Friday, July 29, 2016

Gawrjon

আকাশের ছিন্ন ভিন্ন মেঘ গর্জন করে না
যে আওয়াজ তোমার রন্ধ্রে রন্ধ্রে প্রতিফলিত
সে গর্জন আমার! বৃষ্টির কথা বলছো?
এক দু ফোটা জল মানেই বর্ষা না, কবে  বুঝবে?
বর্ষা তোমার নিংড়ানো আমার ঘামের কাপড়!
যে কালো মেঘের গান গেয়ে ভুবন মাতিয়েছ ,
আমি সেই গানেরই সুর, আজ বাদলা হাওয়ায় কেটে গেছি।
তা কি যেন বলছিলে? প্রেম? নাম? অন্তর?
কাব্যি করো না বেশী! সময় নেই অডিশনের।
বাজ পড়ছে , যে শব্দ তোমার ভীতির উৎস
তার পালঙ্ক আমি , সব তেজের এখানে নয় বহিঃপ্রকাশ।

No comments:

Post a Comment

বন্ধু

 ভোর-রাতে, নিঃশব্দে সময় এসেছিল পাশে  জীবনের কিছু ক্ষণ নিয়ে অণুবীক্ষণ যন্ত্রে । হাতে হাত, পুরোনো দুই বন্ধুর দেখা বহুদিন পর; হঠাৎ করেই খুঁজে...