Friday, September 23, 2016

Sadar daag

আমার কবিতার খাতা তোমার নাম নেয়না আজ-ও ,
কে আর জানলো আমার মন বলেও কিছু ছিল
যে মন অঙ্ক শিখেও ডেসিমেলে ভুল করে এখন-ও ;
সেই খাতা ক্ষত লুকিয়েছে অন্য রক্তের দাগে,
তাই অক্ষরের প্যাঁচে নিজেকে বিঁধেছি ; ভীষ্ম যেমন
ইচ্ছা মৃত্যু পেয়েও বেঁচে থাকে কৃষ্ণের আশায়।
পূর্ণিমা রাতে মেঘের ওপর ভেসেছি আমি
স্নিগ্ধতা কাকে বলে তা মাটির মানুষরা আর কি জানে!
ভোর কে প্রণাম করে রাত্রি নামিয়েছি চোখের পাতায়
শুধু তোর না দেখানো কিছু স্বপ্নের আশায়।

কবি বাঁচে নিজের-ই জগৎ-এ
সেখানে সত্যিরা মিলে সত্যি বানায়
দ্যাখ, লিখতেও শিখে গেছি কেমন
অসীমের দাগ তোর ক্যানভাসের সাদায়। 

1 comment:

  1. স্নিগ্ধতা কাকে বলে তা মাটির মানুষরা আর কি জানে! ei line ta.. aar sesh line ta .. awsadharon. :)

    ReplyDelete

Exodus

What is life but a series of exodi - A child's birth from a safe, nurturing womb A boy learning to walk by himself A young man yearning ...