প্রেমের কবিতা লিখতে বলছো মালবিকা?
কিন্তু তাতে আমি যে অক্ষম, অজ্ঞ।
যে মানুষ ভোরের কিরণে ভেজে না,
সে আর প্রেম কি বুঝবে বলো?
আমার ঘুম ভাঙে সাঁঝের মাঝে ,
কবিতার সাক্ষরতা কি আমায় সাজে?
যখন তুমি ঘুমিয়েছো, সেই স্বপ্নে আমি
পাল তুলেছি নৌকায়, ঝরের আশঙ্কায় ;
তবে প্রেমে ঝর নিয়ে তো কত লেখা,
কিন্তু তুমিতো বাতাস খুঁজেছো!
তাই আমি কবিদের দলে ভিড়লাম না
সবাইকে কই মানায় প্যাশনের বিলাসিতা?
কিন্তু তাতে আমি যে অক্ষম, অজ্ঞ।
যে মানুষ ভোরের কিরণে ভেজে না,
সে আর প্রেম কি বুঝবে বলো?
আমার ঘুম ভাঙে সাঁঝের মাঝে ,
কবিতার সাক্ষরতা কি আমায় সাজে?
যখন তুমি ঘুমিয়েছো, সেই স্বপ্নে আমি
পাল তুলেছি নৌকায়, ঝরের আশঙ্কায় ;
তবে প্রেমে ঝর নিয়ে তো কত লেখা,
কিন্তু তুমিতো বাতাস খুঁজেছো!
তাই আমি কবিদের দলে ভিড়লাম না
সবাইকে কই মানায় প্যাশনের বিলাসিতা?
No comments:
Post a Comment