You are rough. Toke ghoshe anyo shape deoya jay na. Sometimes we forget the difference between a stone and hot molten lava. You know what you are.

Rahul : Eto funda kotha theke pash?

Shubhra : Toke dekhe.

Rahul : hya re banchod. shei.

Shubhra : By the way FAN e to Darr ke tribute diyeche mone holo trailer dekhe.

Rahul : amaro seromi laglo. Initial teaser theke expectation chilo hodol kutkut er kanna kati niye cinema hobe. Tar theke thriller genre better.

Shubhra : SRK all out neme poreche.

Rahul : Hya. He is a brilliant actor. He really doesn't give a shit about critics.

Shubhra : Exactly. So should you.

Tuesday, March 1, 2016

Commissions and fees : Mad Men

What is there to be said of Matthew Weiner? Of Jared Harris? Of David Carbonara? Of John Hamm? And Episode 12 of the fifth season of Mad Men? 'Creation at its best' would not suffice as the correct admiration. If there is one thing unbounded that we can feel, it is art. It is worth being a human being only for these reasons. Someday this post would make me watch the episode again. 

Monday, February 29, 2016

Snow

Out there in the depth of the night,
Along the snow washed city streets
Resides a cello, amidst fiery winds
A new dawn awaits, cold and burning.

I write for the thousands of hands
Within each of us, writhing in pain
And suffering from mutation; psychotic
Violins hysteric in lost words; unsympathetic.

And the letters will tumble upon you
As the Sun rises to shine on the golden Earth
Future and its toys are waiting ...
The prison keys are dinging; blood symphonies.

White reflects your need and your sorry deeds
Flakes defy only to match steps to gravity
Runs the blade through my soul, Holy Trinity
Purged of and in my sins, I wake to chastity.

The notes are high again
The drums are keeping up
Sirens run through four strings
In each submits the other three.

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...